Тёмный

যেকোনো লেবুজাতীয় গাছের আদর্শ মাটি তৈরী|How to prepare best soil media for any type of Citrus plant| 

Rup's Roof Garden
Подписаться 15 тыс.
Просмотров 11 тыс.
50% 1

ছাদবাগান সংক্রান্ত চ্যানেল Rup Roof Garden এ আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হলো - ছাদবাগানে টবে যে কোনো লেবু জাতীয় গাছ চাষের জন্য সেরা মাটি কিভাবে তৈরী করবো?
( How to prepare best soil media for any type of lemon plant?)
যে কোনো ধরণের কমলালেবু, মাল্টা, পাতিলেবু, মোসাম্বি, ম্যান্ডারিন এর জন্য আমার বলে দেওয়া পদ্ধতিতে মাটি তৈরী করলে গাছের গ্রোথ যেমন হবে তাক লাগানো, তেমনি ফলন হলে কয়েক গুণ বেশি। আমি এভাবেই মাটি তৈরী করে দারুন সফলতা পেয়েছি। তাই আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।
এই মাটি তৈরী করতে ব্যবহার করেছি -
1)সাধারণ মাটি(Garden Soil)-40%
2)কম্পোস্ট সার( Varmi Compost)-30%
3)নদীর সাদা বালি (River Sand)- 20%
4)কোকোপিট বা ধানের তুষ(Rice Husk)- 10%
5)হাড় গুঁড়ো(Bone Meal)- 2 মুঠো
6)শিং কুচি (Horn Meal)- 2 মুঠো
7)নিম খোঁল(Neem Cake)-1 মুঠো
8)সর্ষের খোঁল(Mustard Cake)- 2 মুঠো
9)চুন(Lime) - 1 চামচ
এই ফর্মুলা তে মাটি তৈরী করে লেবু জাতীয় যে কোনো গাছ রোপন করুন, দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়|
🙏🏻ধন্যবাদ 🙏🏻
#BestSoilForLemonPlant
#HowToMakeSoilForCitrusPlant
#CitrusPlantCare
#লেবুগাছেরসেরামাটিতৈরী

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@pankajghosh-tt3mx
@pankajghosh-tt3mx 5 месяцев назад
❤❤
@moktarhusain8913
@moktarhusain8913 11 месяцев назад
ধন্যবাদ
@himanshumohapatra1846
@himanshumohapatra1846 Год назад
Nice👍
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you😊💚
@lakshmansahasaha84
@lakshmansahasaha84 Год назад
Nice
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you😊💚
@dragonandthaivarietyfruitf5759
আমার জানা মতে youtube র দের মধ্যে সবথেকে জ্ঞানী ও উচ্চশিক্ষিত এই ভাই। বিভিন্ন ব্যাপারে দারুন পরামর্শ পাই। এগিয়ে চলো।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
ধন্যবাদ দাদা💚💚🙏🏻🙏🏻 আপনার থেকেও অনেক কিছু শিখবো আমি, এই আশা রাখি😊।
@mazharulhuq1945
@mazharulhuq1945 10 месяцев назад
চমৎকার উপস্থাপন এবং তথ্যবহুল ভিডিও,ভালো লেগেছে।১ মুঠো আসলে কতটুকু আপনার কাছে তা জানতে ইচ্ছে করছে,বললে খুশি হবো।ভালো থাকবেন এবং উত্তর দেবেন আশা করি। আপনার ভিডিওতে ভিডিও তৈরির সময়কাল দেখলাম যা খুব পছন্দ হয়েছে।আমি মনে করি যারা ইউটিউবে ভিডিও দেন তাদের এই বিষয়টি খেয়াল রাখা দরকার।
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
অনেক উপকারী ভিডিও দিলেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@subhasishray8761
@subhasishray8761 Год назад
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
অনলাইনে নিতে হলে Webgarden, Amrokunja এগুলিতে খোঁজ নিতে পারেন। অরিজিনাল গাছ পাবেন। তবে নেওয়ার আগে অবশ্যই নিজেই কথা বলে বুঝে নেবেন। আমি বললাম বলে নয়। 😊💚
@garden--23
@garden--23 Год назад
দারুণ ❤❤❤
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you😊💚
@rumadebnath9710
@rumadebnath9710 Год назад
Khoub valo
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Dhonnobaad madam😊💚
@sahriorparvez2433
@sahriorparvez2433 Год назад
Ufffff.. Obosese dirgho apekhhar obosan... Bohumas dhore wait korchilam ei video tar jonnoi... Thanks a lot...
