চোখ আছে দেখে যান কান আছে শুনে যান । দেশে এখন ছাত্রদের আমরা যারা অভিভাবক আছি আমার দেশেরও কেউ না আমরা পরিবারের কেউ না মনে হয় আমাদের বাচ্চাকাচ্চা ইনকামে টাকায় আমাদের সংসার চলে
তোমার কথায় আমরা সাধারন শিক্ষার্থীরা আর যাব না। তোমাদের কথা আমরা আর শুনব না। তুমি তোমার স্বার্থে নিজেই দৌড়াও। আমাদের হাত-পা এমনকি জীবনও দিয়েছি। কিন্তু তুমি এক ফোটা রক্তও দাও নি। তুমি আমাদের উস্কানীমূলক কথা বলে আবারও বিপদে ফেলার চেষ্টা করছ।
ছাত্ররা আজকে এর পদত্যাগ কালকে ওর পদত্যাগ চাইতেছে। কিন্তু মাঝখানে যাদের চাকরির বয়স শেষের দিকে তারা শুধু বলির পাটা হতিছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যাদের চাকরির বয়স শেষের দিকে তারা বুঝতিছে যে একেকটা দিন কত বছর। আর কত ধানে কত চাল। তার মধ্যে আমি একজন।
@@MdSaifulইসলামস্বাধীন এরা খালি পদত্যাগ নিয়েই থাকুক। ৩ মাস হলো বড় কোনো নিয়োগের পরীক্ষার কোনো খবর নাই। ২৬ লাখের খবর নাই। বেকার সমস্যার সমাধানের কোনো খবর নাই।
জননেত্রী শেখ হাসিনা যদি একবার ডাক দেয় সারা বাংলাদেশ আমার বিশ্বাস কোটি কোটি জনতা সেদিন রাস্তায় বের হবে,,, আমি আমার পক্ষ থেকে আমার পাঁচ বছরের শিশু কন্যা এবং আমার ফ্যামিলিতে ১০ জন মানুষ আছে সবাই মিলে সেদিন যাব ইনশাল্লাহ