স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সব সময় একটা কথা বলতো বাংলাদেশ বিশ্বের রোল মডেল। সত্যিকার অর্থে এসব কথা বলত সহজ সরল জনগণের আকর্ষণ পাওয়ার জন্য। আমার দৃঢ় বিশ্বাস ডঃ ইউনুস যদি পাঁচ বছর অন্তবর্তী কালীন সরকারে থাকতে পারেন।উনার হাত ধরেই বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে ইনশাআল্লাহ। ❤❤
প্রিয় যমুনা টিভি, পুরো খবর এতো ভালভাবে দেখিয়ে শেষ করলেন কী দিয়ে? বাহরাইনে কোন সংগঠন সম্মেলন করলো তা কীভাবে জাতীয় খবর হয়? আবার আগের মতো এসব খবর প্রচার বন্ধ করেন।
সঠিকভাবে তদন্ত কইরা যদি তারা বাংলাদেশ আনসার হয় তাহলে তাদের দাবি মেনে নিয়েন আর যারা এই হামলার সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হোক তারপর দাবি মেনে নেওয়ার পরও কেন হামলা করলো কারা এই হামলার সাথে জড়িত আছে কোন আনসার দিয়েছে তাদের সঠিকভাবে বিচার করা উচিত
দেশ বর্তমানে একটা যুদ্ধ বিধ্বস্ত এবং দেশের কিছু এলাকা বন্যা কবলিত হয়ে অনেক মানুষের প্রাণ বিধ্বস্ত এবং আশ্রয়ের সারাদেশের মানুষ কাজ করছে সেই সময় আনসার দের এই রকম আন্দোলন কোন ক্রমেই মানা যায় না। তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা গ্রহন করা হোক
দেশে একদিকে যখন সংকটময় অবস্থায় বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর দরকার,অন্যদিক আনসার বাহিনীর এটা কেমন আচরণ সচিবালয় দখল করা, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
আনসার বাহিনীকে নিষিদ্ধ করা হোক,। তাদের চুক্তি পত্র বাতিল করা হোক।তারা ১৬ বছর ধরে স্বৈরাচার সরকারে ভোট চুরি, ছাড়া আর সাধারণ মানুষের কোন কাজে আসে নাই আনসার বাহিনী। অতি বিলোম্বে আনসার বাহিনীকে নিষিদ্ধ করা হোক।