ছানার জিলিপি গুলো দারুন হয়েছে।এই প্রথম দেখলাম কিভাবে ছানার জিলিপি করা হয় । শিখে নিলাম বাড়িতে চেষ্টা করবো। রথের মেলায় পাঁপড় ভাজা তো special.না হলে মনে হয় কিছু ঘাটতি রয়ে গেল। খুব ভালো লাগলো।
খুব ভালো হয়েছে ছানার জিলিপি ।বুবলু এখন একটা একটা শব্দ বলতে পারছে ।ওর সঙ্গে বেশি বেশি করে কথা বলবে ।তাহলে তাড়াতাড়ি শিখে যাবে মিষ্টি সোনাটা ।অনেক আদর দুজন কে ই ।