Тёмный

লাদাখে চাঁদের মাটি | অদ্ভুত বরফের স্তম্ভ | Lamayuru Moonland | Padum to Leh | Alchi | Ladakh Part 7 

Explorer Shibaji
Подписаться 593 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Utpal (Pal) of Soul of Trip is our friend and he guided us for our Ladakh tour, he has enormous experiences about tourism/hotels/rout/places in and around Ladakh and Himachal. If you wish you may contact him for consultation.
Contact details of Utpal Dutta, Soul of Trip: +919804698835 (WhatsApp 9 am to 9 pm )
Email: booking@souloftrip.com
Web: www.souloftrip.com
FB Page: / souloftrip
Disclaimer: Not a Promotion
------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @explorershibaji
-------------------------------------------------------------------------------------------------------------------
For any query: shibaji.explorer@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------
Instagram: bit.ly/explore... (Preferable)
Facebook: bit.ly/explorer...
Facebook group: bit.ly/bhromon...
-------------------------------------------------------------------------------------------------------------------
Music from Epidemic Sound, get one month free using the following referral link:
www.epidemicso...
-------------------------------------------------------------------------------------------------------------------
Popular Playlists of Explorer Shibaji:
👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Vlogging camera:
I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
GoPro Hero 10 : amzn.to/3UjSFft
GoPro Hero 9: amzn.to/3KD7BlP
For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
but this is the best without doubt:
Here is the link: amzn.to/3nKWIoW
Mic that I use for voice over: amzn.to/411NkeN
Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
GoPro Battery: amzn.to/3Kb5GmR
GoPro Charger: amzn.to/414fk1C
2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
My Macbook: amzn.to/43cPyu2

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 772   
@explorershibaji
@explorershibaji 5 месяцев назад
গতকাল এই পর্বটা রিলিজ করেও একঘন্টা পরে নামিয়ে নিয়েছিলাম কারণ ভিডিওর শেষের ১০ মিনিট কোনও অজানা কারণে ডিলিট হয়ে গিয়েছিল। আবার নতুন করে রেন্ডার করে আজকে আপলোড করা হলো। যারা গতকাল দেখেছেন, তারা আজ ২০ মিনিট এর পর থেকে দেখুন। রবিবার মানে ৫ তারিখ পরের পর্ব আসবে।
@poulomighosh2525
@poulomighosh2525 5 месяцев назад
পরের থেকেই দেখলাম
@gourharimandal7803
@gourharimandal7803 5 месяцев назад
Darun laglo
@soumitraroy361
@soumitraroy361 5 месяцев назад
এক কথায় দারুন।
@debalinamookherjee5792
@debalinamookherjee5792 5 месяцев назад
Ha tai dekhlam..osadharon
@elichattoraj7216
@elichattoraj7216 5 месяцев назад
আচ্ছা,আমরা 50+ আপনার ব্লগ দেখে বেশ আনন্দ পাই , কালকের টা দেখেছি ,আবার আজকে ও একই রকম দেখে একটু অবাক ই হয়েছিলাম ,পড়ে অবশ্য পুরোটা দেখলাম ,খুব ভালো লাগে ,
@Ms.Mahmud321
@Ms.Mahmud321 5 месяцев назад
দাদা বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নিয়মিত আপনাদের সব ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্টস করিনি এটাই প্রথম,ভারতে জন্ম নিয়ে আপনারা ধন্য,আপনাদের জন্ম বিধাতা এমন একটি দেশে দিয়েছেন যে দেশ ঘুরলে আমি মনে করি পৃথিবীর আর কোন দেশ না ঘুরলেও আপনাদের চলবে,কারন পৃথিবীর সব দেখার মত জায়গা রয়েছে আপনাদের ভারতে। আমি মনে করি এক ভারত ঘুরলে সারা পৃথিবী ঘুরা হয়ে যাবে,Next ভ্রমন হিমাচল অনুরোধ রইলো। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে আপনাদের দুই বন্ধুর প্রতি দোয়া রইলো সব সময় ভাল থাকবেন।
@ariyankanthal3271
@ariyankanthal3271 5 месяцев назад
Apnar lekha pore sotti mon chuye galo.Sotti amader Bharat mohan
@PrithwijitOMonerManus
@PrithwijitOMonerManus 5 месяцев назад
অনেক ধন্যবাদ,ভালো থাকবেন আপনি❤🙏
@deburajbanshi9716
@deburajbanshi9716 5 месяцев назад
Welcome ❤❤
@shibnathdas9356
@shibnathdas9356 5 месяцев назад
Apurba bisĺesan
@chodujonota
@chodujonota 5 месяцев назад
Avabe na chete...bichita mukhe niye kheye fel bhai.