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Sob somoy pase thakar jonno thank you so much😊💚
@bhanitabaishya6208
@bhanitabaishya6208 Год назад
Nice video 👌👌 sob kus atshe se somjaya apne, God bless you 🙌
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you so much.. 😊💚
@pagalami2077
@pagalami2077 Год назад
khub valo laglo ajker video ta, onk onk shuvokamona roilo dada...
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you so much.. 😊💚💚
@greennature7096
@greennature7096 Год назад
Ank help ful video...akta choto labu gach ka boro krta..monthly ki ki fertilizer dan ta niya akta video korun plzs
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
অবশ্যই করবো। এখন থেকে লেবু জাতীয় গাছের উপরে একটা সিরিজ তৈরী করবি।😊💚💚
@rahiarman123
@rahiarman123 Год назад
dada ami jodi sudu ekta Golden dorsett apple gaach lagai tahole ki pollination hobe and fol hobe
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Chance kom. Golden Dorsett ar sathe ekti Anna Variety lagale pollination khub valo vabe hobe. HRMN99 a amon somossa hoina.
@smrafiqislam4074
@smrafiqislam4074 Год назад
❤❤সুন্দর হয়েছে দাদা❤❤বাংলাদেশ থেকে।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Thank you so much... 😊💚💚
@hellodream1729
@hellodream1729 Год назад
Dada jekono sobji gache mati toiri ki vabe korbo?naki ei matitei sobji chas korle hobe?
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tUyd0f4wsVM.html এটা দেখতে পারেন।
@basudebkarmakar62
@basudebkarmakar62 Год назад
Dada aam o lebu gach e koto din bade bade mix fertilizer dite hoy r kon kon smy dite hoy janale khub vlo hoy
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
লেবু গাছে আমি মোটামুটি বছরে 4 বার খাবার দিয়ে থাকি, তবে গাছের প্রয়োজন বুঝে। যেমন শীতের আগে অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষে একবার, শীতের শেষে মার্চ এর দিকে, আর বর্ষার আগে আগে ও বর্ষা শেষ হলে একবার করে।
@basudebkarmakar62
@basudebkarmakar62 Год назад
TQ dada
@mdsahabuddink
@mdsahabuddink Год назад
রূপম দাদা,পেয়ারা গাছের মাটি তৈরি কিভাবে করবো।ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
অন্য গাছের যে ভাবে মাটি তৈরী করা হয়, একই ভাবে।
@spxiindian8724
@spxiindian8724 13 дней назад
Amr lebu gach lagano holo kintu groth nei . Eta ki korle thik hbe
@RupRoofGarden
@RupRoofGarden 13 дней назад
Koto din holo poting korar??? Aar mati te na tobe?? Mati kivabe toiri korechilen??? Agulo age jana dorkar.
@subhasishray8761
@subhasishray8761 Год назад
দাদা ভালোজাতের কমলা মুসমবী গাছের চারা কোথায় পাব!
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Apnar bari kothai????
@mdsahabuddink
@mdsahabuddink Год назад
রূপম দাদা, এই চুন টবের গাছে কত দিন পর পর ব্যাবহার করবো। রূপম দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
চুন বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বছরে ১- ২ বার ই যথেষ্ট।
@mdsahabuddink
@mdsahabuddink Год назад
@@RupRoofGarden রূপম দাদা নতুন নতুন ভিডিওর আশাবাদী হয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
আজ সন্ধ্যা ৭ টায় 💚💚😊😊
@abdulbari6396
@abdulbari6396 Год назад
কাঠের গুড়া এই মাটি তে দেয়া যাবে কিনা।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
হ্যায় যাবে।
@subhankarpaul6852
@subhankarpaul6852 Год назад
Dada cherry gacher Mati niye Jodi bolen
@user-yp4ph8ch4n
@user-yp4ph8ch4n Год назад
ভাইয়া আপনি কি ফাংগিসাইড ব্যবহার করেন।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
আমি Saaf, Sprint, antracol, Blitox এই চারটি ফাঙ্গিসাইড ব্যবহার করি, ঘুরিয়ে ফিরিয়ে।
@user-yp4ph8ch4n
@user-yp4ph8ch4n Год назад
আমিতো বাংলাদেশ এ থাকি এখানে তো এগুলো দেখিনি
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
বাংলাদেশ এ দোকানে গিয়ে বলবেন - (Mencozeb + Carbendazim ) এই কম্পোজিশন এর ফাঙ্গিসাইড একটা দিতে। আর Copper Oxicloride কম্পোজিশন এর একটি ফাঙ্গিসাইড দিতে। নাম যাই হোক। কম্পোজিশন এক ই হবে। এই ২ প্রকার ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন।
@aparajitachaudhury8793
@aparajitachaudhury8793 11 месяцев назад
koto tuku jol dite hobe ei matir mishrone?
