আমার খুব ভালো লাগলো আমি কথামৃত পড়েছি আর আজকের আলোচনায় আমার মতে সাধক লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের সব কিছু আমাকে আপ্লুত করেছে উনার কিছু কিছু কথা যেমন হরি 🕉️ তৎসৎ রাতে গীতা পাঠ শুনি তখন আমি সে কথা বলি মা সারদা দেবীর ফটো আছে আমি তাই বলে খুব ধূপ ঘুরাই না বা ঘণ্টা নাড়িয়ে দেখনি পূজা করি না মাঝে মাঝে আমার মনে ইচ্ছা হলে আমি কালী পূজার দিন সামান্য কিছু আয়োজন করে উনাকে বন্দনা করি আমি অধম মায়ের সেরূপ কোন মন্ত্র জানি না আমার মনের মত করে আমি মা কে ভক্তি পূর্ণ ভাবে মনের কথা জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই যারা পরিবেশন করেছেন আর নমস্কার জানাই এসব কথা শ্রবণ করলে মনের কালিমা দূর হয় আর কামনা বাসনা অনেক ত্যাগ করা যায় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা দেবী প্রণাম জানাই তব রাতুল চরণে 🪔🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
Ato sundar kora Thakur Maa Swamiji ei dibbotroie er kotha suna monta vore galo Sanjib babur charena amar vakti purno pronam janai uni sustha thakun valo thakun Thakur er chsrena ei parthoña kori
কাশী থেকে আনা শালটি গলায় আছে দেখে খুব আনন্দ পেলাম।অনেক বছর আর কথা ও দেখা নাই।কথামৃত ভবনের অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসে দেখলাম শুনলাম।ফোন নম্বরটি হারিয়ে গেছে।আপনি জয় মা ,জয় মা, জয় মা বলা শিখিয়েছিলেন।খুব ভালো ও সুস্থ থাকুন এই প্রার্থনা করি।জয় মা জয় ভগবান🙏🙏🙏🙏
আধ্যাত্মিক, আত্মিক ও আন্তরিক প্রণাম সঞ্জীব চট্টোপাধ্যায় মহারাজ, আমার জন্য আপনি অনেক অনেক ক'রেছেন, তাই আপ্লুত ধন্য ও কৃতজ্ঞ। প্রণাম তব শ্রীচরণে !।খুব ভালো থাকুন !
Joy Thakur Joy Holy Mother Sarada Devi Joy Swamiji Maharajjee. Bhaktipurno Pranam janai. I convey my Pranam to this famous literature Hon'ble Sanjib Chattopaadhyaay Mahashaya.
শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজী ও শ্রী ম এর রাতুলচরণ এ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। 🙏🙏🙏🙏 পূজ্যপাদ মহারাজের চরণে ভক্তি পূর্ণ প্রণাম জানাই। 🙏 পূজণীয় সঞ্জীব চট্টোপাধ্যায় কে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর হাস্যরসের মাধ্যমে গূঢ় কথা শুনে খুব ভালো লাগলো। 🙏🙏
অনেক দিন পর এত সুন্দর একটা প্রতিবেদন শুনলাম। সত্যিই অসাধারণ। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী চরনে আমার সশ্রদ্ধ প্রনাম। প্রনাম জানাই শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়কেও।
তুমি কেমন করে গান কারো হে গুনী আমি অবাক হয়ে শুনি। এত গভীর,এত সহজ,এত সাবলীল,এত হৃদয়গ্ৰাহী , এত মননশীল আলোচনা অনেক দিন শোনা হয় নি। দইব্যত্রয়ঈদএর প্রণতি।শ্রদ্ধা নেবেন।
স্যার আপনাকে দেখে মন ভরে গেলো অনেক দিন আগে আপনার ছোঁয়া পেয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে "সংস্থা সচীব সম্মেলনে" সেদিন "মা ঠাকুর আর স্বামীজির" বিষয়ে বক্তব্য শুনে সারারাত ঘুমোতে পারিনি সমস্ত বন্ধু বান্ধব মিলে শুধু আপনার কথা আলোচনা করেছি,আপনাকে জানাই শ্রশদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধা স্যার সুস্থ থাকুন আপনি ভালো থাকলেই আমরা খুশি হব।
মনে হল যেন কেহ ভীষণ প্রিয়জন এসে কাছে বসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন কি ভুল আর কি ঠিক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পূজনীয, সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় কে সশ্রদ্ধ প্রণাম জানাই।
এতো সুন্দর করে রসেবসে বক্তৃতা দিলেন, মুগ্ধ হয়ে শুনলাম। দীর্ঘ সুস্থ জীবন প্রার্থনা করি। ঠাকুরের সাক্ষাৎ শিষ্যদের যে ক্যারিয়ার তৈরি হয়েছিল, তা বিশ্ব বন্দিত। যে আত্ম বিশ্লেষণ করতে সেই তো ঈশ্বরের কাছাকাছি থাকে। স্বশ্রদ্ধ প্রণাম জানাই 🌹🌹🌹
