Тёмный

রুদ্রকর অভিযান পূর্বপুরুষের খোঁজে 

Zaheed Reza Noor
Подписаться 3 тыс.
Просмотров 365 тыс.
50% 1

অরূপ চক্রবর্তী এসেছিলেন বাংলাদেশে। চক্ষুবিশেষজ্ঞ তিনি। থাকেন কেরালায়। বৃহত্তর ফরিদপুরে ছিল তাঁদের আদিবাড়ি। এখন তা শরীয়তপুরে। ইসলামিয়া চক্ষু হাসপাতালের কয়েকজন চক্ষুবিশেষজ্ঞকে নিয়ে তিনি চললেন মাতৃভূমির সন্ধানে। এবং সেখানে পৌঁছুলেন। কী হলো তারপর?

Опубликовано:

 

15 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 693   
@dilawarhussain1444
@dilawarhussain1444 Год назад
হয়তো তাকে আমি চিনিনা তবু্ও অচেনা সেই মানুষ গুলো যখন আমাদের মাঝে ফিরে আসে মনে হয় ঘর পরিবারের কত আপন
@prakashghosh8988
@prakashghosh8988 Год назад
Kintu. Oe lokgulo deshe thakte tader valo mander kono khabar rakha hayni barang vinna dharmer haoate anyara kharap acharan korleo valo manushera pratibad karenni
@pradipbose5311
@pradipbose5311 Год назад
Will you and your community returns that property? If does, then only your emotions can be proved. Don't just hit around the bush. Because we know what you people are.
@user-xh3em7rk3s
@user-xh3em7rk3s 7 месяцев назад
কতো হৃদয় বিদারক ঘটনা নিজের মাতৃভূমি ছেড়ে শুধু মাত্র রাজনৈতিক কারনে ভিন দেশে বাসবাস করা। ঐদেশে দেহ মন থাকলেও কিন্তু এদেশেই পড়ে থাকে আত্না। সত্যি অনেক কষ্টকর।
@runukhatun5440
@runukhatun5440 10 месяцев назад
আমার দাদা শশুরের কোলকাতার ভিক্টোরিয়া পাচটা বাড়ি, দাদা শশুরের নামে হাসপাতাল, ফেলে দেশ ভাগের পর ৪৭ শের পর চলে আসতে হয়েছিল,আমার শশুরের সবচেয়ে প্রিয় বন্ধু মহানায়ক উত্তর কুমার কে ছেড়ে আসা সেটা হৃদয় বিদারক দৃশ্য ছিল, কত ছোট বেলার স্মৃতি, কত ছবি তার সাথে আছে,আমার শশুর সে সব কথা মনে করলে নিরব ইস্তব্দ হয়ে যেত
@intelligencedepartment2359
@intelligencedepartment2359 6 месяцев назад
এটা হয়তো মুসলিম দের নিতি আল্লাহ ছাড়া কাউকে কিছু বলেনা🌏✌️🤲 না হলে কতো বিহারি মুসলিম বাংলাদেশে আসছিলো একটা ঘটনা বলি একজন ভদ্রলোক তিনার পরিবারের বড় ভাইকে মেরে ফেলা হয়েছে এক বোন আর ২ ভাই বাবা মা কে নিয়ে তখনকার সময় কোটি টাকার সম্পত্তির বিনিময়ে বাংলাদেশে চলে আসা পরিবারের সাথে আলাপ হয়েছিলো 😭..আরেক পরিবার অই বিহারি ছিলো এদের হিস্ট্রি তারা শুধু সয় সম্পত্তির বিনিময় প্রাণ ভিক্ষা পেয়েছিলো এবং তারকাটা পার করে দেয়া হয়েছিলো 🧐🧐 তাই আসলে খারাপ ভালো সব ধর্মের মাঝে আছে. কিন্তু কোথাও বেশি আর কোথাও কম😔 যেমন বাংলাদেশে এখন আমার চুখে দেখার মাঝে হয়েছে মন্দির ভাংচুর কিন্তু ভারতের হিসেব টা ভিন্ন তাব্রেজ আনসারি কিলিং. তারপর বিলকিস বানো পরিবার কিলিং আবার আসামিদের ছাড়া ফুল দিয়ে বরন. তার পর তাদের গরু মায়ের মাংসো পাওয়ার অপরাধে মানুষ সহো গাড়ির ভিতরে পুরিয়ে মেরে ফেলা. সুধু তাই নয় এদের সরকারে মন-মানসিকতা খুবি জঘন্য সেটা মুসলিম দের নামের শহর গ্রামের নাম পরিবর্তন মসজিদ মাদ্রাসা তাদের সরকার ভাংগার পারমিট কিনবা তার দেশের কিছু হাসপাতাল শুধুমাত্র একটা ধর্মের ধারণা দিয়ে মুসলিম দের চিকিৎসা করেনা 😒কি বলবো সবিতো প্রমাণিত আগের ইতিহাস বাদ দেন নিজে হয়তো দেখিনাই,, কিন্তু জা দেকছি তাতে কি বুঝা জায় অতিতের হিসেবটাও মিলাতে পারবেন 🌏🧐🧐 ধন্যবাদ ভালো থাকবেন 🤝
@saymasultana1
@saymasultana1 Год назад
রুদ্রকর থেকে বলছি, আপনাদের স্মৃতিকাতরতা দেখে খুবই মুগ্ধ হলাম।জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের যদি এরকম ভালোবাসা থাকে তাহলে আমাদের এই বাংলা সত্যিই সোনার বাংলা হবে।
@ahosandhali6014
@ahosandhali6014 10 месяцев назад
কেমন আছেন সব
@mohammaddelwarhossain4863
@mohammaddelwarhossain4863 Год назад
আমি রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি ১৯৭৩ সালে। ছোট বেলার অনেক স্মৃতি জড়িত আছে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের সাথে।
@pampakundu1305
@pampakundu1305 Год назад
🙏 💕 🌹 ❤
@hoqueshaikhaman402
@hoqueshaikhaman402 Год назад
এই দৃশ্য দেখে (ড: অরূপ চক্রবর্তীর বাংলাদেশ ভ্রমণ) আমাদের বাপ-দাদার বহু সম্পত্তি পশ্চিম বাংলায় (বশিরহাটে) ফেলে আসার কথা বেদনার্ত ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। দেশ ভাগাভাগির করুন পরিণতি! কারও পৌষ মাস কারও সর্বনাশ এটাই বোঝাযায়।
@md.salimhossen303
@md.salimhossen303 Год назад
Apnara ki sob kichu felle aste baddyo hoyechilen?
