আপনার চিন্তা কে সাধুবাদ জানাই। যে সময় উনি জন্ম নিয়েছিলেন সে সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনটার ও অস্তিত্ব ছিল না তাই যদি উনি চাইতেন ও এসব প্রতিষ্ঠান এ ভর্তি হতে পারতেন না। sorry to disappointing you
এরকম খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো। আমাদের এই দেশটাকে স্বপ্নের মতো গর্তে হলে সবাইকে একসাথে হতে হবে এবং নিঃস্বার্থ কাজ করতে হবে। সবার প্রতি অবিরাম ভালোবাসা! 🥰🥰❣❣❤❤
লন্ডনে এক দিন সূর্য উঠার কারণে এত মানুষ এত আয়োজন আর বাংলাদেশের রোদ সূর্য তারা যদি দেখতো 😅 কি আর বলবো বিশেষ করে গ্ৰীষ্ম কাল 😅😅 আর ভাইয়া ভাবী আপনাদের এই ভিডিও সত্যি অনেক ভালো লেগেছে 😊 ধন্যবাদ সবাইকে।
You are consuming too much, I anticipate. Take all possible precautions and preventive measures. Anyway, enjoy every moment. I also like London the most in this whole mystic world. Endless warm wishes. ❤❤
আছছালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। #ভিন্নরকমভ্লগরেসিপি চ্যনেলে আপনারা প্রশ্ন করতে পারেন নির্দ্বিধায়? আপনারা কে কি রেসিপি দেখতে চান অবশ্যোই কমেন্ট করে জানাবেন? যে কোনো টাইমের দেশি বিদেশি রেসিপি হতে পারে। ১দিনের মধ্যেই সেই রেসিপি নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যনেল টি সাবক্রইব করে পাশেই থাকবেন।
আসসালামুয়ালাইকুম, আপনাদের ব্লগটা আমাদের খুব ভালো লাগে, আমরা প্রায়ই দেখি কিন্তু একটা কথা খুব খারাপ লাগে, আপনারা সবার সাথে আপনি আপনি বলে কথা বলেন, কিন্তু এখানে একটি মেয়ে আছে যার সাথে তুই তুই বলে সম্বোধন করেন, একটু বুঝিয়ে বলবেন কি প্লিজ।
During the time of Rasulullah(sa), the luxury of eating a sweet dish at every meal did not exist. Rather, there were times at which months would go by in which the stove/fire did not burn in the house of Rasulullah (sa) However, some narrations suggest that at times Rasulullah (sa) had dates either before or after the meal. Based on this, having something sweet could be considered to be established at times before, and at times after the meal. However, this is not a regular or emphasized Sunnah.