আসসালামু আলাইকুম ভাই। আমি সবসময় আপনার ভিডিও দেখে আমার মুরগী কবুতর সবগুলো কে চিকিৎসা করি। প্রাকৃতিক ঔষধ সব ও খাওয়াই আদা, রশুন, হলুদ পেয়াজ, শাকসবজী ইত্যাদি। ভাই আমার ৪০ টা মুরগী ও ৪০ কবুতর আছে, আমি বাসায় সামনে খালি জায়গায় সল্প পরিসরে পালন করছি ইনশাআল্লাহ সামনে আরো বড়ো করার ইচ্ছে আছ। অনেক উপকৃত হই আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার একটা জিজ্ঞেসা ছিলো ভাই আমার একটা মুরগির ঠান্ডা লাগছে হঠাৎ করে কিন্তু আমার ঠিক এই সময় সব মুরগীদের ক্রিমির ডোজ দেওয়ার কথা,আমি লিভার টনিক দেওয়া শুরু করছি এখন কথা হচ্ছে আমার অসুস্থ মুরগীটাকে কি লিভার টনিক দিতে পারবো?? জানালে উপকৃত হবো।
আসসালামু আলাইকুম রবিন ভাই চিনা হাস পালন পদ্ধতি নিয়ে একটি ভিডিও যদি দিতেন,তাহলে উপকার হইত। আর চিনা হাসের ডিম হাতে নিয়ে উমে দিলে কি বাচ্চা ফুটাবে এ বিষয়ে একটা ভিডিও দেন ভাই প্লিজ
ভাই যে ২টি ঔষুধ দেখালেন ঐ দুইটি ঔষুধ কি একসাথে একই পাএে কি মিশিয়ে খাওয়ানো যাবে নাকি আলাদা আলাদা খাওয়াতে হবে। যদি কাহারো সঠিকটা জানা থাকে প্লিজ উত্তর দিয়েন, অনেক উপকৃত হবো।
আসসালামুয়ালাইকুম রবিন ভাই আমার একটি মুরগির গালে তাও এই সমস্যা দেখা দিয়েছে হা করে শ্বাস-প্রশ্বাস নেয় এখন আমি কি এই ট্রিটমেন্টটা দৈনিক কয়বার চালাবো একবার না দুইবার
আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন, রবিন ভাই, আমি আপনার ভিডিও দেখে খামারি হওয়ার স্বপ্ন দেখছি,আমার, ১১ টা রাজ হাস, ১৫ টা, টাইগার মুরগি,১৫ টা দেশি মুরগির, ৩ টা ছাগল, আমি এই গুলা পালতাছি,মুরগি গুলার বয়স, ৬ মাস ডিম দিচ্ছে দেশি টাইগার মিলে প্রতিদিন, ১৫/১৬ টা করে ডিম পাচ্ছিলাম, এখন একটা একটা করে অনেক গুলা মুরগির, ঠান্ডা, কাশি,জ্বর, এবং ২/৩ টার চক্ষ ফুলে বন্ধ হয়ে গেছে,আমি আপনার ভিডিও দেখে, মাইক্রোনিড,লাইছোভিট,ইউরোকট,আদা,এ সমস্ত গুলা, ব্যাবহার করছি, গত ২/৩ দিন ধরে,ভাই একটা একটু সুস্থ হয়,তো অন্য আর একটা অসস্হ হচ্ছে, এই অবস্হায় আমি এখন কি করবো, মুরগি ডিম পাড়া কমিয়ে, এখন ৭/৮ টা পাচ্ছি, পিলিজ আমাকে একটু হেল্প করেন ভাই।
আসসালামু আলাইকুম রবিন ভাই ডাক কলেরা ও ফাউল কলেরা হাসে এই ভ্যাকসিন টি আমি পশু হসপিটালে গিয়েছিলাম আমি পাইনি ভাই এই ভ্যাকসিন টি কোথায় কোথায় পাওয়া যেতে পারে আমাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দিবেন ফাউল কলেরা ডাক পেলে এই ভ্যাকসিন গুলো ভাই কোথায় কোথায় পাওয়া যেতে পারে ❤❤❤❤❤
ভাইয়া আমি একটা উমে মুরগি বসাইচি সেটার গায়ে প্রচুর চোট চোট উকিনের মতো পোকা হইচে আবার মুরগিটা শুধু খ খ করে মনে হয় গলায় প্রচুর কপ এমন মনে হয়। আর খাবার একটু কম খায়.
