ভীষণ সত্যি বলেছেন । তবে বাংলার দিদি -মায়েরা ঐই ৫০০ টাকার ভিক্ষার দান ত্যাগ করতে হবে । আর ফ্রিতে পাওয়া ডিম ভাত খাওয়াটাও ছাড়তে হবে । এক হয়ে দলমত নিৰ্বিশেষে লড়তে হবে । তবেই সাফল্য আসবে ।
@@rajugoswami3663Ami probashi bangali!! Ei gondogol moole hocche Bengali voters. Baar Baar jodi TMC ke elect kora hoye tahole ke ki korte paare. Jodi ei lok sabha election e WB BJP ke vote korto toh party r confidence barto.
অন্ধভাবে মা মাটি মানুষকে ভোট দিয়ে গেছে। এত দুর্নীতি সামনে আনার পরও এত মানুষ support করে সেখানে কেন্দ্র কী করবে। আজকে মানুষ বুঝছে রাস্তায় নামছে এটাই দরকার ছিল।
bengal jodi bjp niye bapto tmc power asto na ar ai jodi asto justice hoito.kintu i have doubt kai punishment pabe na ai incidents .sanjay roy only get punishment .
বাংলা থেকে bjp উঠে যাবে তাহলে। এরা আসলে মানুষ কে ডিসেম্বর পর্যন্ত ঝুলিয়ে রাখবে। তারপর আরো 6 মাস। তারপর ভোটের সময় আসবে ও লাফালাফি করবে ও হারবে। এরা গদি নীতি করে, রাজনীতি করার সামর্থ নেই।এভাবে চললে, মানুষ বিজেপি বিরোধিতা শুরু করলো বলে। আর শুরু করলে গালি দিয়েই শুরু করবে।
Thik kotha. Era keu e jatha joto statesman noi. Sab kota dharos ( ladies finger jakae bolae). Dicission nebar khamata aar jai hole Mrs. Indira Gandhi er chilo.
জনগন এর কন্ঠ বিরাট অস্ত্র plzzz কোনা থেকে কোনা বাংলার সমস্ত জায়গা থেকে সবাই ২৬তারিখেই কোলকাতায় পৌঁছে গিয়ে ২৭তারিখে সকালেই নবান্ন অভিযান হবে না হলে মমতা কোলকাতা ঢোকার সব রাস্তা বন্ধ করে দেবে
দাদা,ভোটের দ্বারা শাসককে যদি তাড়াতে চায় তাহলে স্বপ্ন দেখাই ভুল আর এই যে আন্দোলন চলছে এতেই শাসক পালাতে বাদ্ধ্য হবে তার মধ্যে যদি ৩৫৫,৩৫৬ জারি করা হয় আমার মনে হয় এই আন্দোলনে প্রভাভ পরতে পারে আর আন্দোলনের খতি হতে পারে৷
Modi Didi setting is clear to all of us. Common people will decide the future of West Bengal. Let's not the flame of revolution falter; we can win this battle and we will win this battle against tyranny.
সত্যি তাই। আসলে বাংলার মানুষকে এত দুর্নীতি দেখানোর পরও যে তারা এত গভীর ঘুমিয়ে থাকতে পারে সেটা কেন্দ্র ভাবতে পারে নি। আজ মা মাটি মানুষের আসল রূপ বুঝতে পেরেছে এটা দেখে তারাও শান্তি পাচ্ছে।
একটা মেয়ে এ ভাবে মারা গেলো আর এটা নিয়ে রাজনীতি করা উচিত না। যারা দোষী তাদের অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর কতো দিন অপেক্ষা করবে। এক মা বাবার কোল খালি হয়ে গেলো, এটা মেনে নেওয়া যায় না।
বাংলার সাধারণ মানুষের একটাই দাবি আমাদের বোনের প্রতি ,আমাদের মেয়ের যে অন্যায় কাজ হয়েছে তার সঠিক বিচার। আর পুনরায় যেনো এই নির্মম ভাবে অত্যাচার করে আর কোনো মা, বোনের প্রাণ কেড়ে নেওয়া না হয়।
এই আলোচনাটা চাইছিলাম। কমেন্ট বক্সে বলেছিলাম, আমি একজন অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু বাংলায় এই সব চলেছে দেখে সহ্য হচ্ছিল না... খুবই গুরুত্বপূর্ণ আলোচনা.. অনেক ধন্যবাদ আপনাকে