@sahinmostaq7193
@sahinmostaq7193 5 месяцев назад
এই প্রথম বোধহয় আপনার থাম্বনেল ও ছবি একটু ভুল হয়ে গেল। মুনল্যান্ড অসাধারণ অনন্য এতে কোন সন্দেহ নেই। এর ভূ-প্রকৃতি অনেক ভিডিও তে দেখেছি।‌ কিন্তু যা দেখে স্তম্ভিত হয়ে গেছি তা হলো ঝুলন্ত বরফ স্তুপ। লাদাখের উপর প্রায় শ খানেক এর বেশি ভিডিও দেখা হয়েছে। কিন্তু প্রকৃতির ঐ অপরুপ ঝুলন্ত বরফ ও তার নীলচে রং আমাকে আসলেই অভিভূত করেছে। এটা বিরল ও ব্যাতিক্রম। থাম্বনেলে এটা হাইলাইট করলে এই ভিডিও এর প্রতি আরও বেশি মানুষ আকর্ষিত হতো। আর পুরো রাস্তার যে সব দেখালেন সত্যি বলছি, বাংলাদেশি হয়ে যথেষ্ট ঈর্ষা বোধ করছি। বাংলাদেশ থেকে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করা ঝামেলা, সব জায়গায় পারমিটও দেবে না। আবারো একবার ৪৭ এর বাপ দাদাদের চরম অভিশাপ দিতে ইচ্ছে করছে স্রেফ আপনার ভিডিও দেখে। ভালো থাকবেন।
@SharmisthaSaha-ib8zp
@SharmisthaSaha-ib8zp 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔Iswar Sattyo hai..🙏🙏..Sattya Hi Shiv hai🙏🙏...Shiv Hi Sundor Hey.🌹🌹❤️❤️🙏🙏..Jaggo Utth kor dekho..Jeevan Jyot🪔🪔🪔🪔🪔Ujagar hai ..🙏🙏Satyam Shivam Sundaram 🙏🙏🌹🌹❤️❤️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔Sundaram...Sundaram...Sundaram..Aah. Aah...Aah...Satyam-Shivan-Sundaram🌄🌅🏞️🌹🌺🌷🪷🌸💮💮🌻🌼💐🍁🌿Rama Ayodh mein,🛕🛕Kashi mein Shiv🛕🛕Kanha Vrindavan mein🛕🛕Daya Koro Probhu🙏🙏Dekho Inko🌹🌹Daya Koro Probhu 🙏🙏Har Ghor Ke Aangan mein...🌺🌺Radha-Mohan Sharanam🌹🌹❤️❤️🙏🙏 Ek Suryo Hai☀️..Ek Gagan Hei☁️..Ek Hi Dharti Maata🏞️Doya Koro Probhu🙏🙏Ek Boney Sab..Sabka Ek Se Nata .❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹.Radha-Mohan Sharanam 🌹🌹❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Satyam-Shivam-Sundaram❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏Satyam-Shivam-Sundaram🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏Iswar Satya Hai🙏🙏Satya Shiv Hai🌹🌹Shiv Hi Sundar Hai❤️❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹Satyam-Shivam-Sundaram🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔Har Har Mahadev Jay Ho🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@itz_soumya_55
@itz_soumya_55 5 месяцев назад
সৌভাগ্যবান শুধু আপনারা নন, আমরা ও, কারণ আপনাদের মতো মানুষকে আমরা ইউটিউব এর মাধ্যমে খুঁজে পেয়েছি।❤❤ অপূর্ব সুন্দর দৃশ্য ।❤❤
@sanjaydhar3829
@sanjaydhar3829 5 месяцев назад