@ArunavaGanguly-su4km
@ArunavaGanguly-su4km Год назад
Ekmot
@truthisbitter7086
@truthisbitter7086 6 месяцев назад
​@@md.salimhossen303বাধ্যই তো হবে। পুরো ভারতজুড়ে দাঙ্গা হচ্ছিল তখন। হিন্দু মুসলিম যে যেভাবে পারে পালিয়ে বেঁচেছে তখন।অবাক হওয়ার কিছু নেই।ব্রিটিশরা সফল হয়েছে।আমাদের ভাগ করে টুকরোটুকরো করে দিয়েছে।
@Smtweest
@Smtweest 2 месяца назад
আমার বাড়ি বসিরহাট ۔۔۔
@dipalihalder1392
@dipalihalder1392 Год назад
Eta আমাদের ও দেশ ছিল।খুব মনে কষ্ট হয় যখন এইসব দৃশ্য দেখতে পাই।আমরাও ওই দেশের মানুষ।
@karapurboguraroadgournadi7541
Apnara 3.2 million square km area desher manush Bangladesh choto desh valoei korcen India jey Icha korle without passport visa chara Mumbai Chennai Delhi Jharkand bihar Asam gujrati jete parcen job korar jonno porar jonno tour er jonno Kashmir theke Konnakumari Bhuj theke Arunachal free visa passport
@enamulhasan1631
@enamulhasan1631 Год назад
didi 🙏 apnader jonno o amader dil kade😢
@RepublicDuniya
@RepublicDuniya Год назад
​@@karapurboguraroadgournadi7541 আপনি কি বাংলাদেশি
@muradchy3755
@muradchy3755 11 месяцев назад
ekono apnari desh. jokon khushi tokon asben apnar dese.desh bibokti hoye amrao khushi noi.
@user-nj8cu9vr9i
@user-nj8cu9vr9i 9 месяцев назад
বাংলা ভাগ এর জন্য দায়ী আপনাদের পূর্ব পুরুষেরা ততা হিন্দুরাই।
@sukhenchatterjee1760
@sukhenchatterjee1760 Год назад
যে বাড়িতে বসে খাওয়া দাওয়া হলো সেটা আমাদের মামা বাড়ি ছিল। হাছন মিঞার তত্ত্বাবধানে ছিল। জায়গাটা দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশে কোনদিন যাইনি বটে, তবুও কেন জানিনা নাড়ির টান অনুভব করি। বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন।
@SikderDiamond
@SikderDiamond Год назад
চলে আসুন, সময় করে।
@TanzirRahman
@TanzirRahman 10 месяцев назад
চলে আসেন
@aminhoque9628
@aminhoque9628 10 месяцев назад
thanks
@swapan.arc1983
@swapan.arc1983 6 месяцев назад
একটু সময় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন।
@user-dv8ii8ed3n
@user-dv8ii8ed3n 5 месяцев назад
আমরা একই মাটির টান অবস‍্যই থাকবে চিরকাল
@mouchakraborty1597
@mouchakraborty1597 Год назад
Sir আমার পূর্ব পুরুষ ও রুদ্রকর গ্রাম e ছিলেন।নীলমণি চক্রবর্তী র আমরা বংশধর।আমি এই বছরেই ঘুরে এসেছি।একটা বহু পুরনো গড় আছে,যেটা ওনারা বানিয়েছিলেন।আমাদের বাড়িতে বাবুর বাড়ি বলেই সবাই জানেন।এখন তাই বলেন সবাই। রূদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয় টি আমার পূর্বপুরুষের নামেই আছে।আমরা যখন গেলাম ওই মানুষ জন এইভাবেই যত্ন করে সব দেখিয়ে ছিলেন।আপনাদের ভিডিও দেখে এত ভালো লাগলো যে না লিখে পারলাম না।জানি না,আপনাদের সঙ্গেও আমাদের কোনো আত্মীয়তা আছে কি না।আমার দাদীর নাম ইন্দু ভূষণ চক্রবর্তী,বাবার নাম মন্মথ ভূষণ, আর জেঠু ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীরু ভূষণ চক্রবর্তী।উনি আন্দামান সেলুলার জেল এ বন্দী ছিলেন।অনেক কথা লিখলাম।কিছু মনে করবেন না।ভালো থাকবেন।🙏
@debaratineogi4912
@debaratineogi4912 Год назад
আমিও এই বংশের সন্তান।আমার দাদুর নাম নরেন্দ্র চক্রবর্তী
@ArunavaSanyaliiest
@ArunavaSanyaliiest Год назад
রুদ্রকরের চক্রবর্তী জমিদাররা শুনেছি রাজশাহী থেকে আমার পূর্বপুরুষদের অধ্যাপনা করার জন্য রুদ্রকর গ্রামে এনেছিলেন। রুদ্রকর হোগলা গ্রামে আমার পূর্বপুরুষের অন্তত ৪/৫ প্রজন্মের বাস ছিল। তারা মূলত টোলে পড়াতেন এবং জমিদারের নায়েব হিসেবে নিযুক্ত ছিলেন বলে শুনেছি। পরবর্তীকালে দেশভাগ হলে ঠাকুরদা সহ তার দুই ভাই কলকাতায় চলে আসেন।
@biplobbabo5623
@biplobbabo5623 11 месяцев назад
কি কারণে পালালো? যারা এতো আদর যত্ন করে সব দেখিয়েছিলো, তারাই দেখেন কারিগর।
@dipankarchaudhury1868
@dipankarchaudhury1868 10 месяцев назад
Purbo purusara kao amni chola jaini, tarano hoyachilo, soja hishab hindu biddas.
