যেদিকে সেনাবাহিনী দেশের মানুষের কথা শোনা দরকার ছিল সেদিকে সেনাবাহিনী নিরোধের কথার দিকে চলছে এভাবে চললে আমার মনে হয় না বেশ ভালোর দিকে আগাবে কারণ ভালোর জন্য আগাতে হলে শক্ত ঈমানের দরকার হয় ক্ষমতার অপব্যবহার নয়
দেশের সম্পদ বিনষ্ট করে , কোন দেশের কোটায় চাকুরী নিবে নতুন প্রজন্ম ? যারা নিজের দেশের সম্পদের ক্ষতি করে নিজেদের এদেশের নাগরিক বা ছাত্র দাবী করে তাদের কি বিবেক বলে কিছুই নেই ? এ দেশ ও এ দেশের অবকাঠামোই যদি ঠিক না থাকে , তবে কোন দেশের কোটায় চাকুরী করবে এই নতুন প্রজন্ম ? এ দেশ কোন দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পদ নয় , তাই দেশের সম্পদ পুড়িয়ে বিনষ্টকারীরা এদেশের সাধারণ নাগরিক হবার যোগ্য নয় , এরা এদেশের নতুন হাইব্রিড রাজাকার !!!