34:36 যাহা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। অসাধারন দৃশ্যে র চমৎকার ফটোগ্রাফি। ❤❤ পাহাড়ের সোনালী রং daruuuuuuuuuuN. বরফের স্তম্ভ দুরদান্ত। হর হর মহাদেব। 🙏🏼🙏🏼
@jharnabaroi3560
@jharnabaroi3560 5 месяцев назад
দাদা লাদাখ সিরিজের সবকটা এপিসোড মন ছুঁয়ে যাচ্ছে❤
@soham111111
@soham111111 5 месяцев назад
या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना।
@prabalkantidas2874
@prabalkantidas2874 5 месяцев назад
মুগ্ধ হয়ে দেখছিলাম। অপূর্ব সুন্দর। সাথে সাথে ভয়ও হচ্ছিল এজন্যই যে, প্রকৃতির উপর আমরা অন্যায় করছি কিনা। কারণ একসময় হয়তো এখানে মানুষ যেতে পারতো না বা যেত না। তখন শুধু প্রকৃতি তার আপন মনে খেলে বেড়াতো।এখন সভ্যতার অগ্রগতিতে আমরা সৌন্দর্য পিপাসুরা সেখানে যাচ্ছি আর সৌন্দর্য আস্বাদন করছি। যাহোক শিবাজী দাকে, সাথে পৃথ্বীজিৎ দা ও পলকে অফুরন্ত ভালোবাসা।
@chandranichakraborti1882
@chandranichakraborti1882 5 месяцев назад
দাদা এত ভয়ন্কর সুন্দর জায়গায় সকলকে যেতে বলবেন না। থাক না কিছু জায়গা সুন্দর। সবাই ট্রাভেলার হয় না। ট্যুরিস্ট সব জায়গায় না যাওয়াই বাঞ্ছনীয়। পল দা হয়তো দুঃখ পাবেন। নির্মল সৌন্দর্য দীর্ঘজীবি হোক।😊😊
@golumolukissmiss8576
@golumolukissmiss8576 5 месяцев назад
Jotoi dekhchi totoi mukdho hocci .ar sochokkhe dekhar icche ta aro besi kore prokot hocce ....osadharon uposthapona.........Tobe ekta request next time ladakh gele Gangboranjan peak ar phuktal monastery ta obossoi visit korben .ar pritthijeet babur jonno Aryan village 😅😅..........valo thakben...sustho thakben ❤❤
@sayaksc3590
@sayaksc3590 5 месяцев назад
Gd Mrng Daroon daroon 👌❤️ Amazing Vlog ❤️ Osaadharon episode 🔥 Uff ki dekhlam eta..Chardike Borof dekhe mon bhorey galo 😍 Apuurbo Moonland sathe Padum to Leh r journey ta byapok 👌 Excellent presentation..keep it up ❤️❤️❤️❤️
@surojitdaspal5838
@surojitdaspal5838 4 месяца назад
Osadharon laglo ei episode ta dada! Ek jaygay trip ese ekhanei 3nte episode complete korlam😁 Somehow skip hoye giyechilo ei video ta aj dekhlam. Drone captured travelling er top view gulo darun dekhte lagchilo..💙💙 And specially oi naturally formed Shiv Linga awesome chilo..😌😇
@jayasreedas952
@jayasreedas952 5 месяцев назад
লাদাখের পত্যেক ভিডিও দেখে আমি মুগ্ধ লাদাখের চাদের মাটি যাওয়ার রাস্তা টি ভয়ঙ্কর সুন্দর লাদাখে যেন সর্গ নেমে এসেছে ভারত আবার জগত আসায় শেষ্ঠ আসন লবে।লাদাখ অসাধারণ ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@dipeshchakraborty4261
