সভ্যতা সমাজের পরিবর্তন হলেও প্রতিটি ঘরে এখনও এমন একটি করে মেঘে ঢাকা তাঁরা নীতা রয়েছে। যে তাঁরাগুলো আজন্ম পরিবার এবং সমাজকে আলো বিলালেও একসময় সপ্তর্ষির মতো কালের কলসিতে হারিয়ে যায়। এটা যতবার দেখেছি ততবার অঝোরে কেঁদেছি। দাদা আমি বাঁচতে চাই, দাদা!
যুগ যুগ অমর রয়ে যাবে এই সিনেমা❤, এই সিনেমা যারা দেখে তাদের রুচিবোধ কে সম্মান জানাতে হয়,2024 সালে এসে সিনেমাটি আবার দেখলাম ,আমি একজন কলেজ ছাত্র,2024 সালে জুন মাসে হয়তো কলেজ শেষ হবে গ্র্যাজুয়েশন।🙏🥰
ফিল্মটি একটি সুন্দর এবং খুব প্রতীকী বার্তা যে, একটি জনগণের সংস্কৃতি নির্বিশেষে, কিছু ব্যক্তিত্বের অস্তিত্ব কখনই শেষ হবে না। পরিচালক ঋত্বিক ঘটকের একটি দুর্দান্ত কাজ। আমি আপনার চলচ্চিত্র ভালোবাসি, এটি বিশ্বের সেরা চলচ্চিত্র! আপনার পড়াশোনায় শুভেচ্ছা এবং শুভেচ্ছা! Ricardo Neves - Brasil - SA
কি অসাধারণ ছবি। হে ঈশ্বর! এত সুন্দরও কিছু হয় !!! শুধু ভাবি , কতটা দূরদর্শী মানুষ ছিলেন মহান ঘটক মহাশয় । কত ছোট ছোট প্রতীকিবাদে ভরপুর প্রত্যেকটা প্লট । ❤
A masterpiece in the world of cinema. Unequalled. Unparalleled. Maybe the best movie & also the most disturbing, the most heart wrenching that I have ever seen. It is probably the best film by Supriya Choudhury, which has highlighted her colossal talent. And, in the ultimate analysis, it is the director, Ritwik kumar Ghatak, who is the real cloud capped star (মেঘে ঢাকা তারা ), who got too little recognition for his monumental talent, & that to, too late.
এইটা দেখতে দেখতে কলকাতার রাজপথে বসে থাকা বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা মনে মনে পড়ে গেল। বর্তমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে খুব প্রাসঙ্গিক একটা ছবি ।
আজ নিয়ে ৫ম বারের মতো দেখতেছি। ওহ এত ভালো সিনেমা। আমার দেখা সেরা সিনেমা। যত সিনেমাই দেখি না কেন মেঘে ঢাকা তারা মনে গেঁথে রবে আজীবন। এরপর রাখব পথের পাঁচালী সিনেমা
২০২৪ এ এসেও এগুলোই আমার পচ্ছন্দের মুভি। কেনো যেন নাটক মুভির ক্ষেত্রে আমি বড্ড ব্যাকডেটেড তাই তো বারবার ৮০ কিংবা ৯০ এর দশকেই ফিরে যাই। এযাত্রায় স্মৃতি রেখে গেলাম হয়তো কোন এক মন খারাপের বিকেলে আবার আসা হবে.....
মেঘে ঢাকা তারা সিনেমাটা দেখে আমরা উপলব্ধি করতে পারি প্রথম ভালোবাসা থাকা সত্ত্বেও দ্বিতীয়বার তার বোনকে আকর্ষণ করলো সুন্দরের দিকে প্রতিটা পুরুষের কাছে সুন্দরী নারী আকর্ষণের প্রথম পথ
Ekta comment rakhlam , amr age 26 akhon , hostel suye suye dekhtam takhon age 22, sedin o khub kede chilm ajo kanna kori , ki dekhlam , amr life songe ato mil kno neetar 😢 khub mil ....ajibon priyo cinema ... evaluation korun mormo bujhben😢
বাস্তব বড় কঠোর, এই পৃথিবীতে যারা নীতার মত করে থাকে তাদের এক দিন অনেক বড় মূল্য দিতে হয়, নিজের জীবনের সোনালী দিন ভুলে পছন্দ, অপছন্দ, দুঃখ, আনন্দ নিজের ভেতরে রেখে দিতে হয়, তা প্রকাশ করতে পারে না করলেই লানছোনা, গঞ্জনা, তুমি তোমার কর্তব্য পালন করছ,প্রশ্ন করে তুমি কে?কি করছ?আর একদিন সত্যিই নিজেকে প্রশ্ন হয় সত্যিই আমি কে? আর একদিন নিজের জন্য নিজের কর্তব্য ভূলে যায়, শেষে যখন দেখে সব শেষ সব খালি 😢😭 তারপরও রাজ ধর্ম পালন করে চলতে হবে 💔💔
জীবনের মূল্য ঝুঝতে হলে সিনেমাটি দেখতে হবে। " দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম !" নীতার এই একটি মাত্র আকুতি আমার হৃদয়ে এতটা নাড়া দিয়েছে যে, চোখের অশ্রু আটকে রাখতে পারিনি।
জানিনা আমি বললে কেউ একমত হবেন কিনা, তবে গল্পটা প্রিডিক্টেবল ছিলো। আই মিন, বোনের সাথে প্রেমিকের বিয়ের ব্যাপারটা আন্দাজ করা গেছে আগেই, তাও শেষ পর্যন্ত দেখেছি। ভালো লেগেছে।
ছবিটি রিলিজের 63 বছর পর দেখলাম। কিন্তু এ গল্প তো চিরদিনের চিরকালের। সুপ্রিয়া দেবীর নাম স্বর্ণাক্ষরে লিখের রাখার জন্য একটা মেঘে ঢাকা তারাই যথেষ্ট। 06.10.2023
স্বার্থের মানুষ,, 💔সময়ে মানুষের রূপ পাল্টায়।প্রিয়রা মা ও যেন স্বার্থের কারণে 💔।যার যার স্বার্থ নিয়ে সেছে ব্যস্ত। আসলে নিজের স্বার্থটা নিজেরই বুঝতে হয়। ছবিটা দেখে অনেক বেশি মর্মাহত হয়েছি। শিক্ষনীয় কিছু শিখলাম ❤পরিবারের দায়িত্ব,বয়সের ভার, ভালোবাসার মানুষের হারানো, লোকের কথা । 💔তারপরও লড়াই করে বেঁচে থাকতে হবে।আহারে নিরা শেষমেশ নিজের সুখটাই হইলো না।অনেক কান্না করেছি মনে থাকবে হাজার বার দেখতে হবে।