আন্দোলনকারী সকল ভাই বোন দের জানাই হাজারো সালাম❤️❤️। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো রক্তপিপাসু হাসিনার হাত থেকে 🤬🤬।আর পুলিশ তোদের কে বলতাছি তোরা যদি মানুষের জন্মের হয়ে থাকিস, তাহলে আর আমার দেশের একটা ভাই বোনের বুকে গুলি চালাস না 🙏🙏 । দেশে থাকলে আমি ও তোমাদের সাথেই থাকতাম।🥹🥹।তবে আমি প্রতিজ্ঞা করতাছি যতদিন হাসিনা ক্ষমতায় থেকে না যাবে ততদিন এক টাকাও ব্যাংকে ছাড়বো না ইনশাআল্লাহ।।✊✊
Congratulation Jamuna Television. এই যাত্রায় আপনারা আমাদের পাশে থেকেছেন, সততা নিয়ে লড়েছেন, করাপ্টেড মিডিয়াগুলোর মধ্যে থেকেও অকপটে সত্য তুলে ধরে আপনারা আপামর শিক্ষার্থী জনতার মন জিতে নিয়েছেন। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। শুধু একটাই চাওয়া, আজীবন জনতার পাশে থাকুন, অন্যদের মতো 'হলুদ সাংবাদিকতা'র কড়ালগ্রাসে নিজেদের গ্রাস করবেন না ইনশা আল্লাহ। শুভকামনা।
হে রব! স্বৈরাচারের বন্দুকের একটা বুলেটও যেন আমার ছাত্র ভাইদের শরীরে না লাগে, সাধারণ পথচারীদের শরীরে না লাগে, কোন বাবা- মায়ের বুক যেন আর খালি না হয়! তাদের প্রতিটা বুলেট তাদের উপর, তাদের সন্তানদের উপর ফিরিয়ে দিন!