Тёмный

মেদিনীপুর শহরে এখনও বহু বছর পুরনো প্রাচীন রীতি মেনে হয় কোজাগরী লক্ষী পুজো। 

Подписаться
Просмотров 12
% 0

মেদিনীপুর শহরে এখনও বহু বছর পুরনো প্রাচীন রীতি মেনে হয় কোজাগরী লক্ষী পুজো। যার মধ্যে অন্যতম হলো মেদিনীপুর শহরের ডাক বাংলা রোডের রামচন্দ্র লাহার বাড়ির লক্ষ্মী পূজো। ৫০ বছরের পুরানো লক্ষ্মী পূজা রীতি মেনে হয়ে আসছে আজও। এমনই ছবি উঠে এলো বিগ নিউজ এর পর্দায়।
রামচন্দ্র লাহার স্ত্রী স্বপ্না লাহা জানান, তাদের জীবন যাপন অনেক কষ্টের মধ্যে চলত, বাড়িতেই চানাচুর তৈরি করে স্বামী-স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করতেন। মনে মনে মা লক্ষ্মীর পুজো করার অঙ্গীকার করেছিলেন তারা। বাড়িতে লক্ষীর প্রতিষ্ঠা করবেন ভেবেছিলেন। এরপরই অনেক কষ্ট করে কিছুকিছু অর্থ জমিয়ে ১৯৭৫ সালে প্রথম বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করেন এবং পরিবারের সদস্যদের নিয়ে জাঁকজমক ভাবে লক্ষ্মীপূজোর আয়োজন করেন। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে মা লক্ষ্মীর আরাধনা করে আসছিলেন রামচন্দ্র লাহা। ২০০৯ সালে রামচন্দ্র লাহার মৃত্যু হয়। সেই বছর তার বাড়িতে পূজো হয় না। তারপর সেই পুজোর ভার নেন রামচন্দ্র লাহার ছেলে বাবুসোনা লাহা। তখন থেকেই বাবুসোনা লাহা বাবার আদর্শ মেনে এই লক্ষ্মী পূজো জাঁকজমক ভাবে করে আসছেন। পেশায় তিনি বাবার চানাচুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার চানাচুর দিদিমার হালকা ভাজা নামে পরিচিত মেদিনীপুর শহরে।
*মেদিনীপুর থেকে সেখ ওয়ারেশ রিপোর্ট বিগ নিঊজ* #medinipur #breakingnews #bignews #newsupdate #banglanews

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии