আপনাকে ধন্যবাদ ভাই, তবে এই স্বার্থপর রাষ্ট্র কাউকে সুযোগ স্বেচ্ছায় দিতে চায়না। আমার এই বিষয়টা নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরে অনেক ঘুরেছি কেউ এগিয়ে আসেনি। প্রাণিসম্পদ অধিদপ্তরে প্রামাণ্য ভিডিও চিত্র আমার ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা নিয়ে লিখিত দরখাস্ত দিয়েছি। দুঃখের বিষয় হচ্ছে কোন আর্থিক ক্ষতিপূরণ বা প্রণোদনা তো দূরের কথা খামারের কি পরিস্থিতি একটু দেখতেও আসেনি😭😭😭😭😭। তার মানে এই নয় যে আমি সবাইকে একই পাল্লায় মাপছি। exceptional are always there..
আল্লাহ জাকে পছন্দ করেন তাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন! ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে, আপনি খুশি হয়ে যাবেন। ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন।
সকালে ঘুম থেকে উঠে খামারের এ অবস্থা দেখার পর কিভাবে আপনি নিজেকে কন্ট্রোল করে ভিডিও করলেন? আমি পুরাই আশ্চর্য হলাম... কারণ আমি নিজেও ছোট একটা খামারি, আমি বুঝি প্রতিটি মুরগীর সাথে খামারির কি পরিমান প্রেম ভালোবাসা জড়িত
ভাইয়া আপনার জন্য দোয়া রইল আল্লাহ সব দেখেন তিনি যা করেন মানব জাতির মঙ্গলের জন্যই করেন আফসুস করবেননা সুকরিয়া করেন খারাপ ভালো সবটা নিয়েই আল্লাহ। আপনার এই ক্ষতি পুশিয়ে দিবেন অন্য কোন মাধ্যমে ইনসা আল্লাহ।
মহান আল্লাহ যেনো আপনাকে এই পরিস্থিতিতে ধৈর্য ধরার তৌফিক দেন.... আর আশা করি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে খামারের নিচের জালি টুকু ডাবল করে সিকিউরিটি নিশ্চিত করবেন......
ভাই মানুষের কাছে শুনি আল্লাহ যাকে বেশি ভালো বাসে তাকেই এইভাবে পরিখা করে আপনি একদম বেংগে পরবেন না আল্লাহর উপর বর্ষা রাখেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে,একবার হয়ে গেছে তাই কি হয়েছে, আবার শুরু করেন,
ভাই আপনার খামারটা কোথায় আর সহযোগিতার দরকার হলে জানাবেন। আমি আপনার সাথে পুঁজি বিনিয়োগ করতে পারি বড় আকারে যদি আমরা সততা বজায় রাখতে পারি। ভালোবাসাথেকেই কথাটা বললাম।কিছু মনে করবেননা।