মাশাআল্লাহ খুবই চমৎকার..... @JaimaNoor __________________________ রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দীনের পথে নামতে । সামনে রয়েছে দূরের যাত্রা বিভীষিকাময় রাত্রি রয়েছে শ্বাপদ অরণ্য ঘন দুর্বল অভিযাত্রী জানলে কি আর এই পথে কখনো অসময়ে তুমি আসতে । সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্য তোমার বিচার করবেই দেখো সহসা জনারণ্য । ভেঙ্গে ফেল এই স্বপ্ন প্রাসাদ নেমে এসো রাজপথে জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে হাত তুলে ওরা দোয়া করে দেখ বিজয় তোমার আনতে ।
রাত কেটেছে স্বপ্নে বিভোর। দিন কেটেছে ভাবেতে কতটা সময় রাগবে তোমার দিনের পথের নামতে। সামনে রযেছে দূরে যাএা বিভীষিকাময় রাত্রি। রযেছে শ্বাপদ অরণ্যঘন দূর্বল অভিযাএি।জানলে কি আর এই পথে কখনো এই পথে তুমি আসতে।