Тёмный

রিউমাটয়েড আর্থ্রাইটিস/গাঁটে ব্যথা কি? চিকিৎসা ও করণীয় 

Bangladesh Centre For Rehabilitation (BCR)
Подписаться 3,3 тыс.
Просмотров 10 тыс.
50% 1

আলোচনা করেছেন, মেডিসিন ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাহিদুজ্জামান সাজ্জাদ ।
✺ডাঃ মোঃ নাহিদুজ্জামান সাজ্জাদ
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (রিউম্যাটোলজি)
রিউম্যাটোলজি (সুইজারল্যান্ড) এ এলআরএর সার্টিফাইড কোর্স
সদস্য, আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান
মেডিসিন ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
রিউমাটয়েড আর্থ্রাইটিস কি?
রিউমাটয়েড আর্থ্রাইটিস (আরএ) একটা অবস্থা যাকে গাঁটে এবং গাঁটের চারপাশে প্রদাহ বা ফোলা, গাঁটে ব্যথা এবং অন্যান্য উপসর্গ দিয়ে ব্যখ্যা করা যায়। এটা একটা অটোইমিউন ব্যাধি যেখানে স্বাস্থ্যবান টিসুগুলোকে বিদেশী শরীর মনে করে তাদের আক্রমণ করে।
সময়মতো চিকিৎসার অভাবে কোমলাস্থি, একটা টিসু যেটা গাঁট ও হাড়কে ঢেকে রাখে, ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও, কোমলাস্থি ক্ষতিগ্রস্ত হলে গাঁটে জায়গা কম হয়ে যায়। সব মিলিয়ে, অবস্থাটা প্রচন্ড ব্যথাদায়ক হয় কিন্তু ওষুধের দ্বারা কম করা যায়।
রিউমাটয়েড আর্থ্রাইটিস হাতের, পায়ের, কনুইএর, হাঁটুর, কব্জীর এবং গোড়ালীর গাঁটকে প্রভাবিত করে। এই অবস্থাটা কার্ডিওভাস্কুলার বা শ্বসন তন্ত্রের মাধ্যমে ছড়ায়, যে কারণে এটাকে সিস্টেমেটিক অসুখও বলা হয়।
এই অবস্থার প্রধান লক্ষণ ও উপসর্গগুলো নিচে বলা হলো:
১. ভোরবেলায় আড়ষ্ঠতা যেটা পুরো দিন ক্রমাগত গাঁটের নড়াচড়ার ফলে কমে যায়।
২. ক্লান্তি।
৩. অ্যানিমিয়া বা রক্ত কমে যাওয়া।
৪. বেদনাদায়ক গাঁট।
৫. শুকনো চোখ এবং মুখ।
৬. শক্ত মাংসপিন্ড কনুইতে, হাতে, হাঁটুতে এবং অন্যান্য গাঁটে।
৭. গাঁটে লালভাব এবং ফোলা।
৮. বুকে ব্যথা।
৯. জ্বর ও ওজন কমে যাওয়া।
বেদনাদায়ক অবস্থাটা হাত ও পায়ে উভয় জায়গাকেই একইসাথে প্রভাবিত করে। এটা 30 বছরের পরে কখনও শুরু হতে পারে এবং পুরুষদের চেয়ে মহিলাদের বেশীই আক্রান্ত করে। কখনো, ফ্লেয়ার-আপটি, মানে, ব্যথা এবং ক্লান্তি প্রদাহের সাথে হঠাৎই ঘটতে পারে এবং অবস্থাটা আরো খারাপ করে তোলে।
এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?
উপরোক্ত উপসর্গ দেখে এই রোগ নির্ণয় করা হয়। এছাড়াও, শারীরিক পরীক্ষা, এক্স-রে এবং রক্তপরীক্ষাও এই রোগের উপস্থিতি নিশ্চিত করে। চিকিৎসা আরো ফলপ্রসু হয় যদি এই রোগ খুব তাড়াতাড়ি নির্ণয় করা হয় ও এর চিকিৎসা শুরু করে দেওয়া হয়।
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
#বাংলাদেশ_সেন্টার_ফর_রিহ্যাবিলিটেশন (বিসিআর), একটি মাল্টি ডিসিপ্লিনারি হেল্থ কেয়ার সার্ভিস সেন্টার। যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সরাসরি তত্ত্বাবধানে মেডিকেল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, অর্থোসিস, প্রসথেসিস, ইন্টারভেনশন ইত্যাদি বিষয় এ সামগ্রিক চিকিৎসা দেওয়া হয়।
----------------------------------------------------------
#স্বল্প_মূল্যে_যে_সমস্ত_রোগের_বিশেষজ্ঞ_চিকিৎসা_দেয়া_হয়:
✺ হাড়, জয়েন্ট ও মাংসপেশির রোগ সমূহ
✺ মস্তিস্ক ও স্নায়ুতন্ত্রের রোগসমূহ
✺খেলাধুলা জনিত রোগ সমূহ
✺শিশুদের রোগ সমূহ যেমন:
অটিজম,অস্বাভাবিক হাটা,সেরিব্রাল পালসি,জন্মগত পা বাঁকা
✺ ক্যান্সার পরবর্তী রোগ সমূহ, যেমনঃ
হাত পা ফুলে শক্ত হয়ে যাওয়া,ক্যান্সার জনিত ব্যথা,ক্যান্সার জনিত বিকলাঙ্গতা
✺হার্ট ও ফুসফুসের রোগ সমূহ
✺ গাইনোকোলজিক্যাল রোগ সমূহ , যেমনঃ
প্রশ্রাব চেপে রাখতে না পারা,পেলভিক ফ্লোর মাংসপেশীর দুর্বলতা,গর্ভকালীন ও পরবর্তী কোমর ব্যথা
----------------------------------------------------------
#আমাদের_আন্তরিক_সেবা_সমূহ:
✺ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সম্মিলিত চিকিৎসা
✺মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড
✺আলট্রাসনো ও সিয়াম গাইডেড ইন্টারভেনশন
✺পি আর পি ও স্টেম সেল থেরাপি
✺ ফিজিওথেরাপি
✺ অকুপেশনাল, স্পিস ও সাইকো থেরাপি
✺কার্ডিয়াক ও পালমোনারি রিহ্যাবিলিটেশন
✺লিম্ফোডিমা রিহ্যাবিলিটেশন
✺স্পোর্টস ইনজুরি ও অর্থোপেডিক অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন
✺অটিজম ও সেরেব্রাল পালসি রিহ্যাবিলিটেশন
✺মাস্কুলোস্কেলিটাল ও নিউরো রিহ্যাবিলিটেশন
বাংলাদেশ সেন্টার ফর রেহাবিলিটেশন এক্ষেত্রে এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি উল্লেখিত সকল ধরনের সেবাই পাবেন।
এছাড়া বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা ও আমাদের এখানে সম্ভব।
-------------------------------------------------------
✺আমাদের ওয়েবসাইটঃ www.bcr.com.bd
✺আমাদের ফেসবুক পেজঃ / bdrehabcentre
✺আমাদের ইউটিউব চ্যানেলঃ / bdrehabcentre
✺আমাদের টুইটার পেজঃ / bdrehabcentre
✺আমাদের ইনস্টাগ্রাম পেজঃ / bdrehabcentre
✺আমাদের লিঙ্কডইন পেজঃ / bdrehabcentre
✺আমাদের মেডিকেল ইকুইপমেন্ট শপঃ / bcrbraceshop
----------------------------------------------------------
✺ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন: Online(Video Consultation) অথবা Offline (Chamber Consultation) : bcr.com.bd/online-offline
✺হোম ফিজিও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন: bcr.com.bd/home-physio-appoin...
✺স্বল্পমূল্যে অরজিনাল প্রোডাক্ট নিতে ভিজিট করুন: bcr.com.bd/categories
-------------------------------------------------------
সার্বক্ষণিক সেবা পেতে যোগাযোগঃ
বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন (বিসিআর)
২৩৪/সি(দ্বিতীয় তলা), কাঁটাবন মোড়, ঢাকা।
মোবাইলঃ ০১৯৫৮-০৬ ০৭ ৭০, ০১৯৫৮-০৬০৭৭৭
---------------------------------------------------------
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাথেই থাকুন। সুস্থ্য থাকুন।
ধন্যবাদ
#Rheumatoid_arthritis_or_joint_pain?
#রিউমাটয়েড_আর্থ্রাইটিস_বা_গাঁটে_ব্যথা_কি_চিকিৎসা_ও_করণীয়

Опубликовано:

 

1 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@sohelmir7142
@sohelmir7142 3 года назад
স্যার সঠিক বলেছেন,আপনার সাথে দেহাকরতে চাই
@kollanerpothe8412
@kollanerpothe8412 Год назад
ধন্যবাদ স্যার R. A Test R.A Test ( titre)
Далее
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 1,9 млн
Stray Kids <ATE> Mashup Video
02:17
Просмотров 1,9 млн
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 21 млн
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 1,9 млн