@RupRoofGarden
@RupRoofGarden 11 месяцев назад
Besi noi.. Upor diye halka kore jol chitiye deben.
@aparajitachaudhury8793
@aparajitachaudhury8793 11 месяцев назад
@@RupRoofGarden Thank you.
@aparajitachaudhury8793
@aparajitachaudhury8793 11 месяцев назад
@@RupRoofGarden Dada, arekti proshno roilo je Nursery theke ene gachtike 2 shoptah natun environment e khap khawanor por ei matite gach ropan korle thik hobe to?
@abunassernayem5059
@abunassernayem5059 Год назад
ভাইয়া আপনি বলতে পারবেন একটা গাছের গোড়ায় জৈব সার দিলে, মানে গোবর সার এবং সরিষার খৈল দিলে সেটি কতদিন পর্যন্ত গাছ গ্রহন করে।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
জৈব সার শুকনো অবস্থায় দিলে গাছ গ্রহণ করা শুরু করে মোটামুটি ১৫ দিন পর থেকে। আর এটি প্রায় এক থেকে দু মাস গাছকে খাবার যোগান দিয়ে থাকে। আমি যেমন মিশ্র জৈব সার বছরে 4 বার দিয়ে থাকি। এছাড়া স্প্রে এর মাধ্যমে প্রয়োজন বুঝে ব্যালান্স npk, মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরণ, এপসম সল্ট দিয়ে থাকি।
@abunassernayem5059
@abunassernayem5059 Год назад
জৈব সার দেয়ার ৫-৬ দিন পর যদি বৃষ্টি শুরু হয় তাহলে কি সারের কার্যকারিতা কমে যায়, যদি একটু বলতেন
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
সে তো কিছুটা কমবেই। জলে ধুয়ে যাবে। তাই বর্ষা শুরুর কমপক্ষে ১মাস আগেই খাবার দিয়ে দিতে হয়। বর্ষার সময়ে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। কারণ বৃষ্টির জলেই প্রাকৃতিক ভাবে গাছ অনেক খাবার পেয়ে যায়। আর বর্ষা শেষে আর একবার খাবার দিয়ে দিতে হয়।
@abunassernayem5059
@abunassernayem5059 Год назад
Thanks vaia, onek kichu bujhlam ar ami Bangladesh theke bolci
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Always welcome💚😊
@Nondon...
@Nondon... Год назад
​​@Rup Roof Garden দাদা, আমার যদি দোঁআশ মাটি হয় তাহলে কি বালির পরিমানে পরিবর্তন করা যাবে? আমার ছাদে পার্মানেন্ট ৯ টা বেড করা আছে, আর এর প্রতিটাতে বড় হাফ ড্রামের তিন ড্রাম পর্যন্ত মাটি ধরবে। এইজন্য লোড কমাতে ধানের তুষের পরিমানটা বাড়াতে চাচ্ছিলাম, মানে ৪ ভাগ মাটির যায়গায় ৩ ভাগ মাটি, ২ ভাগ বালির যায়গায় ১ ভাগ বালি এবং ১ ভাগ তুষের যায়গায় ৩ ভাগ তুষ। আপনার মতামত চাচ্ছি। বাংলাদেশ থেকে।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
হ্যায় এটা করতে পারেন। এতে কোনো সমস্যা হবেনা। বরং ভালো হবে। মাটি আলগা হবে। 💚💚
@Nondon...
