আসসালামু আলাইকুম বিন মিশাল ভাই, কেমন আছেন, ভাই আপনার কাছে একটি পরামর্শ চাচ্ছি, ভাই আমার আকামার মেয়াদ নাই দুই মাস,আমি দেশে যেতে চাই,আমি দুতাবাসে আবেদন করছি আউট পাসের জন্য, দেড় মাস হয়েছে, তারা বলছে সারে তিন মাস পরে ফিংগার দিতে আমার এখন কাজ বন্ধ, আমিকি মক্তব আমেলে যাবকি।দয়া করে বলবেন।
ভাই তোমাদের পায়ে ধরে বলতেছি সৌদির অবস্থা খুবই খারাপ সৌদি আরব কাজের সন্ধানে আসিওনা হাসিওনা তোমাদের দুইটা পায়ে ধরি বলি। হাজারো মানুষ পার্কে দুই মাস তিন মাস চার মাস ধরে বসে আছে কাজ নাই 😭😭
আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন,ভাই আমি সৌদি আসার পরে আকামা দেয়ার আগে আমাকে হুরুব দেয়া হইছে,প্রথম প্রথম চেক করলে হুরুবের অপ্সন গুলা আসতো,এখন চেক করলে বুজা জাচ্ছে আমার আকামা ডাটাবেইজ এ নেই,,,,এখন আমার এটা একটু বুজাই বলতেন
আমি আমিদ আদি ভিসা নিয়ে সৌদি আরব আসছি দালাল বইলা দিছে ইলেকট্রনিক কাজ আইছা দেকি সাপ্লাই আর এর কাজ এখন কি আমি অন্য কফিল এর কাফালা হতে পারব বর্তমান কফিল এর অনুমতি ছাড়া
ভাই আমারে মামলা দিছে ৪ বছর সাথে হুরুফ এখন এখন য়দি আমি য়ে মামলা দিছে তারে দিয়া মামলা উটাই ফালাই লে কি আমি কাফালা হতে পারবো ,, পিছনের ৪ বছর পর মক্তব আমেল এর টাকা লাগবে কিনা
ভাই আমার কোম্পানি এক বছর দরে হুরুপ দিচ্ছে । আমার আকামামর এক বছর দরে মেয়াদ নাই। আপনি কি আমাকে ভাল একটা কোম্পানি বলদিয়া বা মসজিদ ক্লিনিয়ার এর কাজে কাফালা করিয়ে দিতে পারবেন। ভাই আমি গরিব মানুষ । আমার কোন নিজের আপন লোক নেয় আমি তিন বছরে কোন রকম দার দেনা পরিশোধ করতে পারছি। আমাকে যদি আপনি একটা গরিব ভাই হিসেবে উপকার করতেন । তাহলে আমার জন্য খুব ভাল হত। আর আমি নামাজ পরে আওবার জন্য দোয়া করব আল্লাহর কাছে।
আমার এক বড় ভাই চার বছর এসেছে।কিন্ত আকামা হয়নি এখন ও।আকামা নাম্বার ও বের করা যাই না।এই চার বছর ভাই টা অনেক প্রতারিত হয়েছে দালালদের মাধ্যমে । এখন কি আকামা করা যাবে যদি যানাতেন খুব উপকার হতো।
যদি কোম্পানির নামে লাল দাগ থাকে তাহলে কি কাফেলা হতে পারব, আমাদের প্রথম দুই মাসের টাকা দেয়নি পরে একমাসের দিয়ে আবার পরেরমাসের দেয়নি এখন আমি এসেপরেছি হুরুবদিয়েদিছে, এখন কি কাফেলা হতে পারব, আকামার মেয়াদ ১মাসের মত আছে আমেল আইডি
ভাই আমার কোম্পানি কাফালা দেয় না আমার এগ্রিমেন্ট অনুযায়ী ৬ মাস আছে কিন্তু কোম্পানি বলতেছন এগ্রিমেন্ট বারাও না হয় একযিটে চলে চাও কিন্তু আমি চাইতেছি এগ্রিমেন্ট সেস করে দেশে না গিয়ে এখান থেকেই অন্য কোম্পানিতে জেতে এখন কি করা জায় ভাই দয়া করে জানান
