উপস্থাপিকা আপুকে স্যালুট। কারন উনি যখন মুগ্ধ ভাইয়ার কথা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়েই চোখ দিয়ে পানি চলে আসে। যমুনা টেলিভিশন সত্যের পক্ষে আছে। ইভেন আমার কানে এখনো বাজে মুগ্ধ ভাইয়ার সেই আওয়াজ, পানি লাগবে কারোর!!! পানি পানি!!!
শুধু আপনার কান্না নয় এটি, এটি সারা বাংলার মানুষের কান্না। আপনার আকুতিভরা টলটলে চোখ চাপা কান্না সত্যি সত্যিই হৃদয়কে ব্যথিত করে তুলছে। কতবার দেখেছি হিসাব নাই। এখনো কাঁদছি।
নিপুণ আমি আপনার একজন আনেক বড় ভক্ত এবং অনেকদিন আগে থেকে আমি আপনার টকশোগুলো টিভিতে নিয়মিত দেখতাম এবং নির্বাচনের সময় আপনি স্টুডিওতে অনেক বড় ভূমিকা পালন করেছেন কিন্তু ভেবেছিলাম আপনিও হয়তো অন্যান্য সাংবাদিক কর্মীদের মত কিন্তু আপনি তার থেকে আলাদা আজকে আপনার অনুভূতি প্রমাণ করে আমার অনুভূতি ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে গেল আপনার প্রতি ।
আপু আপনার কথা শুনে আপনার চোখের পানি দেখে,,আমার চোখের পানি দরে রাখতে পারলাম না,, মুগ্ধ ভাইয়ের সেই কথা এখনো কোটি কোটি মানুষ কে ঘুমাতে দেয় না,, আল্লাহ এদের বিচার করো,, দুনিয়াতেই যেনো এদের বিচার হয়
মানুষের বিবেক থাকলে সে এই উপস্থাপকের মত নিজের অজান্তে চোখের জল চলে আসবে। বিশ্বাস করেন মুগ্ধর কন্ঠ যত বার কানে আসে ততবার চোখে জল চলে আসে।আল্লাহ তুমি কি কিছু দেখো না আর কত মায়ের কোল খালি হবে
আমার আসলে কি বলবো আমার ভাষা নাই যমুনা টিভি কি বলবো একটা জিনিস বলতে চাই সত্য পথে থাকেন সত্যের শত লড়াই করে জনগণ আপনাদের যমুনার পাশে আছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং দোয়া করি
আপনাকে স্যালুট জানাই আপু আজকে প্রথম দেখলাম কোন টেলিভিশনের প্রচারক এর চোখে পানি, পানি আসার কথা যেরকম অত্যাচার নির্যাতন নিপীড়ন, নিরপেক্ষ থাকার জন্য স্যালুট জানি আপনাকে আবারও
আমার সবচেয়ে প্রিয় একজন উপস্থাপিকা , বিশ্ববিদ্যলয়ের বড় বোন নিকোল আপু।। যার কথা বলার এক্সপ্রেশন আমি মন্ত্রমুগ্ধের মত চেয়ে দেখি ।। মায়েরা তো এরকমই হয় , চোখের পানি ধরে রাখতে পারেনা❤❤
যমুনা টেলিভিশন সত্যের দিকটা তুলে ধরেন। এর জন্যই আমার খুব ভালো লাগে যমুনা টিভির নিউজ গুলো। আপনারা ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। ধন্যবাদ যমুনা টিভি চ্যানেলের পরিবারের সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
উপস্থাপিকা আপাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি😭😭😭জাতি আপনার এ উপস্থাপনা সারা জীবন মনে রাখবে।আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল বোন❤️❤️❤️
যমুনা টেলিভিশনের সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ সত্য প্রচার করার জন্য দেশের সব গণমাধ্যম যখন সত্যকে মিথ্যা বলে প্রচার করছে তখন আপনারা সত্যটাকে মানুষের কাছে প্রচার করে অনন্য উচ্চতায় নিজেদেরকে নিয়ে গেছেন শুভকামনা রইলো আপনাদের জন্য আসা করি আপনারা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করবেন এবং সততার সাথে কাজ করবে ন।
অন্যান্য টিভি চ্যানেলগুলো যখন দুঃসময়ে ছাত্রদের পাশে না থেকে সরকারের দালালি করছে। যমুনা টিভি সাহস করে একাই দাঁড়িয়েছে ছাত্রদের পাশে। অবিরাম ভালোবাসা যমুনা টিভির প্রতি।❤❤
উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান যখন অনুষ্ঠান শুরুতে মুগ্ধ ভাই হত্যা এর কথা বললেন কেঁদে দিলেন আমিও চোখের পানি ধরে রাখতে পারি নাই😭 পানি লাগবে? পানি? এটা আসলে কানে বাজে এইগুলা আমরা ভুলে যাবো না আমরা বিচার চাই। ধন্যবাদ যমুনা টিভিকে এভাবে সত্যি কথা বলার সাহস দেখানোর জন্য।
আমার চোখেও পানি।।। আল্লাহ, তুমি জানো যাদের জন্যে চোখে পানি তাদের কাউকেই আমি চিনি না জানি না। কিন্তু তাদের জন্য লাখো কোটি জনতা কাদছে, তুমি দেখছো আল্লাহ।