একদম ঠিক বলেছেন শ্রদ্ধেয় ভাইজান পরের জীবন গুলো খুবই সিম্পল আমাদের মত এত চাহিদা নেই চোরের মানুষের,,,, আপনার গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
যেখানেই থাকুন আল্লাহ পাক যেন সুস্থ সবল রেখে পরিবারের কোলে যেন আবার ফিরিয়ে দেয় এই দোয়াই করি ভাই,,, আপনারা আমার পরিবার অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভাইজান,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
শহড়ের পরিবেশের থেকে আমার এরোকম গ্রামের চড়ের জীবন যাপন অনেক ভালো লাগে। চড়ের মানুষ গুলা অনেক সহজ সরল হয়। মাশাআল্লাহ 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩☪️☪️☪️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার একদম মনের কথাটা বলেছেন ভাই ওখানে কোন ঝামেলা নেই কোন রাজনৈতিক প্রতিহিংসা নেই কোন হিংসা বিদ্বেষ নেই,,,, সবাই মিলে একসাথে বসবাস করে এবং বিভিন্ন ফসল ফলে তারা জীবিকা অর্জন করেন,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই,,, সবসময় এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন,,, তাহলে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি গ্রাম বাংলার আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ আশা করি
জি ভাই ড্রোন শুট হলে এই ভিডিওটা আরো ফুটে উঠতো,, কিন্তু এই মুহূর্তে ড্রোন কেনার স্বার্থ নেই ভাই সামনে আরো আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আকাশ থেকেও যেন আপনাদের ড্রোন শর্টের মাধ্যমে চরগুলোকে আরো ফুটিয়ে তুলতে পারি,,সবসময় সাথে থাকবেন আশা করি অসংখ্য ধন্যবাদ
ভাই, চাচাদের সবাইকে নিয়ে একটা ভিডিও করেন মসজিদ নির্মাণ বিষয়ের উপর, তাদের নির্ভরযোগ্য মানুষের বিকাশ এবং একাউন্ট নাম্বার দিন, ইনশাআল্লাহ আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করব এবং আশা করি সবাই সহযেহিতা করবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক ভাই,,,, আপনার এই কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আমি অবশ্যই চেষ্টা করবো মসজিদটা নিয়ে একটা আলাদা করে ভিডিও তৈরি করার,,,, দোয়া করবেন,,,, আর অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ
@@ghurefere0আপনি উসিলা হিসাবে একটা ভিডিও করুন ভাই গেরামের মুরব্বিদের নিয়ে। এখানে একটা মসজিদ করতে এতো টাকাও লাগবে না। আল্লাহর ঘরের ব্যবস্থা তিনি স্বয়ং নিজে করবেন। আমরা ইনশাআল্লাহ তাওফিক অনুসারে পাশে থাকব। আপনাকেও ধন্যবাদ ভাই। শীগ্রই মসজিদের ভিডিও নিয়ে আসুন এবং একটা মসজিদ করতে আনুমানিক খরচ হতে হতে পারে সেটারও একটা আইডিয়া দিবেন সকলের সাথে কথা বলে।
আজ জিবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। শহরে যাদের এক খন্ড জমি নাই এই সকল মানুষের দল যদি এখানে আসে।একখন্ড জমি কিনে বসবাস করে তাহলে ঐ সকল মানুষের জিবন পাল্টে যাবে। ঘুরি ফিরি অনুষ্ঠান যত দেখছি ততই ভালো মুগ্ধ হচ্ছি। সজীব হাসান জয় কে অসংখ্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা অভিনন্দন।
আপনার গ্রামের সিনসিনারি দেখাইলেন খুবই ভালো লাগলো কোন জেলা কোন থানা এগুলোতো স্পষ্টভাবে কিছু বললেন না তাহলে আমরাও বর্ষা যারা বস্তিতে থাকি চলে যেতাম ওই এলাকায়
রঘুনাথপুর চর,,,আলোকদীযা চরের পরের চর এটি,,ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলার যমুনা নদীর ওপারেই এই চরটির অবস্থা,, ঢাকা গাবতলী থেকে ২ ঘন্টা সময় লাগবে এ চরে আসতে,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান
