Тёмный

মিলন হবে কত দিনে --- আমার প্রানের মানুষ আছে প্রানে । লালন - রবীন্দ্রনাথ । একটি দোহারের উপস্থাপনা 

\Live Showcase/
Подписаться 10 тыс.
Просмотров 5 тыс.
50% 1

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে
(2)
আমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাই হেরি তায় সকল খানে ।।
আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়-
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে ।।
আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
শোনা হল ন, হল না-
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন-গানে ।।
কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না, মেলে না-
তোরা আয় রে ধেয়ে, দেখ্‌ রে চেয়ে আমার বুকে-
ওরে দেখ্‌রে আমার দুই নয়ানে ।।

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Новый вид животных Supertype
00:59
Просмотров 211 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 2,8 млн
BEST OF ANKON | PART 01 | FOLK STATION | RTV MUSIC
52:33