অসাধারণ উপস্থাপনা ও বকতবও আমার পিৠও সাহিত্যিক সঞ্জীব চটটোপাধায় মহাশয় ।💖 অনেক শান্তি পেলাম,,,।আর ঠাকুর রামকৃষ্ণ দেব বলেগেছিলেন যে বাড়িতে আমার ছবি থাকবে ও যে আমাকে ডাকবে আমাকে তার দায়িত্ব নিতেই হবে । 🙏🏼 ভগবতে রামকৃষ্ণাও 🙏🏼🙏🏼 ।
জয়ঠাকুর।মন ভরে গেল। খুব সুন্দর ভাবে রসেবসে ভাবে ভক্তিতে শ্রোতাদের হৃদয় জয়করে নিলেন ঠাকুরের আশীর্বাদ ধন্য সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। অনেক অনেক প্রনাম।
প্রানের কথাগুলোই সঞ্জীব বাবু বিস্তারিত ভাবে বর্ননা করলেন খুব ভালো লাগলো সঞ্জীব বাবুকে প্রনাম 🙏🙏 ঠাকুর মা ও স্বামীজীর চরণে শতকোটি প্রণাম 🙏🙏 জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি 🙏🙏
বাঃ!! অসাধারণ! এতো সুন্দর আপনার কথা গুলো না হেসে পারছি না। মন প্রাণ সব এক করে নিবিষ্ট মনে শুনে চলেছি প্রতি টি শব্দ। ঠাকুরের সান্নিধ্যে আপনি আছেন। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন 🙏🏻💖 জয় স্বামীজী 🙏🏻🌺জয় ঠাকুর 🙏🏻🌺 জয় মা 🙏🏻🌺
👌👌👍👍❤️❤️ অপূর্ব, অসাধারণ, অনবদ্য এই জিনিষ একমাত্র সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো স্বনামধন্য লেখক, উপন্যাসিক ও সবর্বত্যাগী সন্নাসীর পক্ষেই বলা সম্ভব। উনি আমার কাছে নমস্য ব্যাক্তিত্য। উনাকে জানাচ্ছি আমার শতকোটি প্রণাম।🙏🙏🙏🙏
🙏🙏🙏নতমস্তকে কোটি কোটি প্রণাম মহারাজ কোটি কোটি প্রণাম 🙏🙏🙏কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বাবাঠাকুর 🙏🙏🙏কোটি কোটি প্রণাম জগৎ জননী শ্রী শ্রী মা 🙏🙏🙏কোটি কোটি প্রণাম শ্রী শ্রী স্বামীজি মহারাজ 🙏🙏🙏
"ও তো কিছু চায় নি, না চাইলে যাকে পাওয়া যায়।" তারপর 'আপনাতে আপনি থেক মন'।'- অপূর্ব কথন ঠাকুরের। অনবদ্য হাস্যরসের মধ্যেই নিগুঢ় তত্ত্বের সমারোহ। শ্রদ্ধেয় সঞ্জীব বাবুকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। জয় ঠাকুর জয় মা জয়তু স্বামীজী জয়তু শ্রীম, জয়তু স্বামী বাগীচানন্দ মহারাজ জী।🙏🙏🙏🙏🙏🙏
কিছু বলার ভাষা নেই শুধু মুগ্ধ হয়ে শুনলাম। অপূর্ব সুন্দর করে যেভাবে ঠাকুর মা স্বামীজীর কথা বললেন তাতে মনে একদম ভরে গেল। আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏
🙏🙏🙏👏👏👏Joy shree shree Thakur Ma Sawmi Je joy Ghuru Deb joy Debadideb Mahadeb er shree Charon e jano sar hoy katha Mrita Bhavaner shree chorone prattek Dhuli konate sawsraddha Bhulunthita garagari diye bar bar bar 👣🙏👏🍸💖💙pujanio Addhakha je shree Mat sawami siddhesha Nanda Mj Thakur er shree chorone Bhakti purno Abhumi Bhulunthita Garagari diye bar bar bar joto bar kora hoy na ta kom hoy pujanio shree sanjib chattapaddhya shree chorone Bhakti purno Abhumi Bhulunthita Garagari diye bar bar bar joto bar kora hoy na ta kom hoy dhanno dhanno ajker ey sandha Ratri sarthak dhanno dhanno amra pujanio sanjib chattapaddhya er shree mukhe shree shree Thakur Ma er katha Amrita Moy hoye jai amader sakoler jiban dhanno ey janmo dhanno dhanno 🙏👏
ঠাকুর মায়ের চরণে অন্তরের প্রনাম জানাই, স্বামীজির চরণে অন্তরের প্রনাম জানাই। শ্রদ্ধেয় মাষ্টার মশাই এর চরণে আভূমি প্রণাম জানাই। শ্রদ্ধেয় সঞ্জীব বাবু ঢরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। কি অপূর্ব ব্যাখ্য,মনপ্রান জুড়িয়ে গেল। কতদিন আগেও শুনেছি, সেই একই রকম বলা কথা অশান্ত মনকে শান্ত করে দেয় অন্তত কিছুটা হলেও।মনেহয় সব চোখ দিয়ে দেখছি। সুন্দর অনুষ্ঠান। মনে হয় আরও শুনি। সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।🍄🙏🙏
জুড়ালো মন -প্রাণ সঞ্জীববাবুর কথা শুনে ৷ প্রণাম জানাই গুরুদেব সঞ্জীববাবুকে মনে-প্রাণে ৷৷ ঠাকুর, মা, স্বামীজীর শ্রীচরণে জানাই প্রণাম অন্তঃস্থল হতে ৷ আর প্রণাম নিবদন করি মহারাজদের শ্রীচরণেতে ৷৷ মনে হচ্ছিল, এতক্ষণ ডুবে ছিলাম অমৃত সাগরে ৷ মা যুগিয়ে যাচ্ছিল অমৃত কথা বলতে সবারে ৷৷ মা , ঠাকুরের কৃপা থাকলে , অনর্গল কথা আসে মনে ৷ সেই কথা শেষ হয় না, যা সঞ্জীববাবু বললেন অনুধ্যানে ৷৷ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