@dipeshchakraborty4261 5 месяцев назад
Sir ja dekhlam Na ajker video ta oohhh osadharan. Tomra just heven visit korecho. Sri sri pass. Sangrila pass to osadharan 15000 kolppnar baire amar dara hobe na. Rotang passe giye amake oxigen nite hoyechilo. Tomar choke amar dekha hoye thaklo. R1ta kotha tomar sob video r modhye ei serisce ta sob theke sera jake bole no 1. Sir Bharat sir er theke r boro kichu nei hote pare na. Bhalo thakbe r prithwi da ke amar bhalo basa dio. R sob theke Stanji ke selute. ❤❤❤🎉🎉🎉🎉
@JakirulSh
@JakirulSh 5 месяцев назад
মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, বাংলাদেশথেকে, 🇧🇩🇧🇩🇨🇮🇨🇮
@niveditaroy2964
@niveditaroy2964 4 месяца назад
Borofer pillar with pearl blue colour looks amazing saw first time in my life, also Singela Pass, Sir sir La pass with Indian flag, the beautiful essence of Tree supa , colourful mountain, Moon land in India was amazing . Such a beautiful view and feeling we got to see through your video. Thank you all. In your previous video thoroughly enjoyed especially made me laugh, " Pediye Brindabon." You all rocking.
@SayanGaming655
@SayanGaming655 5 месяцев назад
অপূর্ব সুন্দর আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে ❤
@farukmondal5972
@farukmondal5972 5 месяцев назад
আমি গর্ব করে বলতে পারি পৃথিবীর স্বর্গ এই আমার ভারতবর্ষ । আর আমি এই ভারতেই জন্ম গ্রহণ করেছি ।
@anindachanda2080
@anindachanda2080 5 месяцев назад
Darun Darun Darun,tusi great ho Dadara.Jay ho Explorer Shibaji ❤. Khub enjoy korun,sabdhaney thakben.anek bhalovasa o suveccha Shibaji Da o Prithwijit Da ❤️🙏
@spc3461
@spc3461 5 месяцев назад
এই ভিডিওটি দেখে আমি প্রকৃতপক্ষে মুগ্ধ! লাদাখের চাঁদের মাটির অসাধারণ দৃশ্য এবং বরফের স্তম্ভগুলির সৌন্দর্য আমাকে অভিভূত করেছে। লামাযুরু মুনল্যান্ডের অনন্য ভূগোল এবং পাডুম থেকে লেহ পর্যন্ত আপনার যাত্রাপথের বর্ণনা অত্যন্ত আকর্ষণীয় ছিল। আলচির ঐতিহাসিক স্থানগুলির উপর আপনার দৃষ্টিভঙ্গি শিক্ষামূলক এবং উপভোগ্য। আপনার পরবর্তী ভিডিওগুলির জন্য অপেক্ষা করছি।
@somabhattacharyya6430
@somabhattacharyya6430 5 месяцев назад
দাদা খুব ভালো লাগলো, উপর থেকে তোলা ছবি গুলি দেখে মনে হচ্ছিল প্রকৃতির ভয়ঙ্কর রূপ ও কত সুন্দর----আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন------🙏🙏 পরের পর্বের অপেক্ষায় রইলাম-----
