আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার কাছে জানতে চাই। পেরেন মুরগী গুলো কে রানিখেতের বেক শিন দেয়ার আগে কি কি অশুদ খাওয়াতে হই কুননিয়মে এবং কয়দিন পর পর।মোহাম্মদ রুবেল শারিরীক পতিবত্নী।
আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন, বিশেষ কথা হল,আমার চিনা হাঁস ৫০০গ্রাম হইতে ৪০০০গ্রাম এর মধ্যে, ৮/৯শ হইতে ১৫০০গ্রাম এর মধ্যে ৩৫টার মত,প্রায় ৪/৫ দিনের মত রোগ চলছে, চুনা ও গ্রীন পায়খানা, গেডি মোচড়, শেষ পর্যায়ে দুর্বভল হয়ে মাটির সাথে মিশে থাকে,এই পর্যন্ত বাচ্চা চিনা ৩টা,বড় চিনা (দুধসাদা)একটা, বড় মুরগা ২টা, মারা গেছে,অবস্থা বুজে ৬টা জবাই করা হয়েছে।সিকিৎসা প্রথমে বুঝতে পারিনি, পরের দিন হইতে খাওয়াইছি ➡️ থায়াভিন, পেক্সাসিন,ই এস বি ৩০%ভেট,রেনামাইসিন,ওষুধ শেষ,আজকে গিয়ে এনেছি ইরোকট,একমি fast-vet এই গুলায় কোন কাজ হচ্ছেনা,ভাই অনুরোধ করছি এর চেয়ে আরো ভাল সিকিৎসা থাকলে তাড়াতাড়ি ওষুধের নাম পাঠান, দিখতে চাইলে দেখাতে পারবো,আসসালামু আলাইকুম 🌺🤝(চট্রগ্রাম)
Vaiya akta proson silo,, মুরগির বাচ্চাকে ৫ দিনে যে ভেকসিন করতে হয়,, ভেকসিন করার আগে কি কোনো ঔষধ খাওয়াতে হয়,?,,মুরগীর বাচ্চা কে কি ১থেকে ৫ দিন এ কি কোনো ঔষধ খাওয়াতে হয়?? plz replai deyen🙂
আমার দুটো মুরগী আছে একটি মা আর একটি ওর বাচ্চা, মুরগীটি কিনে আনছিলাম ২০১৪/১৫ সালে, ওর ডিম একবারই বসাইছিলাম, ৮ টা বাচ্চা হইছিলো , একটা বাচ্চাই টিকছিল। এখনও মা মেয়ে বেচে আছে!২০১৪/১৫ টু ২০২৩!
আমার একটা দেশি মোরগ ঠান্ডায় নাক দিয়ে পানি পড়তো গরগর নিঃশ্বাস নিতো আর হাচ্চি দিতো, doxy a vet খাওয়ানোর পরে নাক দিয়ে পানি পরা বন্ধ হইছে কিন্তু হাচি আর গরগর শব্দ ভালো হয় নাই। দয়াকরে এর সমাধান বলবেন
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি আপনার একজন সাবস্ক্রাইবার নিয়মিত ভিডিও দেখে থাকি, তো এই অ্যান্টিবায়োটিক(Florfenicol+Levoflooxacin+Rena PH) গুলা দিনে কয়বার দিব ভাইয়া??? আর এটা একবার পানিতে তৈরি করলে কতক্ষণ পর্যন্ত পানিটা চালাতে পারবো??? ভাইয়া প্লিজ answer টা দিবেন ।
এন্টিবায়োটিক এর কোর্স শুরু করলে সকাল থেকে সন্ধ্যা চলবে। টানা ৩-৫ দিনের কোর্স করবেন। প্রতিদিন সকালে নতুন পানিতে মেডিসিন দিবেন। একবার মেডিসিন পানিতে দিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো প্রব্লেম নাই। ৮-১০ ঘণ্টা মেডিসিনের রিঅ্যাকশন ভালো থাকে। ছোট খামারি হলে একদিনে মেডিসিন এর পানি চেঞ্জ করবেন না। তাতে আপনার খরচ বেড়ে যাবে।
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার কাছে জানতে চাই ভর মুরগী কে রানিখেতের বেকসিন দেওয়ার আগে কি কি অশুদ দিতে হয়।খুবই ইমারজিনছি জানাবেন।মোহাম্মদ রুবেল শারিরীক পতিবত্নী।