ওরা কেন রাস্তায়,এর জবাব ওরাই দিবে,আমাদের কেন দিতে বলতেসে 😂😂 আরেকজন বলে আমরা রাস্তায় নেমেছি এটা সাধারণ মানুষের জন্য দুর্ভাগ্যজনক! আশা করি রাতের ডিনারটা ভালই ছিল 😂😂😂😂
এখন যারা দাবি আদায়ে আন্দোলন বা জোড়াজুড়ি করছে, মনে রাখবেন সেখানে অবশ্যই অসাধু উর্দ্ধতন কর্তৃপক্ষের ইন্ধন রয়েছে। এ বিষয়টি সরকারকে খতিয়ে দেখার অনুরোধ করছি।
আনসারদের এই মুহূর্তে থাকার কথা বন্যা দূগত এলাকায় আর তারা আছে মহাসমাবেশ নিয়ে জাতির দু:সময়ে যে নিজের স্বাথের চিন্তা করে তাদের দিয়ে কখনে দেশের ভালো হতে পারেনা
হাসিনার মন্ত্রী আকম মোজাম্মেল হক, আসাদুজ্জামান কামাল, নৌফেল, আরাফাত, ওবায়দুল কাদের, হারুন, বিপ্লব, মুজিবুল হক নৌফেল, কাদের সিদ্দিকী, সাংবাদিক মোজাম্মেল বাবু আজ বিশেষ মিটিং করে আনসারদেরকে দিয়ে উপদেষ্টা এবং বিএনপির নেতাদের দের হত্যা করার ষড়যন্ত্র করে পাল্টা অভূতপূর্ব করার চেষ্টা করছে। উপরোল্লিখিত দের গ্রেফতার করতে চিরুনি অভিযান সাড়াশি অভিযান কেন চালানো হচ্ছে না। বাংলাদেশ পুলিশ সেনা বিমান নৌ বাহিনী মিলে টাস্কফোর্স গঠন করলে ১০ মিনিটে এদের এরেস্ট করা যায়।
হাসিনার মন্ত্রী আকম মোজাম্মেল হক, আসাদুজ্জামান কামাল, নৌফেল, আরাফাত, ওবায়দুল কাদের, হারুন, বিপ্লব, মুজিবুল হক নৌফেল, কাদের সিদ্দিকী, সাংবাদিক মোজাম্মেল বাবু আজ বিশেষ মিটিং করে আনসারদেরকে দিয়ে উপদেষ্টা এবং বিএনপির নেতাদের দের হত্যা করার ষড়যন্ত্র করে পাল্টা অভূতপূর্ব করার চেষ্টা করছে। উপরোল্লিখিত দের গ্রেফতার করতে চিরুনি অভিযান সাড়াশি অভিযান কেন চালানো হচ্ছে না। বাংলাদেশ পুলিশ সেনা বিমান নৌ বাহিনী মিলে টাস্কফোর্স গঠন করলে ১০ মিনিটে এদের এরেস্ট করা যায়।