@yeasinahmed-6012
@yeasinahmed-6012 9 месяцев назад
​@@biplobbabo5623৪৭ এ দেশ ভাগের সময় অনেক হিন্দুরা ভারত চলে গেছে। আবার ভারত থেকে অনেক মুসলিম এখানে এসেছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না।
@fahrukhakash1323
@fahrukhakash1323 Год назад
উপমহাদেশ তথা ভারত পাকিস্তান বাংলাদেশ শুধু ভাঙ্গে নাই ভেঙ্গেছে অনেক মানুষের স্বপ্ন সংসার, জীবন, আহা কি দারুন হতো যদি সবাই মিলে মিশে এক সাথে থাকতে পারতাম। তাহলে আমরাই হতাম পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি।
@khaledkhan4099
@khaledkhan4099 Год назад
কাশ্মীরের মত বেঁচে থাকতেন। এটা যদি ভাল হয়, তাহলে ভাল।
@abcde1646
@abcde1646 Год назад
এই সব বলবেন না ভাই । কাফিরদের তাড়ানো ভুল হয়েছে বললে আপনার নামে ফাতওয়া বেরিয়ে যেতে পারে। একসঙ্গে মিলে মিশে থাকতে গেলে, সব ধর্মের আরাধ্য দেব দেবীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার । সেটা তো সম্ভব নয় এক সম্প্রদায়ের।
@imtiazonpoint4581
@imtiazonpoint4581 Год назад
পাগলের প্রলাপ
@eoiffoe1980
@eoiffoe1980 Год назад
​@@imtiazonpoint4581 Tui ki dhoroner pagole dhrmiya unmadanar pagol.
@GARMENTDESIGEN
@GARMENTDESIGEN Год назад
একদম ঠিক
@aminhoque9628
@aminhoque9628 10 месяцев назад
আমি কাউকে চিনি না। আমার বাড়ি চট্টগ্রামে । খুব মনোযোগ সহকারে দেখলাম অনেক দিন মনে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাতৃভূমি যে কি মধুর মায়া ময় তা অনুভব করা যায় সম্পুর্ণ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
@MstHalima-dy5vb
@MstHalima-dy5vb 3 месяца назад
এই ভিডিও ইন্ডিয়ান স্থায়ী লোকদের দেখা উচিত যারা বিশ্বাস করেনা যে যারা দেশ ছেড়েছে বাংলাদেশে সত্যি তাদের রুপ কথার মত বাড়ি পুকুরছিলো ❤😢
@politicandculture1495
@politicandculture1495 Год назад
কলকাতার অদিকাংশ সফল মানুষ গুলোর শিকড় আমাদের চাঁদপুরে
@Himel273
@Himel273 Год назад
নিজের পৈত্রিক ভিটায় পা রাখাটা কত'যে মধুর তা ভাষায় প্রকাশ করার মতো নয়,৭৭ বছরের পুরনো স্মৃতি সত্যিই অসাধারণ।
@shahabtshahab
@shahabtshahab Год назад
চোখের পানি দরে রাখতে পারিনাই কত কুটি টাকার সম্প ফেলে চলে গেছে কত ভালো লোক মানুষ মানুষের জন্য ধন্যবাদ
@bharatichatterjee6173
@bharatichatterjee6173 Год назад
koti takar sampotti kina janina tobe nijeder hriday ta fele asechilo ar taito ato bachar par hoya jaoar poreo dekhar ki tibro basona
@dipalihalder1392
@dipalihalder1392 Год назад
সম্পদের থেকে প্রাণের মায়া বড়ো তাই সব কিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছে। পিতৃভূমির টান যে কি সেটা আমরাও জানি।সবাই একসাথে থাকলে ওই দেশ টা সোনার দেশ হতো।
@mujibrahman530
@mujibrahman530 Год назад
​@@dipalihalder1392 bhai akhno buje na ora
@truthisbitter7086
@truthisbitter7086 6 месяцев назад
হিন্দুরা এই দেশ ছেড়ে গেছে।আর মুসলিমরা ওই দেশ।হিন্দু মুসলিম সকলে স্মৃতি জড়ানো ভিটেমাটি ছেড়েছে প্রাণ বাঁচানোর জন্য।
@MdShamim-fi7ti
@MdShamim-fi7ti Год назад
এই রকম অনেক মুসলিম ও ভারত থেকে বাংলাদেশে আসছে সেই সময় যেমন নায়ক রাজ রাজ্জাক
@akterebneamin9972
@akterebneamin9972 4 месяца назад
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রি ,বেগম খালেদা জিয়ার জন্মোস্থান ভারতে । সাবেক প্রেসিডেন্ট এরশাদের জন্মোস্তান ভারতে ।
@parimalpal9423
@parimalpal9423 Год назад
স্মৃতি জাগরনের দৃশ্য। আমার বাবা পূর্বপাকিস্তান ছেড়েছিলেন ১৯৪২ সালে । নোয়াখালীর দৌলতপুর । বৈরাগী বাড়ী । কখনোও কি সৌভাগ্য সাথ দেবে পূর্বপুরুষের ভিটের পরশ পাবার ? আমার অস্তাচল যে আসন্ন !
@Rattttatta
@Rattttatta Год назад
দয়া করেন একবার এসে ঘুরে যান। আমাদের দেশের মানুষ আপনাকে কখনো ধর্মের ভিত্তিতে দুরব্যবহার করবে না। সেখানে আপনার পরিচয় হবে আপনার গ্রামের। তারা আপনাকে নিজ গ্রামবাসী হিসেবে গ্রহণ করে খুশি হবে
@arifulripon8149
@arifulripon8149 Год назад
আপনার বর্তমান নিবাস কি বেহালা?
@md.salimhossen303
@md.salimhossen303 Год назад
যেখানেই যান জন্মভূমির মানুষ সবচেয়ে আপন করে বুকে টেনে নেয় সবসময় ।
@parimalpal9423
@parimalpal9423 Год назад
@@arifulripon8149 হ্যাঁ গো কাকু, ঠিক ধরেছ ।
@Visible-k1c
@Visible-k1c Год назад
1942 এ তো পাকিস্তান নামে কোন দেশ ছিলনা!!