ভাই এটি হচ্ছে মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় অবস্থিত এই চর,,, এ চটটি এতটাই মনমুগ্ধকর এককথায় মানিকগঞ্জের সেরা একটি চর,,,ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন,,
আমারও ভাই শহর ভালো লাগে না এজন্য গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়,,,আমারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ অনেক একটি ছোট্ট বাড়ি বানাবো,,, এভাবেই সাপোর্ট করবেন আশাকরি ভাই আর আপনাদের এরকম গহীন চরের আরো ভিডিও দেখাতে পারবো,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
রঘুনাথপুর চর,,,আলোকদীযা চরের পরের চর এটি,,ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলার যমুনা নদীর ওপারেই এই চরটির অবস্থা,, ঢাকা গাবতলী থেকে ২ ঘন্টা সময় লাগবে এ চরে আসতে,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান
ভাইজান আসসালামু আলাইকুম আপনার ভিডিও দেখলাম ভালই লাগলো দুঃখের বিষয় দুঃখ প্রকাশ করিতেছি আপনাকে এতগুলো মানুষ জানতে চাইলো এই জায়গাটা কোথায় আপনি বললেন না কেন আমিও জানতে চাই এই জায়গাটা কোথায় ওখানে ধর্মীয় শিক্ষার কোন ব্যবস্থা নাই আমি যা দেখতে পারলাম আপনার ভিডিওর মাধ্যমে আশা করি আপনি আমাকে এই জায়গার অ্যাড্রেসটা দিবেন ঠিকানা দিবেন
ভাইজান এটি হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত যমুনা নদীর পারে রাহাতপুর চর,,,,আমি এখনো ছাত্র আমি শিখতেছি ভাই,, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,,, আর এভাবেই সাজেশন দিবেন কিভাবে আমি আরো ভালো করতে পারি,,, আপনাদের ভালোবাসা এবং দোয়া কাম্য,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই এভাবেই সাথে থাকবেন আশা করি সব সময়,,, আর আমাদের মানিকগঞ্জে আপনার দাওয়াত রইলো অবশ্যই আসবেন,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ,,,
ভাইয়া আপনার ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে পাশাপাশি ওনাদের জন্য অনে কষ্ট লাগছে ভায়া এই যায়গার ঠিকানা বলবেন আর যিনি মসজিদ বানানোর চেষ্ঠা করতেছে তাদরকে একটু সাহায্য করতে পারি কিনা মুরুব্বির নাম্বার দিয়েন।
চর বাঁচাতে হলে আমার মনে হয় ব্যাপক বনায়ন দরকার চারপাশে। যদি ফলজ এবং বনজ গাছ লাগিয়ে দেয়া যায় তাহলে এগুলো মাটি ক্ষয় রোধ করবে। আর এতে মনে হয় ভাঙ্গন ঠেকানো যাবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান আপনার এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ একটি মতামত দেয়ার জন্য,,, পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো বলে দেয়ার চেষ্টা করব যেন সবার দৃষ্টি আকর্ষণ হয়,,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান এরকম একটি মহান কাজের উদ্যোগ নেওয়ার জন্য,,,, এ ব্যাপারে আমি যতটুক সাধ্য রয়েছে আপনাকে আমি সাহায্য করবো ইনশাল্লাহ,,, এই চোরটি হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা ইউনিয়নের যমুনা নদীর পাড়েই অবস্থিত রাহাতপুর চরটি,,,মানিকগঞ্জের অন্যতম একটি টুরিস্ট স্পট জাফরগঞ্জ এখানে এসে যে কাউকে এই চড় সম্পর্কে বললে আপনাকে দেখিয়ে দিবে,,,
শুদ্ধ ভাই জান আমার অনেক ইনফরমেশন মিসটেক হয়েছে আমি নতুন ভিডিও তৈরি করছি এগুলো অনেক ভুল ত্রুটি হচ্ছে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন,,, আর আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই
ভাই আমি এখনো ছাত্র আমি শিখতেছি আমার অনেক ভুল ত্রুটি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,, আর ভুলগুলো এভাবেই ধরিয়ে দিবেন, এই চরটি হচ্ছে,, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে রাহাতপুর চর জাফরগঞ্জ নদীর ঘাটে এসে যে কাউকে বললে হবে রাহাতপুর চর কোনটি আপনাদের দেখে দিবে,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার পর্ব গুলি দেখি খুব ভালো লাগে কিন্তু ডিসটিক এর নাম উল্লেখ করেন না খুবই কষ্ট পাই।আগামীতে ডিস্ট্রিকের নাম ও উপজেলা বলবেন প্লিজ।
আমারে ভুলগুলো কে দেখিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান ,,, আপনার এই মূল্যবান মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমি চেষ্টা করব সমস্ত ডিটেলস দেওয়ার জন্য,,,
জিনা ভাই আমাদের শহর গ্রামের মতো চরে কখনো রাস্তায় পানি বেধে থাকে না,,,, পানি উঠলে এক ছুটে উঠে না উঠলে জাগে জাগে পানি বেঁচে থাকে না চোরের মাঝখান দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গিয়েছে চড়ে বর্ষার ভিতরে পানি উঠে না আশেপাশে পানিতে ভরপুর থাকে কিন্তু এর চটটা ডুবে যায় না,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান
ঠিক আছে ভাইজান পরবর্তী ভিডিওগুলোতে এটা আমি একটু ভালো মতো দেখব যেন আপনাদের সমস্যা না হয় সাথে থাকার জন্য এবং আপনি গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
শ্রদ্ধেয় ভাই আমার বাসা শহরে বিভিন্ন চড়ে এবং গ্রামে ঘুরতে ভালোবাসি,,,,আমি এলাকার মানুষের কাছে গিয়ে যতটুকু জেনেছি এই চটটি প্রায় ৮-১০ বছর ধরে কোন ভাঙ্গনের কবলে পড়েনি ,,, আর সৃষ্টিকর্তা যদি ইচ্ছা করে যে কোন সময় যে কোন জায়গায় ভেঙে যেতে পারে এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে যে চটটি কি ভাঙবে কি ভাঙবে না,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
ওখানকার মানুষ অনেক ভালো এবং সহজ সরল ভাই কোন হিংসা বিভেদ মারামারি কিছুই নেই এই চড়ে ইচ্ছা করলে কিছু জমি কিনে আপনার গ্রামের বাড়ি বানাতে পারেন এই চড়ে,,,সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
শ্রদ্ধেয় ভাই এখানে দুই থেকে তিন হাজার টাকা ডেসিমেল জমি পেয়ে যাবে,,,, এখানে অনেকেই বসবাস শুরু করেছে এবং বসতি করে তুলেছি, এই পুরা চড়ে আমি যে ভিডিওতে আমার ভিডিওতে যে বাড়িগুলো দেখেছেন এই বাড়িগুলো এখানে রয়েছে,,,, বর্ষার ভিতরে এই চরের চারদিকে পানি থাকে প্রচুর পরিমাণ কিন্তু গত ১০ বছর ধরে এই চড়ে কোন পানি উঠে না মনপুরা দ্বীপের মত একটি দ্বীপ অসাধারণ ভাই চাইলে একদিন মানিকগঞ্জে এসে ঘুরে যেতে পারেন যমুনার চর থেকে
অনেক ভাল জিবন কাটাচ্ছে, তারা অন্তত বসবাসের স্থান পেয়েছে, চাষবাসের সুযোগ আছে, গবাদিপশু চারনের ব্যবস্থা আছে! হয়তো বিদ্যুৎ নাই৷ এটাই চরের জিবন৷ অনেক তাজা মাছ, সব্জি পায়, নির্মল পরিবেশ৷ অভ্যস্ত হয়ে গেলে এটাই স্বর্গ!!!
মনের অন্তস্থ থেকে আপনাকে ভালোবাসা রইলো আপনি আমার মনের কথা বলেছেন এই যান্ত্রিক শহরের জীবনের চাইতে কত উত্তম বাসস্থান এই চরগুলো এসব জায়গায় আসলে মনে হয় যে থেকেই যাই,,, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
শ্রদ্ধেয় ভাইজান অবশ্যই কিনতে পারবেন আপনি নিজে এসে এই চরের মানুষের সাথে কথা বলে যাচাই-বাছাই করে ভালো দেখে জমি ক্রয় করলে আপনার জন্য ভালো হবে ভাই,,, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য