বাইয়েরা সৌদিতে আসতে চাইতাছে, অনেকে সিদ্ধান্ত করছেন 600, ৭০০ অথবা ৮০০,এরকম বেতনে আসবেন, কোম্পানিতে, হ্যাঁ ভাই আগে এরকম বেতনে আসতে পারছে ভাই এসেছে, বর্তমানে বাইরে কোন কাজ করতে দেয় না কোম্পানি,আর ফ্রি ভিসা কোন, কোনটাই সুখ নেই বর্তমানে, হ্যাঁ আসেন যাদের কাজ শিখা আছে তারাই আসেন যাদের কাজ শিখা নাই তাদের জন্য বেড নিউজ
আসসালামু আলাইকুম ভাই আমার ফাইনাল আছে আমি কি আবার বৈধ হইতে পারব নাকি কত লাগতে পারে একটু জানাবেন ইলেকট্রিক এবং ড্রাইভিং দুইটাই জানা আছে ১ বছর যাবত ফাইনাল দিয়ে রেখেছে ভিষা আমেল নাদাফা যুদি কেউ কোন উপকার করতে পারেন তবে সারা জিবণ তার কাছে কৃতজ্ঞ থাকব সৌদি আরব এর বয়স ৬ বছর ভাষা জানা আছে সমস্যা নাই
Vaiya ami 4 bosor Dore saudi kaj kori kintu akhono amar akama hoi nai ami kompanite kaj kori tar poreo dey na ami ki korte pari ami age samama kopanite cilam akhon afras kompanite asi ki korbo ami jodi aktu bolten
আস্সালামুআলাইকুম|ভাই কেমন আছেন, ভাই আমার কফিল ৪ বছর আগে আমাকে ফাইনাল এক্সিট দিচ্ছে, | এবং কোম্পানির কিছু লোক মক্তবল আমলে গিয়ে মামলা করছে,আমি কোম্পানির কাজে ছিলাম কিছু দিন পর কোম্পানির লাইসেন্স অফ হয়ে যায়,আমি এখন কফলা হইতে পার্বনি জানাইবেন ভাই
আসছালামুয়ালাইকুম। ভাই আমার হুরুফ নাই।আকামা এক্সেপেয়ার চার বছর তিন মাস।কফিলের ময়াচ্ছা লাল।এখন আমি ছোট ময়াচ্ছায় কাফালা হতে চাচ্ছি।কতো টাকা হিসাব আসতে পারে? দ্বিতীয় কাফালা এখন।একটু জানাবেন ভাই।
ভাই আমার কফিল আমাকে হুরুব মেরেছে ১.৫ বছর হয়েছে এখন কি আমি চাইলে নতুন করে কফালা হতে পারব কি বা আমার কি নতুন কফালা এবং আকামা খরচ সব কিছু বহন করতে হবে, বাহ আমি কি এই সুযোগ পাবো প্লিছ দয়া করে উওরটা দিবেন অপেক্ষা থাকব
ভাই, আমার ভাই ওয়াটার কম্পানিতে কাজ করতেন ৫ মাস পর যখন আকামা করতে যান মেডিকেল করার পর কম্পানি বলছে ভিসায় হুরুব মারা তারা কম্পানি থেকে বের করে দিয়েছে কিন্ত তারা বলছে হুরুব তুলে আসলে কাজ দিবে। যে দালাল নিয়েছিল সৌদি সে বলে কোনো ভাবেই হুরুব উটাতে পারবে না।কেন যেন হুরুব দিয়েছে সেটা ও জানেন না। দালাল কপিল এর নাম্বার ও দেয় না। একজন এর নাম্বার দিয়েছে ওনি বলেন আমি তার কপিল না। এখন কি করতে পারি একটু জানাবেন ভাই প্লিজ।