@Nondon... Год назад
@@RupRoofGarden ধন্যবাদ দাদা। আর সাইট্রাসের সিরিজের অপেক্ষায় থাকলাম।
@mdsahabuddink
@mdsahabuddink Год назад
দাদা এখানে আপনি যে মাটি নিয়েছেন ঐ মাটি কি ধরনের মাটি। ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
এঁটেল মাটি।
@Nondon...
@Nondon... Год назад
​@@RupRoofGarden আমার যদি দোঁআশ মাটি হয় তাহলে কি বালির পরিমানে পার্থক্য আসবে নাকি সেইম থাকবে?
@Ujjwal_Parua
@Ujjwal_Parua Год назад
আপনি যে মাটি ব্যবহার করেছেন তা কোন ধরণের মাটি? আমাদের এখানে এঁটেল মাটি পাওয়া যায়। এটা কতটা পরিমাণ নেবো জানালে উপকৃত হবো।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
এগুলি আমার বাড়ির সামনে একটা মাঠ রয়েছে, ওখান থেকে নিয়েছি। এঁটেল মাটির মতোই। যে কোনো মাটি নিয়ে ওই নির্দিষ্ট রেসিও তে সব মিশিয়ে নিলেই, আদর্শ মাটি তৈরী হয়ে যাবে।
@anuradhaprasad9278
@anuradhaprasad9278 Год назад
Mitti Kay kuchdino ke liye pani me vigaker chor dena hay?
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Pani me vigake nehi.. Thora thora pani chidak ke dena hay..
@pratimabarman4511
@pratimabarman4511 Год назад
Dada maa tomar video r fan..❤ amader o ekta choto chad Bagan ache.maa jante chai singkuchi ar har guro kothai pabo amra..r amader bari o coochbehar district e
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
শিং কুচি বা হাড় গুঁড়ো, খারিজা কাকরিবাড়ি তে যে গ্রীন হোম নার্সারী আছে ওখানে পাবেন। এছাড়া কোচবিহার এর বাদুড়বাগান এর কর্নার এ একটা দোকানে ও পাবেন। শিং কুচি না পেলে হাড় গুঁড়ো দেবেন। তাতেও ভালো রেজাল্ট পাবেন। আর সব শেষে ধন্যবাদ 😊😊💚💚 মাসিমা কে আমার প্রণাম জানাবেন 🙏🏻🙏🏻🙏🏻
@avijitadhikaryadhikary233
@avijitadhikaryadhikary233 Год назад
অনেক মুল্যবান ভিডিও দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কোন গাছে লেবু থাকে তাহলে সেই গাছের মাটিতে চুন কি দেওয়া যাবে আর যদি দেওয়া যায় তাহলে ছোট এবং বড় টবের জন্য কি পরিমানে দেবো দয়া করে জানাবেন ভাল থাকবেন দাদা
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
আপনিও ভালো থাকবেন দাদা 😊💚
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
হ্যায় দেওয়া যাবে। ১০" এর চেয়ে ছোট তবে হলে হাফ চামচ, ১২" টব হলে ১ চা চামচ দিলেই হবে। এমনি গুঁড়ো অবস্থায় টবের ধার বরাবর দিতে পারেন, অথবা ১গ্রাম / লিটার জলে গুলে সেই জল ও দিতে পারেন।
@mdsahabuddink
@mdsahabuddink Год назад
দাদা এভাবে একটি বড় হাফ ড্রেমের জন্য, হাড়ের গুরা,শিংকুচি, সরিষার খৈল, নিম খৈল, ২৫০ গ্রাম করে নিলে হবে।ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
হ্যায় হবে। 😊
@murarimohan8744
@murarimohan8744 Год назад
রূপম আপানার ছাদ বাগানএর ফলের গাছ দেখে মনে হয় যেন আমিও আপনার মতো গাছ পরিচর্যা করি কিন্তু গাছ এবং ফল আপনার মতো হয় না তবুও চেষ্টা করে যাই ।আমার মাল্টা ফল বড় হচ্ছে না তাই আপনার কাছে ফল বড় করার উপায় জানতে চাই। আশা করি আমাকে জানাবেন ।ভালো থাকবেন। ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