@pampakundu1305
@pampakundu1305 Год назад
নারীর টান , আত্মপরিচয় সন্ধানের চেষ্টা। খুউব ভালো লাগলো - মনে হোলো নিজেকেই খুঁজে পেলাম। কি পেলাম কি হারালাম নাইবা হিসাব করলাম ।হয়তো কাউকেই চিনি না জানি না - তবুও সবই কেমন আপন । আবেগ স্মৃতিই সম্বল। উপস্থাপককেও ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। 🌹 🙏
@bimalchatterjee4051
@bimalchatterjee4051 Год назад
নারীরা টান😅😅😅😅😅😅😅 নাড়ীর টান হবে। আপনি তো আসল মানেটাই গুলিয়ে দিচ্ছেন।
@narendranathghosh174
@narendranathghosh174 9 месяцев назад
নারীর টান😊😊😊😊😊😊😊😊😊
@abumosharouf
@abumosharouf Год назад
ওহ মনটা ভরে গেল। আমাদের দেশের মানুষ গুলো দেশ বিভাগের জন্য কত স্বপ্ন, কত ইতিহাস কত সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, সোনার দেশের সোনার মানুষ গুলোকে আমরা হারিয়ে ফেলেছি যাহা খুবই কষ্টের ব্যাপার, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ড. সাহেব ও ড. সাহেবের পরিবারের সম্মানিত সকল সদস্যদের জন্য ❤❤❤❤🇧🇩
@maqsudalhabib3578
@maqsudalhabib3578 6 месяцев назад
আমার দাদুর বাড়ী ছিল ২৪ পরগুনার হাবড়া থানার কলিঙ্গা গ্রামে, আমার মনটা চায় বাবা দাদুর ভিটা দেখতে আল্লাহ চাইলে অচিরেই যাবো ইনশাআল্লাহ
@user-lb1ih5ws2h
@user-lb1ih5ws2h 2 месяца назад
Kaipukur
@begumhasina9651
@begumhasina9651 Год назад
এই ধরনের ঘটনাগুলো দেখলে সত্যিই মনটা আবেগ আপ্লুত হয়ে যায়।ভাল থাকুন ডাঃ অরূপ চক্রবর্তীর পরিবারের সদস্যরা।
@NazimKhan-yz9lv
@NazimKhan-yz9lv Год назад
ডাক্তার সাহেব এতো বছর পারে ডাক্তার সাহেব আসছেন আমাদের শরীয়তপুর অসংখ্য ধন্যবাদ
@salahuddinjhony3886
@salahuddinjhony3886 7 месяцев назад
ভাল থাকুক এই মাটির সন্তানরা যেখানেই থাকুন ভাল থাকুন।
@AbdulLatif-nm8bq
@AbdulLatif-nm8bq Год назад
অসাধারণ এবং আবেগঘন অনুভূতি।শিকড়ের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসা এই মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা অবিরত ❤❤ সব পাখি নীড়ে ফিরতে চাই, কেউ পারে, আর কেউ পারেনা।। সুস্বাগতম পূর্বপুরুষদের জন্মভিটায়।।
@subratabiswas264
@subratabiswas264 Год назад
আহ কত আবেগ, কত স্মৃতি। জন্মস্থান কখনো ভুলার নয়।
@eoiffoe1980
@eoiffoe1980 Год назад
Eto emotional hoben na muslimder kache mulyaheen. Muslim ra age dhormiya parichoitai boro bakira mulyaheen.
@nurulislam-sc2lt
@nurulislam-sc2lt Год назад
ভিতর থেকে একটা নাড়ির টান থাকে
@manutatmegagine2314
@manutatmegagine2314 Год назад
পূর্বজদের মাটি খুবই পবিত্র।সোনার চেয়েও দামি।
@khalilurrahman6992
@khalilurrahman6992 5 месяцев назад
খুব ভাল লাগলো, ভারত থেকে এসে পৈত্রিক সম্পত্তি, বাড়ীঘর খুঁজে পেয়ে আপনারা যতটুকু আনন্দ পেলেন, আমরা দর্শকরাও আনন্দ পেলাম। আমার কাছে বিশেষ ভাল লাগলো এই রুদ্রকর মৌজার জরিপ কাজে আমি সরকারী কর্মচারী হিসাবে অংশগ্রহন করেছিলাম ১৯৮৮ সালে। ধন্যবাদ আপনাদের সকলকে।
@subirbrahma5537
@subirbrahma5537 3 месяца назад
আমার দাদুর বাড়িও ছিল বরিশালের কয়রাপুর গ্রামে, দাদুর মুখে শুনেছি ! পৃথিবীর অনেক দেশেই ঘুরেছি but পূর্ব পুরুষদের দেশটাই বাকি থেকে গেল
@himuahamed20
@himuahamed20 10 месяцев назад
আপনার আপনার ভিডিওটা দেখে কি পরিমান মুগ্ধ হলাম যা ভাষায় প্রকাশ করার মতো না সেলুট জানাই উনাদের পূর্বপুরুষদের যারা এ দেশে জন্মগ্রহণ করেছিলেন আশা করি আবার আসবেন ❤❤
@susantamaji8041
@susantamaji8041 Год назад
পুরানোকে ফিরে দেখার আনন্দই আলাদা। খুব ভালো লাগলো।সব যে স্মৃতি হয়ে রয়ে যায়! ভারত, পশ্চিমবঙ্গ থেকে।
@azamkhan5035
@azamkhan5035 Год назад
অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আরো বেশি ভালো লেগেছ আপনার অনবদ্য উপাস্হপনা,আমি এর আগে "সিমান্ত রেখা" নামে একটা ডকুমেন্টারী দেখে নিজেকে সামলাতে পারি নাই, আজ আবারও আবেগী হলাম, এই দেশ ভাগে আমাদের বাংলা ভাসা কে বিভক্ত করেছে, আমি একজন প্রবসী ইউকে থাকি মাঝে মধ্যে দেশে যাই দেশের মানুষের দেখা করি, নাগেলে খুব খারাপ লাগে, আর যারা নিজের বাড়ি জমি জমা ফলে গিয়েছে তাদের যে কেমন লাগে তা ডাক্তার সাহেবের বাবা কে দেখেলেই বোঝা যাচ্ছে, আমার অন্তরস্হল থেকে ডাক্তার সাহেব কে ছালাম রইল, ওনি কিভাবে বাবা কে তার জন্ম স্হান দেখালেন এ এক অভুতোপূর্ব দৃশ্য সারা জীবন মনে থাকবে, আপনাদের সকল এ-র প্রতি শ্রদ্ধাশীল ভালো বাসা রইল ধন্যবাদ।
@umarudra
@umarudra 10 месяцев назад
বড় ইচ্ছে হয় যদি আমরা একটাই বাঙ্গালী জাতি থাকতাম তবে আর কাউকেই দরকার হতোনা। বড্ড শান্তি পেতো আমার পূর্ব পুরুষ রা।
@eoiffoe1980
@eoiffoe1980 7 месяцев назад
Hindu Muslim can never be Brothers or friends. Don't make any comments from emotions Speak only from brain judgment from the History itself. Lastly Oil and water can never be soluable under any circustances!
@subirbrahma5537
@subirbrahma5537 3 месяца назад
সেটা সম্ভব নয়, ওঁরা নিজেদের বাঙালি থেকে আরব ভাবেন বেশি, আমাদের (দাদু দের) দেশের বাড়িও বরিশালের কয়রাপুরে ছিলো......
@akterebneamin9972
@akterebneamin9972 6 месяцев назад
আমার দাদার বাড়ি ছিল রানাঘাট রেল ষ্টেশনের পাশ্ববর্তী রামেশ্বরপুর গ্রামে,যেতে খুব ইচ্ছে করে।
@sumanmondal3799
@sumanmondal3799 4 месяца назад
আমাদের বাড়ি থেকে ৫ কিমি দুরে রানাঘাট
@tanmaymehedi3048
@tanmaymehedi3048 4 месяца назад
বসিরহাট?
@Rahul-je9ir
@Rahul-je9ir Год назад
আমার বাবার জন্ম ভূমি ছিল নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার কোনো এক গ্ৰামে। ১৯৪৬ সালের দাঙ্গার সময় বাবা ভিটেমাটি ছেড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়।
@ChefRahulKitchen.
@ChefRahulKitchen. Год назад
😢
@nooronkolisvlogusa361
@nooronkolisvlogusa361 10 месяцев назад
Amar vai Lokhipur thake poribar niye
@mahburrahman6537
@mahburrahman6537 Год назад
আমরা যতোই আধুনিক আর যত দুরেই যাইনা কেন পুরানো শিকড় তার কাছে ফিরিয়ে আনবেই...
@tajalkhan6494
@tajalkhan6494 Год назад
পুরানো সৃতি পাতায় লেখা গুলো সৃতি দেখলে চোখের পানি রাখা দায়, মানুষ চলে যায় তাদের সৃতি থেকে যায়,
@singerguitaristmunna
@singerguitaristmunna Год назад
Oshombhob shundor Kotha
@kamaluddinshaheen2819
@kamaluddinshaheen2819 11 месяцев назад
কঠিন এক বাস্তবতা। এই নষ্টালজিয়া বড় কষ্টের। ভালো লাগলো।
@sampakhanom3554
@sampakhanom3554 Год назад
অনেক ভালো মানুষ ছিলেন তার সবার মুখে তাতের সুনাম এর চেয়ে বড় অার কী।
@orpon22
@orpon22 Год назад
"রুদ্রকর" কি সুন্দর নাম।
@md.masudurrahman6570
@md.masudurrahman6570 Год назад
অনেক অনেক ভালোবাসা মমত্ববোধ এবং একে অপরের প্রতি হৃদয় জুড়ানো ভালোবাসা যা দেখে হৃদয়টা ভরে গেছে ভিডিওর প্রতিটি সেকেন্ড অনুভব করেছি হৃদয় দিয়ে ❤❤❤❤
@md.masudurrahman6570
@md.masudurrahman6570 Год назад
পুরা ভিডিও তে যিনি তার কণ্ঠে পরিচয় করিয়াছেন খুবই মধুর তার কন্ঠ ধন্যবাদ🎉🎉
@isprbd24
@isprbd24 11 месяцев назад
আমরা সকল মানুষ আদম ও হাওয়া থেকে এসেছি, সবার রক্ত এক, এবং সবাই সবার আত্বীয়। শুধু ধর্মের কারনে প্রিয়ো দেশ ভাগ হলো ও প্রিয়ো মানুষগুলো দুরে চলে গেলো। ভিডিওটা যতোবার দেখেছি ততোবার অশ্রু শিক্ত হয়েছি।
@asadulhaque1893
@asadulhaque1893 Год назад
একেই বলে নাড়ীর টান তার পর একই বাংগালি । আগের দিনে হিন্দু মুসলিম এর মিলন ছিল মধুর তার নমুনা দেখুন । এ দিরসো দেখে চোখে পানি এসে গেল সুদুর আমেরিকায় বসে । ধন্যবাদ দাদা আমি খুলনার এক বাংগাল ।
@sandipandasgupta7599
@sandipandasgupta7599 11 месяцев назад
আমাদের আদি বাড়ী খুলনা ডিভিশন এর বাগেরহাট জেলার কচুয়া উপজেলা মঘীয়া ইউনিয়ন। আপনি খুলনার মানুষ জেনে খুশি হলাম।
@rafiqulislam3429
@rafiqulislam3429 8 месяцев назад
ভিডিও টা পুরোপুরি দেখলাম বিশেষ করে সারকে দেখে ওনার আবেগ দেখে , আমি ও সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া সৃতী গুলো একের পর এক চৌখের সামনে ভেসে উঠল । সত্যি অসাধারণ একটি দৃশ্য
@Abdullahilazim
@Abdullahilazim 11 месяцев назад
দারুণ লাগলো, সবাই ফিরে পাক তাদের আপণ ঠিকানা, ফিরে যাক অতীতে, ভালবাসুক তার নিজ মাতৃভূমিকে...
@craftwithaursha4126
@craftwithaursha4126 6 месяцев назад
এই সেতু বন্ধনে আমি যারপর নাই আবেগ আপ্লুত। আমাদের হ্রীদয়ের দিক থেকে হিন্দু মুসলিমের বন্ধন এমনই।
@nasrinakhter7664
@nasrinakhter7664 Год назад
❤❤❤❤ শিকড়ের সন্ধানে। অনেক ভালো লাগলো। সারাদিন শেষে সবাই চায় শিকড়ের সন্ধান।
@debarshisarkar9115
@debarshisarkar9115 Год назад
যারা ভিটা ছেড়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না এই অনুভূতি।
@fmhira5588
@fmhira5588 Год назад
অনবদ্য, জানিনা কেন দেখতে দেখতে চোখে জল চলে এলো। মনে হচ্ছিল আমি ও যদি থাকতে পারতাম এই সফরে!!!