ভাই আমি ২ মাস বয়সি একজোরা ব্রাহামা মুরগির বাচ্চা নিছি ওদের প্রথম ১ মাস এর রানিখেত আর গাম্বুরার ভ্যকসিন দেওয়া আছে তাহলে আমাকে আবার কতদিন পরে ওদের ভ্যকসিন দিতে হবে আর কোন ভ্যকসিন টা দিতে হবে বল্লে অনেক উপকার হতো
আসসালামুয়ালাইকুম রবিন ভাই, কেমন আছেন? আশাকরি আলহামদুলিল্লাহ ভালো আছেন! রবিন ভাই আমার একটা চেনা হাঁসের পুরুষাঙ্গ বের হয়ে গেছে পিছন দিয়ে একটু ইনফেকশন হয়েছে আর শুধু পানি পানি পায়খানা করে, এখন কি করবো???
@@chashirobinyoutube জি ভাই অবশ্যই দোয়া করব, আপনাকে আল্লাহ আল্লাহ পাক এমন ভালো পরামর্শ দেওয়ার তৌফিক দান করুক, এবং আপনাকে ও আপনার পরিবার কে সুস্থ রাখুক।,🤲🤲🤲
আসসালামু আলাইকুম রবিন ভাই, মা মুরগির গরম থেকে ঠান্ডা লেগেছে গলার মধ্যে গরগর আওয়াজ হয়, আর বাচ্চাগুলার বয়স দুমাস দশ পিস এর মধ্যে এখন চারটি আছে । আর পাশাপাশি সবগুলোরই পক্স উঠেছে কি ওষুধ খাওয়াতে পারি বললে খুব উপকৃত হব আর কিভাবে খাওয়াবো?
ভাই বাসায় কিছু মুরগি আছে, ডিম পারতেছে বা কিছু মুরগি কিছুদিন পর পারবে,, তো রানীক্ষেত এর ভেকসিন করা নাই, এখন কি ওগুলো ছোট বাচ্চাদপর মতো অনুযায়ী ভেকসিন করা যাবে?
রবিন ভাই আমার একটি বাচ্চা হা করতাছে আর শাশ নিতাছে কি ঔষধ খাওয়াবো রক্ত আমাশয় ছিল তিনটিওষুধ খাওয়াছি / লাইসোভিট / ই এস বি / রেনা কে/ এখন ভাই কি ঔষধ খাওয়াতে পারি ভাই একটু তারাতাড়ি বললে আমি আমি আশাবাদী আপনার কাছে ধন্যবাদ
ভাইয়া আপনার বিডিও টা দেখে আমার মুরগির জন্য ঔষধ আনতে দিছি কিন্তু আমাকে মাইক্রোনিড আর লিভোম্যাক্স কিন্তু কি ভাবে খাওয়াবো সেটা তো যানি না একটা মুরগী কি ভাবে খাওয়াবো প্লিজ বলেন কতোটুকু খাওয়াবো
রবিন ভাই আমার টাইগার মুরগী গোলো হাকরে শাশ নেয় এবং জিমায় হাচি কাসি খক খক করে কিন্ত আমি সিপ্রোসিন মাইক্রোনিড খাওয়াইছি কোন কাজ হয়না প্রতিদিন তিন চারটা মারা জাইতেছে কি করব ভাইয়া
@@chashirobinyoutube ভাই হালকা ডান্ঠা ছিল। তাই মাইক্রোনীড খাইয়ে ছিলাম। এখন দুইটা মুরগী মারা গেছে। আরো ৩ টা অসুস্থ হয়ে আছে। এখন কি খেলে সুস্থ হবে ভাই। দয়া করে একটু জানাবেন প্লিজ।
@@chashirobinyoutube কি করা যাবে ভাই। একটু বলতেন যদি বা ঔষধের নামটা লিখে দিতেন যদি উপকার হতো। ভাই আমি মুরগী গুলোকে ওরস্যালাইন খাইয়ে দিছি। এখন আবার একটু টক খাইয়ে দিছি। এতে করে কোন সমস্যা হবে কি??
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি একটু বলবেন প্লিজ, যে এক গ্রাম কিভাবে নিবো? আমি তো ২ চিমটি মাইক্রোনিড ১/২ লিটারে মিশায়।২ মাস+ বাচ্চার জন্য! এখন এক গ্রাম কি হাতের ২ চিমটি?
ভাইয়া ভালো লাগছে অনেক ভিডিওটা দেখে। দয়া করে আমাকে একটু বলবেন,,- আমার মুরগি গুলার বয়স ২মাস১২ দিন। এখন এইগুলাকে কৃমি ডোজ কি করাইতে পারবো? আর যদি করাই তাহলে কোন মেডিসিন দিবো? কত দিন দিবো?আমি খাওয়ার হিসাবে কুড়ো + ভুশি + ভাত মিস্ক করে খাওয়াই। যদি রিপ্লে দিতেন উপকার হয়তো।