আপনার গাছ ও ভালো হবে। আর শুধু ফল বড়ো করার ওভাবে কোনো ট্রিকস নেই। তবে গাছকে নিয়মিত ব্যালান্স খাবার ও মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে ফলের গুণমান ভালো হবে। আর ফুল আসার পর থেকে npk 0:0:50 স্প্রে করতে হবে। 😊💚💚
@maksumaakter2490
@maksumaakter2490 Год назад
ভাইয়া আমার গাছে প্রথম বছর অনেক ফল হয়।কিন্তু এর পরে আর হয় না কি করবো
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
ফল হারভেস্ট করার পর, প্রুনীং করা খুবই জরুরি। এতে নতুন ডাল আসবে। আর গাছের ভলিউম বাড়বে। নতুন ডালে ফুল ও আসবে বেশি। আর ফল হবার সম্ভাবনা ও বাড়বে। তাই ফল হারভেস্ট করার পর, হালকা প্রুন করে, সুষম খাবার দিয়ে দিতে হয়।
@maksumaakter2490
@maksumaakter2490 Год назад
@@RupRoofGarden ধন্যবাদ ভাইয়া আমি আজ তাই করেছি মাটি চেঞ্জ করেছি, প্রুনিং করেছি কি কি সার দিতে হবে বলেন।
@Asianstreetfood371
@Asianstreetfood371 Год назад
দাদা আমি আপনার চ্যানেল অনেকদিন যাবত ফলো করতেছি আমি দুবাই থেকে আমি একজন বাংলাদেশী আমি নতুন ছাদ বাগান করতে চাচ্ছি আচ্ছা আপনি যে বলেন দুই মোট পরিমাণ সিংকুচি 2মোট পরিমাণ কত গ্রাম হবে 100 গ্রাম হবে না আরো কম হবে এটা যদি জানাতেন তাহলে উপকৃত হতাম।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
শিং কুচি, হাড় গুঁড়ো গুলি সব জৈব সার। তাই গ্রামে ওভাবে একদম মেপে দেওয়ার খুব একটা দরকার নেই। তাই আমাদের হাতের ২মুঠো বলে থাকি। ব্যাক্তি বিশেষে মুঠো অল্প ছোটো বড়ো হলেও কোনো ব্যাপার না। রাসায়নিক সার হলে একদম সঠিক মাত্রায় দিতে হয়। বেশি হলে গাছ মরে যাওয়ার ভয় থাকে।
@Asianstreetfood371
@Asianstreetfood371 Год назад
​@@RupRoofGarden অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য, আশা রাখি আপনার কাছ থেকে অনেক ধরনের সাপোর্ট পাবো চাদ বাগান বিষয়ে।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
সব সময় পাশে আছি।😊💚 ভালো থাকবেন
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
আমি তো সব মিক্স করে সঙ্গে সঙ্গে রোপণ করে ফেলি। এই জন্যই আমার সকল গাছে এমন প্রবলেম হচ্ছে কিনা কে জানে।
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
হ্যায় এর জন্যই হতে পারে। আমি তো মাটি তৈরীর প্রতিটি ভিডিও তেই এই কথা বলে থাকি। তাহলে হয়তো খেয়াল করেন নি। ২ভাবে দেওয়া যেতে পারে। ১) সব কিছু মিক্স করে ১ মাস রেখে তার পর। ২) প্রথমে শুধু মাটি, কাম্পোস্ট, বালি, ধানের চিটা /কোকোপিট মিশিয়ে গাছ রোপন করে দিয়ে, গাছ সেট হয়ে গেলে দেড় দু মাস পর মিক্স খাবার প্রয়োগ করা।
@amritadebnath4962
@amritadebnath4962 Год назад
দাদা তুমি কি গাছের চারা বিক্রি করো
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
না আমি গাছ বিক্রি করিনা।। 😊💚
@amritadebnath4962
@amritadebnath4962 Год назад
ভালো গাছের চারা কোথায় পাওয়া যাবে
@hemantaghosh6179
@hemantaghosh6179 Год назад
Dada, ajk e amr thai 2 aslo...😃
@RupRoofGarden
@RupRoofGarden Год назад
Baah.. Darun.. Aber valo kore mati ready kore poting kore dao. 💚
@Joon-Axom
@Joon-Axom Год назад
❤❤❤
Далее
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 27 млн
Linkin Park: FROM ZERO (Livestream)
1:21:01
Просмотров 6 млн