@MdFarhadHossain-tg2fy
@MdFarhadHossain-tg2fy 9 месяцев назад
চলুন সকলে আন্দোলনে নেমে বাংলাকে এক প্লাটফর্মে সাজিয়ে তুলি।।।।
@uttamghosh8327
@uttamghosh8327 5 месяцев назад
আমরা কাঙ্লু হতে চাই না। ড: শ্যামাপ্রসাদ মুখার্জি কে শত কোটি প্রণাম। উনি আমাদের ভারত বাসী করেছেন। मेरा भारत महान ।
@belalferdous5496
@belalferdous5496 Год назад
আপনাকে বাংলাদেশে আসার জন্য অভিনন্দন।
@MonirKhan-br9gu
@MonirKhan-br9gu Год назад
আপনারা যদি এ দেশ ছেড়ে না যেতেন তাহলে এ দেশের মানুষ হয়তো আরও অনেক কিছু পেতো।
@biplobbabo5623
@biplobbabo5623 Год назад
কিভাবে থাকবে। সেটা তো দেখেন মাঝে মাঝে।
@mjron1269
@mjron1269 10 месяцев назад
কি পেতো ?
@kaysarmahmud39
@kaysarmahmud39 6 месяцев назад
ভুল কথা
@subirbrahma5537
@subirbrahma5537 3 месяца назад
আপনাদের মতো লোকেরা ছিল বলেই ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, ধর্মান্ধ মৌলবাদী ​@@kaysarmahmud39
@shaikhmohammadrobiul
@shaikhmohammadrobiul 3 месяца назад
@@biplobbabo5623সব খানে সমস্যা আছে কম বেশি দাদা
@BimalMondal-jl5dc
@BimalMondal-jl5dc 5 месяцев назад
আমি ভারত থেকে বলছি। আমার মামা বাড়ী ছিল রুদ্রকরের কাছে চর সোনামুখী (হোগলার চর) গ্রামে। শৈশবে আমি ওখানে অনেক যাওয়া আসা করতাম। আমার অনেক স্মৃতি বিজড়িত গ্রাম। বড়ো দীঘি আর দীঘির পারে বহু উঁচু একটি হিন্দু মঠ আজও আমার চোখের সামনে ভেসে ওঠে।
@nirmalmitra1364
@nirmalmitra1364 Год назад
মানুষ মানুষের জন্যে - জীবন জীবনের জন্যে- ----- ---- -- কিন্তু - - - - - - কি আর বলবো । আবেগ ধরে রাখা খুবই কঠিন--
@r.s2308
@r.s2308 10 месяцев назад
চোখ জল ধরে রাখতে পারিনি আমি এই video দেখে i miss u Bangladesh
@bijeetaseedsbd5353
@bijeetaseedsbd5353 Год назад
আমার চোখে পানি চলে এসেছি , অনেক ভালো লাগলো
@politicandculture1495
@politicandculture1495 Год назад
চোখের পানি এসে যায় , যখন 😊লোক গুলো এতদিন পর ও নিজের শিকড় ভুলে নাই
@mdmahatab7588
@mdmahatab7588 Год назад
সত্যি অপূর্ব,, অতীত কত সুন্দর ছিল।
@ForidulIslam-yz3yl
@ForidulIslam-yz3yl 7 месяцев назад
from assam ❤❤❤❤❤❤ Dr saheber bongsho khub marcent person ,& very meek gentle man,
@HafizulKabir-hh8qb
@HafizulKabir-hh8qb 9 месяцев назад
আমাদের পুরনো বন্ধু স্বজনরা এখন পর হয়ে গেছে। সেই পুরনো দিন গুলো একটু খুঁজে পাওয়ার চেষ্টা । খুব ভাল লাগলো।
@drkgkibria826
@drkgkibria826 Месяц назад
আমার দাদা দাদির পুর্বভিটা ভারতের আসাম প্রদেশে ফেলেএসেছে ।আমার দুই জন ফুপু এখোনো ভারতে রয়েগেছে ।৪৭ এর দেশ বিভাজন অনেক কষ্টের ।
@yasinmolla4636
@yasinmolla4636 Год назад
অনেক ভালো লাগলো মা মাটি দেশ। ধন্যবাদ স্যার নিজের শিকর খোঁজে আসার জন্য।
@waheedislam3539
@waheedislam3539 Год назад
অসম্ভব ভালো লেগেছে ভিডিওটি
@niharbasu6004
@niharbasu6004 Год назад
পুরোন স্মৃতি মনে পড়লেই মনটা কেমন যেন উদাস হয়ে যায়। স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে সুখ দু'খ হাসি কান্না ভরা সেই দিনগুলো। ফিরে যেতে ইচ্ছে হয় আগামী দিনগুলোতে। দিন চলে যায় আর মনে হয় কত সুখেরই ছিল সেই মায়াবী দিনগুলো। স্মৃতি সততই সুখের।
@skfaruk2831
@skfaruk2831 Год назад
পুরোনো স্মৃতি বিজড়িত দঋশ্যপট গুলি তখন দেখি তখন আমার মন হ্রইদয় ভারাক্রান্ত হয়ে যায় মনের অজান্তেই চোখে পানি চলে আসে ঝাপসা হয়ে আসে সব কিছু উলট পালট হয়ে যায়,কেন এমন হলো?
