ভাই আমি রোমানিয়া আসছি এখন আমি ইচ্ছা করলে স্পেন চলে যেতে পারবো আর কোন প্রবলেম হবে না তো ইমিগ্রেশন পুলিশ যদি আটকায় কোন প্রবলেম হবে না তো না আবার ডিপোর্ট করে দেশে পাঠায় দিবে যদি একটু বলতেন অনেক উপকার হত ভাই আমার ভিসার মেয়াদ আছে আমি মে মাসে ভিসা পাইছি ধন্যবাদ ভাই যদি একটু বলতেন উপকার হবে অনেক❤
সিজনাল ভিসায় বুলগেরিয়া যাবার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে করনীয় কি? আর বুলগেরিয়ার সিজনাল ভিসাটি যদি সেনজেন ভিসা হয় তাহলে কি ঐ ভিসা দিয়ে সেন্ট্রাল ইউরোপে যাওয়া যাবে নাকি সাথে টিআরসি লাগবে? জানাবেন প্লিজ।
আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি রোমানিয়াতে আছি টি, আর, সি এবং পাসপোর্ট আছে, কোম্পানি কে না জানিয়ে কি অন্য দেশে ট্রাভল করা যাবে সে ক্ষেত্রে ইমিগ্রেশনে কি কোন ঝামেলা হবে।
ভাই আমি বুলগেরিয়া গার্মেন্টস ভিসা যেতে চাই, এখন কি এজেন্সি মধ্যেমে ফাইল জমা দিলে কেমন হবে,,,,মোট কথা হচ্ছে, বুলগেরিয়া গার্মেন্টস রেসু কেমন, প্লিজ জানাবেন।
Assalamualaikum vaiya... Ami romania te achi,amar Romania TRC card ache..ami italy giye jodi kno kaj er contact pai tahole ki amr Romaniar TRC card ki italy sojonno card a convert korte parbo?? Kindly bolben plz 🙏
ভাইয়া আমি স্টুডেন্ট ভিসায় বুলগেরিয়া আসতে চাচ্ছি। তো আমার এজেন্সি আমাকে জানিয়েছে, আমি বুলগেরিয়া যাওয়ার পরে সেঞ্জামভুক্ত বাকি দেশগুলোতেই সহজে ই যাইতে পারবো আসলেই কি সত্যি?। আর ভাইয়া বুলগেরিয়াতে টিআরসি কার্ড পাইতে কতদিন সময় লাগে একটু জানাবেন।