Тёмный

যে দেশে মোর মনের মানুষ | জয় শান্তিহরি 

ক্ষীরোদ ঈশ্বর
Подписаться 258
Просмотров 11 тыс.
50% 1

যে দেশে মোর মনের মানুষ আমি সেই না দেশে যাব
** পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম **
এবেশুন ঠাকুরের জন্ম বিবরণ।
যেভাবেতে হরিচাঁদ অবতীর্ণ হ'ন।।
হরিলীলামৃত গ্রন্থ করেছে বর্ণন।
সংক্ষেপে করিব কিছু শুন সর্বজন।।
বারশ আঠার সালে শ্রীমহাবারুণী।
মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি যে ফাল্গুনী।।
বুধবার দিনে হয় হরি অবতার।
পূর্ব্ববঙ্গে হ'ল হরিচাঁদের বাজার।।
নমঃশুদ্র কূলে হরিচাঁদের সফল নগরী উদয়।
ধন্য হ'ল দীপ্তময়।।
যখনেতে হরিচাঁদ ভুমিষ্ট হইল।
সুতিকা ঘরেতে এক জ্যোতিঃ প্রবেশিল।।
সেই জ্যোতিঃ শ্রীহরির অঙ্গেতে মিলন।
ক্ষীরোদের শক্তি ইহা কহে সর্ব্বজন।।
তাহে অত্যাশ্চর্য বাক্য কহে সে কুমার।
আমি হরি আমি হরি বলে তিনবার।।
ধাত্রী এই মহাবাক্য করিল শ্রবণ।
আনন্দে পূর্ণিত হ'ল সমগ্র ভুবন।।
চারিদিকে দেখে কত সৌন্দর্য্যের রাশি।
উদিত হইল যেন অকলঙ্ক শশী।।
বিকশিত কৃষ্ণ কলি মনোহর বেশ।
ধরেছে মধুর বেশ পূর্ববঙ্গ দেশ।।
সৌদামিনী ভাসে যথা জলদের কোলে।
অপরূপ শোভা যেন অন্নপূর্ণা কোলে।।
আজানুলম্বিত ভুজ অতি মনোহর।
তাহে কত চিহ্ন শোভে অতি দীর্ঘতর।।
দুগ্ধ হিঙ্গুল বর্ণ করিয়ে মিশ্রণ।
বিধি বুঝি দিল রূপ রেশন বরণ।।
মদন মোহন রূপ অক্রোধিত বপু।
দরশনে সবার হরে কাম রিপু।।
বিশটি কয়েন বিশটি আঙ্গুল দিয়ে সজ্জিত।
রক্ত শোভে যেন হরি পদ মুলে।।
নাভী সুগভীর যেন বক্ষে চান্দ্রভাতি।
অধর প্রবল তাহে সুগঠন অতি।।
বাধুলী বরণ তাহে শোভে ওষ্টদ্বয়।
পাখি জেতার সুন্দর কিছু নেই।।
চৌরাশ কপাল তাহে রয়েছে খচিত।
কজ্জল মিশ্রিত ভুরু গুরু বিরাজিত।।
আকর্ণ নয়নদ্বয় কিবা মনোহর।
নোহারিয়া সেই রূপ হারে শশধর।।
নখচন্দ্রে শোভে কোটি চন্দ্রসমুজ্জল।
অঙ্গে ঝলসিছে যেন অমল কমল।।
অষ্টবিংশ মন্বন্তর পুষ্পবন্ত যুগে।
সুদিন উদয় হ'ল কলিজীব ভাগ্যে।।
অবতীর্ণ হরিচাঁদ সফলা নগরী।
হুলুধ্বনি করে যত প্রতিবেশী নারী।।
সত্য ত্রেতা দ্বাপর কলি যে কত গেল।
স্বয়ংএর অবতার কভু না হইল।।
অষ্টবিংশ মন্বন্তরে কলি যুগ ধন্য।
হেন যুগে ক্ষীরোদের হরি অবতীর্ণ।।
ধন্য পিতা যশোমন্ত ধন্য অন্নপূর্ণা।।
সফলা নগরী ধন্য ধাত্রীদেবী ধন্যা।।
ধন্য সে সফলা নগরবাসী ধন্য।
ধন্য ধন্য এই ভাবে হরি বংশ ধন্য।।
উর্দ্ধবাহু করি বন্দি শ্রীহরি চরণ।
শ্রীহরিচাঁদের প্রীতে হরি বল মন।।
***
***
#অশ্বিনী_গোঁসাই-এর_এই_বিচ্ছেদ_গানে_সারা_দুনিয়া_কাঁদে___যে_দেশে_মোর_মনের_মানুষ___তুলিকা_
#harichand_thakur
#mahavishnu
#হরিচাঁদ_ঠাকুর
#মহাবিষ্ণু
#ক্ষীরোদশায়ী
#হরি
#হরিচাঁদ_ঠাকুর
#ক্ষীরোদ_ঈশ্বর #পূর্ণব্রহ্ম_শ্রীশ্রী_হরিচাঁদ_ঠাকুর #ক্ষিরোদ_ঈশ্বর
#ক্ষিরোদশাই
#শ্রীশ্রী_হরিচাঁদ ঠাকুর #মহাদেব_মহেশ্বর #guruchand_thakur #গুরুচাঁদ_ঠাকুর
#গুরুচাঁদ
#bholanath
#ভোলানাথ
#ওড়াকান্দি
#ঠাকুরনগর
#শ্রীশ্রী_ধাম_ওড়াকান্দি
#শ্রীশ্রী_ধাম_ঠাকুরনগর
#শান্তিহরি
#হরিগুরুচাঁদ

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30