@tufayalhossain1413
@tufayalhossain1413 2 месяца назад
তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভিটামাটি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে অনেকে।আবার ভারত থেকেও চিরদিনের মত পূর্বপুরুষের ভিটেমাটি অনেককে ছাড়তে হয়েছে।
@ratankumardas7178
@ratankumardas7178 Год назад
জন্মভূমির স্মৃতি ভুলা যায় না ।অশ্রু গড়িয়ে জল পড়ে ।
@akhterrokeya8572
@akhterrokeya8572 11 месяцев назад
ঐ সব অসহায় মানুষগুলো বাড়িতে বসবাস কৱছে বলে এখনো বাড়িগুলো ঠিক আছে। উনাৱা যাৱা আছে তাৱা ভালো মানুষ। ভোগ দখল কৱে বিক্ৰি কৱে নি বা অকৃতজ্ঞ নয়। খুব ভালো মানুষ ঐ সাধাৰণ মানুষগুলো। উনাদেৱ প্ৰতি যেন মানবিক দৃষ্টি থাকে। দীৰ্ঘ বছৱ এই সম্পদেৱ যত্ন সহকাৱে দেখভাল কৱছেন অসহায় ভুমিহীন মানুষেৱা। যে সম্পদেৱ খবৰ ভূমিৱ মালিক কখনোই ৱাখে নি। অথচ তাৱ সম্পদেৱ এতটুকু নষ্ট কৱে নি এই নিৱিহ মানুষগুলো।
@latifbepary8738
@latifbepary8738 Год назад
মোহমুগ্ধ হয়ে দেখলাম ।নিজের মাটি অথচ রাজনৈতিক ও ধর্মীয় কারনে কতো দুরে চলে গিয়েছে ।আমরা সবাই মানুষ ।
@tarasankarpatra6551
@tarasankarpatra6551 9 месяцев назад
অসামান্য পরিক্রমণ। সমগ্র পরিবেশনাটি দুইবার দেখলাম ও শুনলাম। গ্রন্থনা অতুলনীয়। গত পরশু দেখার পর থেকে মন যেন রুদ্রকরেই পড়ে রয়েছে। জাহীদুর রেজা নূরকে জানাই শুভেচ্ছা।
@rarbhum979
@rarbhum979 Год назад
আহা কোনদিন যদি যেতে পারতাম নিজের ভিটে তে কিন্তু ভয় হয়, আর যদি ছেড়ে না আসতে পারি😢
@ponditnanu7889
@ponditnanu7889 Год назад
No problem,
@ponditnanu7889
@ponditnanu7889 Год назад
আপনি আসতে পারেন
@bojoykantidasrabindralalda9081
দেশের মাটি যে কত শান্তি সেটা যারা দেশ ছেড়ে বিদেশে আছে শুধু তারাই জানে নিজের দেশ শুধু নিজের ই হয়
@abdurrazzak223
@abdurrazzak223 5 месяцев назад
এই ধরনের মিলনে আমার যে কতো ভালো লাগে, তা আমি, ভাষায় প্রোকাশ করতে পারবো না, ইতিহাস খুবেই সুন্দর, আবার অনেক কঠিন। তবে আমার বাড়ি মাদারীপুর ছিলার চর ইউনিয়ন। তাই আমার অনেক ভালো লাগলো।
@banglarsaddam3382
@banglarsaddam3382 6 месяцев назад
স্মৃতি মানুষকে কাঁদায় আমিও কেঁদেছি।
@firozalmamun5639
@firozalmamun5639 Год назад
মানুষের প্রতি মানুষের কত ভালোবাসা
@dipnehasamanta8790
@dipnehasamanta8790 Год назад
বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ।
@user-sm5bb7dt8o
@user-sm5bb7dt8o 7 месяцев назад
কতযে হৃদয়বিদারক,কতযে মর্মস্পর্স কাতর।সব ছেড়ে চলে যেতে হয়েছে। যতসব বিভক্তি বৈষম্য সবের মূলে ধর্ম আর রাজনীতি।
@palashdas8986
@palashdas8986 Год назад
অন্যরকম একটা অনুভূতি কাজ করল কোথায় যেন হারিয়ে গেলাম
@politicandculture1495
@politicandculture1495 Год назад
নিশি চক্রবর্তীর ওটেল সম্পত্তি ছিল চাঁদপুরে ,এখন ও ওনার নামে একটা এরিয়া আছে যেটা নিশি বিল্ডিং নামে পরিচিত
@user-ch6fm4bh6r
@user-ch6fm4bh6r 6 месяцев назад
অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে❤️❤️❤️🌹🌹🌹
@kawsharjewel6883
@kawsharjewel6883 Год назад
ভাল লাগার মত একটি ভিডিও।
@user-cs1qi3fk6n
@user-cs1qi3fk6n Год назад
আমার খুবই ভালো লাগে যে আমার মত‌ই‌কিছুমানুষচৌ্দ্দপুরুষেরভিটেদেখারজন্ন‌ওবাঙলায়যায়।এটাই সত্যি কারের মানুষের পরিচয় এবং আবেগ।
@ashokroy5184
@ashokroy5184 Год назад
লালন ফোরিরের গান মনে পোরে গেল"কোথায় নিয়া রাখবে আল্লাহ" জেখানে আল্লাহ নিয়ে রাখবে,সেখানেই থাক তে হবে।লালন ফেরিরের গান মনে পোরে গেল"কোথায় নিয়া রাখবে আল্লাহ" জেখানে আল্লাহ নিয়ে রাখবে,সেখানেই থাক তে হবে।কিন্তু জনম ভূমির আকর্ষন যায় না।
@abdulmanna9279
@abdulmanna9279 Год назад
অসম্ভব ভাল লাগলো।
@nahidruna8476
@nahidruna8476 11 месяцев назад
মনটা ভরে গেল গ্রাম দেখে
@Mojiruddin-ld4zk
@Mojiruddin-ld4zk Год назад
নারি পুতা ধন দেখে কাদে মন, ধন্যবাদ
@gazia.s.rashid417
@gazia.s.rashid417 Год назад
আমার গায়ে রেখে যাওয়া অনেক জমিজমা, বাপ দাদার ফেলে আসা মূহুর্ত গুলো বিদেশে বসে সরন করছি
@user-fm6og3ux5k
@user-fm6og3ux5k 7 месяцев назад
কৃতজ্ঞ মানুষদের খুবই ভালোলাগে
@sitanathhalder8849
@sitanathhalder8849 7 месяцев назад
