ভাই সবচেয়ে ভালো হয় আপনি নিজে এইখানটায় নিয়ে যান রত্নার সাথে কথা বলে তার খালার সাথে কথা বলে তারপর সোনাকে দিয়ে আসেন একটা সংসারের থাকলে হয়তো বায়না মন মানসিক ভালো হয়ে যেতে পারে
আমার মনে হয় রত্নার দাদি রত্নার কাছে থাকলে ভাল হয়। ওনার নিজের বাসা বাড়ী নাই।রত্নার ভালো হতো।রত্নার কাজ করতো রান্না করতো দাদি ও খেতো রত্না ও খেত।রেখা কে রত্নার ঘরে ডুকতে দেবেনা।রত্নার খাবার ওরা খেয়ে নেয়।দাদি একটু রত্নার যত্ন করতো।রেখার থেকে রত্নার দাদির মায়া বেসি।
ভাইয়া এনারও মেন্টালি প্রবলেম আছে। গরীব মানুষ তো। আগে মেন্টালি ট্রিটমেন্ট দরকার,, আর দেখেন ভাইয়া এরা কিন্তু খুবই নোংরা পারসোনালি।আপনি অনেক করতেছেন অনেক চেইঞ্জ ও আসসে,,,,এরিয়া চেইঞ্জ, সার্কেল চেইঞ্জ করলেও হবে।আপনার একার এটা অনেক টাফ,,,,দোয়া করি
ভাই দাড়ি ছোট করার টা কিন্তু ঠিক হয় নাই এটা খুব খারাপ হয়েছে এটা কিন্তু ভাই পছন্দ হলো না দাড়ি রাখা ওয়াজিব অন্তত এক মুষ্ঠি সমান রাখা লাগবে তারপর না হয় ছোট করলেন
মিমের মাকে আইনের আওতায় নিয়ে আসেন মিমের মা থেকে রত্না কে দুরে রাখতে হবে রত্না র সামিকে পাসে দিয়ে মিমের মাকে একদম কাছে আসতে না পারে জাতে পাসে বিরতে না পারে
আপনারা কি একটা শিখছেন বলেন তো শুধু একটু কিছু হইলেই আইনের আওতায় আনা লাগবে আইনের আওতায় আনা লাগবে কেন আইন ছাড়া কি দুনিয়াতে কিছু চলে না যতসব ফালতু লোক কোথাকার
আপনার রত্নার ব্লক তৈরি করবেন না এটা একদমই ভালো লাগে না কারণ ওরা ওদের কোন পরিবর্তন নাই এতদিন থেকে রাজা তাই আছে এ টাকাটা আপনি অন্য ভালো জায়গায় দান করুন
দাড়ি এক মুষ্টি রাখতে হয়, আপনি বেশি ছোট করে দিয়েছেন, এখন যেই দাড়ি আছে এটা না থাকলে যেই কবিরাহ গুনাহ হবে এখনও একই গুনাহ হবে এক এক মুষ্ঠির কমে রাখা যাবে না, আপনি তো দাড়ি রাখেননি তাই আপনি এসব বিষয়ে হয়তোবা যানেন না, আরেকজনেরটা কেটে দিয়েছেন এটার গুনাহ আপনারই হবে, তার উপকার করেছেন এটার সওয়াব ও পাবেন অবশ্যই ইনশাআল্লাহ