Тёмный
No video :(

যেভাবে লাউ গাছে অধিক পরিমাণে ফলন পাবেন। লাউ চাষের নিয়ম। লাউ গাছের স্প্রে সিডিউল। লাউ গাছের পরিচর্যা। 

বিশ্বাসী কৃষি খামার
Просмотров 6 тыс.
50% 1

লাউ গাছের A to Z পরিচর্যা :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জমি তৈরি:-
মালচিং করে চাষের ক্ষেত্রে:
শতাংশ প্রতি
টিএসপি ৮০০ গ্রাম
এমওপি ৫০০ গ্রাম
ডিএপি ২৫০ গ্রাম
জিপসাম ৩৫০ গ্রাম
বোরন ৫০ গ্রাম
সালফার ৪০ গ্রাম
ম্যাগনেসিয়াম ১০০ গ্রাম
রুটোন ১০০ গ্রাম
দানাদার ৪০ গ্রাম
ডলোচুন ১ কেজি
বায়োডার্মা পাউডার ৩০ গ্রাম।
তাছাড়া গোবর দিতে হবে।
#মাদা তৈরীঃ
মাদা প্রতি
টিএসপি ৬০ গ্রাম
ডিএপি ৫০গ্রাম
এমওপি ২৫গ্রাম
জিপসাম ২০ গ্রাম
বোরন ২গ্রাম
সালফার ২গ্রাম
ম্যাগনেসিয়াম ২গ্রাম
রুটোন ৫গ্রাম
দানাদার ৫গ্রাম
হিউমিক ১ গ্রাম
বায়োডার্মা ৩ গ্রাম
এইগুলো দিয়ে ৫ দিন রেখে দিয়ে চারা রূপন করলে ভালো হয়।
লাউ গাছ যখন মাচায় উঠবে তখন আবার সার দিতে হবে। আবার লাউ সংগ্রহ করে দিতে হবে।
#কাটিং
গাছে অধিক পরিমাণে ফলন আনার জন্য কাটিং করা খুবই জরুরি। একটা গাছ মাচায় উঠার পরে দুই থেকে তিন হাত লম্বা হলে ওই গাছের ডগা কেটে দেওয়াকেই 1G কাটিং বলে। 1G কাটিং করার পরে অনেক প্রশাখা বের হয় প্রশাখা গুলো দুই থেকে তিন হাত লম্বা হলে ঐ প্রশাখার ডগা কেটে দেওয়াকেই 2G কাটিং বলে।2G কাটিং করার পর যে প্রশাখা গুলো বের হয় ওই প্রশাখা গুলো দুই থেকে তিন হাত লম্বা হওয়ার পর ডগাগুলো কেটে দেওয়াকেই 3G কাটিং বলে।
#কাটিং_করার_ক্ষেত্রে_যে_ভুল_করা_যাবে_না
✪গাছের গ্রোথ কম হলে কাটিং করা যাবে না।
✪অবশ্যই কাটিং করার সাত দিন আগে গাছে খাবার দিতে হবে
✪প্রথম কাটিং করার পর শাখায় লাউ চলে আসলে ঐ লাউ সংগ্রহের আগে ঐ শাখায় দ্বিতীয় কাটিং করা যাবে না।
✪অবশ্যই গাছের গ্রোথ দেখে সার দিতে হবে।
#স্প্রে ব্যবস্থাপনা:
#গাছের বয়স ২০ দিন হলেই ফ্লোরা স্প্রে দিবেন।
২৫ দিন পর পর স্প্রে।
১৬ লিটারে
ইমিডাক্লোরোপিড ৮ মিলি + এবামেকটিন ১৬ মিলি + কার্বেন্ডাজিম /মেনকোজেব+কার্বেন্ডাজিম ৩২ গ্রাম।
৬/৭দিন পর পর স্প্রে।
ছোট গাছের ক্ষেত্রে পরিমাণে আরোও কম দিবেন।
১৫ দিনে একবার ৫৫ ইসি স্প্রে করবেন।
#গাছ মাচায় উঠলে শুধু গাছের গোড়ায় স্প্রে:
১০ লিটারে
এমিস্টার টপ ১০ মিলি +কার্বেন্ডাজিম ২০ গ্রাম + বোরন ২০ গ্রাম। ১০ দিন পরে আরেকবার স্প্রে।
ফেরোমন ফাদ দিতে হবে।
তাছাড়া আরো নানা রকম ভাবে পরিচর্যা করা যায়। গাছের অবস্থা বুঝে নানারকমভাবে ব্যাবস্থা নিতে হবে।

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 18 тыс.