আমার খুব ইচ্ছা বাংলাদেশ যাবার। আমার ঠাকুর্দা ভবভূষন হালদার, বাড়ি ছিল কালিগঞ্জে। বাসাবাড়ি ও ব্যবসাপত্তর/দোকান ছিল ঝিনাইদহ বাসস্ট্যান্ডের কাছে। বাবার মুখেই শুনেছি বড় দোকান, সেখানে লোহলক্কর, মুদি-সামগ্রী, হাঁড়িকুড়ি সব পাওয়া যেত। বড় সাধ জাগে একবার ঘুরে আসি বাপ-ঠাকুর্দার ভিটেমাটিতে। আপনাদের ধন্যবাদ, যেন আমার পূর্ব পুরুষের ঘরবাড়ি ঘুরে এলাম।
@md.mahiin5049
@md.mahiin5049 6 месяцев назад
সব সময় বাংলাদেশ আসার জন্য স্বাগতম
@anisrahman5059
@anisrahman5059 10 месяцев назад
খুবই চমৎকার ভিডিও, অতীত পরিচয় খুঁজে ফেরা ড. অরূপ চক্রবতী | আমার পূর্বরপুরুষও মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে এসেছিলো হয়তো ১৫০ / ১৬০ বছর আগে! আমারও দেখতে মন চায় পূর্ব পুরুষদের সেই ঠিকানা,
@imtiazkaziDr
@imtiazkaziDr Год назад
ঈল মাছের মত মানুষও নিজের উৎপত্তি স্থলে প্রজন্মের পর প্রজন্ম ফিরে আসতে চায় । ঈল ফিরে আসবেই । ডাক্তার অরূপ এসেছে রুদ্রকর গ্রামে এক অদৃশ্য ( প্রাকৃতিক ) শক্তির টানে ।
@mdsaifulbindeluar4920
@mdsaifulbindeluar4920 7 месяцев назад
হুম একসময় উনার এই ভিডিউ দেখে উনার পরবর্তী প্রজন্মও আসবে পূর্বপুরুষদের ভিটা মাটি দেখার জন্য আহ কতই না স্মৃতি জড়িত।
@shoponnath4885
@shoponnath4885 Год назад
জয় হোক মানবতার
@parthabiswas8330
@parthabiswas8330 11 месяцев назад
😢😢জন্মভূমি 😢😢😢 সকল দেশের রানী আমার জন্মভূমি😢
@kamalsportsbd
@kamalsportsbd 6 месяцев назад
অনেক সময় নিয়েই অবলোকন করলাম। মনে হয় অতীত হাজির আমিও। কেউ কেউ অনেক ধরনের কমেন্ট করেছেন তাও পড়লাম। মনে হল যেন ( কেউ কেউ)তেনারা আমাদের অতীত দেখেন নাই,অতীত শুনেন নাই আর শুনতেও চান না। আসলে আমাদের অতীত ছিল অনেক দামী স্মৃতিময়। যা উদ্ঘাটিত হলেই তা হয় চমৎকার। আর ফেস বুকে কমেন্ট? - ওতে তো কোন অর্থব্যায় হয় না, যা মনে চায় তা লিখলেই হয়! কিন্তু লিখার পূর্বে ভাবা উচিত ছিল এটি আমাদের অতীতের কথা। আমাদের জীবনের গল্প!!! আমার কমেন্টের কোন উত্তর না দিলেও চলবে।ধন্যবাদ জাহিদ রেজা নুর( জাহিদ ভাই)। মুসা কামাল ঢাকা।।
@rafiqulislam3429
@rafiqulislam3429 8 месяцев назад
একেই বলে মাতৃর ও দেশের মায়া মমতা মাতৃর টান । সার আপনাকে সেলুট জানাই দেশের মায়া মমতা আপনাকে এ দেশে এনেছে
@HabibUllah-fi6ib
@HabibUllah-fi6ib 11 месяцев назад
খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে। যারা ইন্ডিয়া, পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশে আসবেন পূর্ব পুরুষদের ভিটেমাটি দেখতে সবাই এভাবে ভিডিও ব্লগে ছেড়ে দিবেন। যাতে করে আমরা সবাই বুঝতে পারি আপনারা একটা সময় আমাদের প্রতিবেশী আপনজন ছিলেন। ধন্যবাদ।
@truthisbitter7086
@truthisbitter7086 6 месяцев назад
সেখান থেকে আসা মুসলিমদেরও একবার গিয়ে দেখে আসা উচিত নিজের ভিটেমাটি। তাদেরও মনে পড়ে।
@user-of7ft3to3g
@user-of7ft3to3g 6 месяцев назад
শিকড়ের টানে চলে আশা মানুষদের প্রতি শ্রদ্ধা রহিলো।
@sonabandyopadhyay1318
@sonabandyopadhyay1318 Год назад
এ' এক চরম মধূর স্মৃতি ।
@mdshimon8627
@mdshimon8627 4 месяца назад
সম্পূর্ণ ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো মালিক ছাড়া প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি সাধারণ মানুষ ব্যবহার করতেছে
@mdshohelrana943
@mdshohelrana943 Год назад
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে রুদ্রকরের পাশে আমার বাড়ি, রুদ্রকর গ্রামটা বিখ্যাত হলো বাবুর মঠের জন্য, এবং গ্রামটা অনেক সুন্দর স্যারকে দেখে খুব ভালো লাগলো❤️❤️❤️ নাড়ির টানে অনেকদিন পর আবার ছুটে আসলেন খুব ভালো লাগলো, 🌹🌹🌹♥️
@ArunavaSanyaliiest
@ArunavaSanyaliiest Год назад
রুদ্রকরের সাথে হোগলা নামে কি কোনো গ্রাম ছিল?
@emdadfaruk8562
@emdadfaruk8562 10 месяцев назад
চমৎকার একটা ডকোমেন্টারী 💓
@moinuddin4321
@moinuddin4321 Год назад
মানুষ শিকড় কে ভুলে না।
@Skillfulasteriod
@Skillfulasteriod 9 месяцев назад
dadar proti valobsha o doa roilo aponader janna mon kade sobai jodi niz janma vumite thakten
@tapandey9410
@tapandey9410 10 месяцев назад
We are grateful to the creator. We have the same feelings to our left behind Motherland. We were from Faridpore. Few years back we had the same feelings for our left behind ancestral village with tearful eyes. Hospitality of Bangladesh could ever and never been compared to any other soil under this sky. And again found here also.
Далее
Бмв сгорела , это нормально?
01:01