@subhashis-786
@subhashis-786 5 месяцев назад
0% NOISE. কি চমৎকার অডিও কোয়ালিটি। চারিদিকের দৃশ্য নিয়ে কোন কথা নেই, দেখা আর অনুভবের বিষয়। রাস্তা পরিষ্কারের বিষয়টা এই প্রথম দেখলাম। অনেক অনেক ধন্যবাদ।
@anitaghosh6776
@anitaghosh6776 5 месяцев назад
Photography অপূর্ব। বরফের স্তম্ভের অসাধারণ colour, চাঁদের মাটি ইত্যাদি মন ছুঁয়ে যায়। যাওয়ার সুযোগ হয়তো হবে না। তাই আপনার video দেখেই মানস ভ্রমণ করি। আরও video-র অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।
@EclipticVistaYT
@EclipticVistaYT 5 месяцев назад
লাদাখের মুনল্যান্ডের অপূর্ব সৌন্দর্য এবং প্রাকৃতিক বিস্ময়ের মাঝে আপনার ভিডিও এক অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছে। পাডুম থেকে লেহ পর্যন্ত আপনার যাত্রা এবং আলচির ঐতিহাসিক স্থানগুলির চিত্রায়ন অসাধারণ। আপনার পরবর্তী ভিডিওগুলির জন্য আমি উৎসুক।
@mohsinghosh5732
@mohsinghosh5732 5 месяцев назад
Sir Yur s vlogs …touch wood it’s my dreams I do have enough but miss it ….just wanna travel with th u. N pithie dada once all on me Jai Shree ram
@SanjidaBegum1911
@SanjidaBegum1911 5 месяцев назад
উফফ,, অনবদ্য অসাধারণ হয়েছে ভিডিওটা। শিবাজী দা, তোমার এই লাখাদ সিরিজ টা দারুন দারুন লাগছে। চালিয়ে যাও। A lot of love from Bangladesh ❤❤
@studyhardwithjasim6207
@studyhardwithjasim6207 5 месяцев назад
Sir please sir ak bar coastal maharashtra ta Akbar ghure dekhun monsoon e
@jajaborofficials
@jajaborofficials 5 месяцев назад
সুন্দর স্থান
@moumukherjee679
@moumukherjee679 5 месяцев назад
Jekhane konodin jete parbo na,sei Ladakh ke eto sundor kore dekhabar jonnye ajasra dhanyabad dada.God bless both of you❤😊👌💯
@ajaydas2880
@ajaydas2880 4 месяца назад
Eai hoche aamder bharatborsho osadaron sundor aameder eai desh. Eai series a aapni ja dekhalen sara jeevan mone thakbe. Thank you so much.,
@BanglarGourav07
@BanglarGourav07 5 месяцев назад
প্রথম কমেন্টস কোরলাম লাইক ও সাসস্ক্রাইভ পাবো তো?
@Sanchi0475
@Sanchi0475 5 месяцев назад
Ki jinish dekhalen bhai ,mon pran bhore gelo. Kono din nije jete parbona, but Geography r teacher ba bhugol er student howae amar egulo khubi dekhar iche chilo.je gulo podai sei gulo aapnader maddhome dekhte pelam. R aapnar vdo dekhe mone hoe nijei jeno ghurchi . ashadharon! Thank u so much,👌👍
@ritwik3826
@ritwik3826 5 месяцев назад
আবার upload করার কারণ কি???
