জানালার সোজাসুজি চুলার স্থান করলে এটা সুবিধার চেয়ে অসুবিধায় বেশি হয় কারণ যখন জানালা দিয়ে ভিতর বাতাস ঢুকে তখন দেখা যায় মানুষের মুখে চুলার গরম তাপটা বেশি লাগে। জানালার সামনে চুলা রাখলে চিমনি বা হুড লাগানোর সমস্যা হয়। সবচেয়ে বেটার হয় জানালা থেকে একটু সাইডে চুলা বসাতে হবে। চুলার উপর চিমনি বা হুড অথবা রুমের গরম বাতাস বের করার জন্য ফ্যান লাগাতে পারেন। কখনোই জানালার সোজাসুজি চুলা বসাবেন না। পরে কিন্তু পস্তাতে হবে।
আসসালামুয়ালাইকুম। ভিডিও সুরু টা সালাম দিয়ে সুরু করেছেন সেটি খুব ভালো করেছেন এটাই একটি মুসলিম এর পরিচয়। ভিডিও ভালো হয়েছে। সত্য প্রচার করবেন। সফলতা আসবে ইনশাআল্লাহ 🇧🇩🇪🇭🇬🇶💐☝️