@explorershibaji
@explorershibaji 5 месяцев назад
এডিটিং এ কিছু সমস্যা ছিল, গতকাল পুরো ভিডিও ছিল না
@ritwik3826
@ritwik3826 5 месяцев назад
​@@explorershibajiএর জন্য ভিডিও র Reach কমে যাবে না? সবাই ভিডিও টাকে like Share করুন 🙏🙏🙏
@PikurDiary88
@PikurDiary88 5 месяцев назад
কালকে কি ভিডিওটাতে কোনো সমস্যা হয়েছিল? অর্ধেক দেখেছিলাম তারপর দেখলাম আর নেই 😒
@explorershibaji
@explorershibaji 5 месяцев назад
হ্যাঁ, ভিডিওটার শেষের দিকে onekta অংশ বাদ ছিল
@BiswajitMondalbjm
@BiswajitMondalbjm 5 месяцев назад
Ha 😐😑
@PikurDiary88
@PikurDiary88 5 месяцев назад
ওহ আচ্ছা, ঠিক আছে আজকে পুরোটা দেখে নেব ❤️
@aninditaghosh7507
@aninditaghosh7507 5 месяцев назад
কাল সময় কম থাকায় অপল্পই দেখা হয়েছিল। আজ পুরোটা শেষ করলাম। অসম্ভব সুন্দর একটা ভিডিও। মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাচ্ছিলাম এটা আমাদের দেশ! নাকি আন্টার্কটিকার কোনো এক স্থান! বিস্ময়ে হতবাক হওয়ার মত জায়গা। আমাদের ভারতবর্ষের ভুপ্রকৃতি এতো বৈচিত্রময় যে এক স্থানের সাথে আর এক স্থানের কোনো তুলনাই হয় না। এভাবেই চলতে থাকুক শিবাজীদার রথ। পৃথ্বিজিৎ দা আর পলদাকেও অনেক শুভেচ্ছা জানাই।
@chandrasen9744
@chandrasen9744 5 месяцев назад
আপনাদের দৌলতে লাদাখের অনেক কিছুই জানতে পারলাম এবং দেখতে পেলাম, অপূর্ব সুন্দর, আপনাদের কি বলে ধন্যবাদ দেব ভাষা খোঁজে পাচ্ছি না।
@sadhanchandraghosh3615
@sadhanchandraghosh3615 5 месяцев назад
শিবাজী দা আমাদের ভারতের এমন অনেক অজানা স্থান আছে, যেখানে সাধারণতঃ Tourist রা যান না, আপনারা সেই সব অপূর্ব সুন্দর জায়গা কে Explore করুন। ঠিক যেমন ভাবে আমরা লাদাখ কে দেখছি আপনার চোখে। Himalayan Region/ Mountain এ আরও অনেক আকর্ষণীয় স্থান আছে,আশা রাখি আপনারা সেই সব স্থানে ও যাবেন। আমাদের দেশ অপূর্ব এক দেশ 🇮🇳
@Ridoy-c4j
@Ridoy-c4j 2 месяца назад
বাংলাদেশ থেকে শুভেচ্ছা।।।।সৈদি আরব থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি।।।।
@SharmisthaSaha-ib8zp
@SharmisthaSaha-ib8zp 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌄🏞️🌈🍁🍂☘️🍀🪴🌵🌴🌳🌲🌿🌱🌾🏔️⛰️Neel o anjano ghono punjo chhayay sambrito amber 🦚🦚... hey gambheer..🌻🌻hey gambheer.🌼🌼 ...Banolokhhiro kompito kaay, chancholo antar ..jhankito ter jhillir o manjeer..🌷🌷.hey gambheer hey gambheer..🌸🌸Barshono geet holo mukhorito...meghomandrito chhondey....kadamboghono goveero🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ mogon...Anondoghono gondhey....Nandito tobo uthsab o Mandir..🛕🛕🛕🛕🛕..hey gambheer..hey gambheer🌹🌹....Dahono sayoney topto dharani🌤️🌤️...porechhilo pipasarta....pathale taharey Indroloker amritobarir barta..mateer kothin, badha holo kheen....dikey dikey holo deerno....Nabo ankuro Jayo potakay dhoratol somakeerno.....Chhinno hoyechhey bandhono bondeer...hey gombheer,hey gombheer....Neel o Anjano samo punyo chhayay sambrito amber...hey gambheer,hey gambheer....🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sabbir4782
@sabbir4782 5 месяцев назад
খুব ভালো লাগলো শিবাজী দা এই এপিসোড দেখে ।দুটো পাস দেখালে খুব ভালো লাগলো ।যে ঠান্ডাতে তোমরা ঘূরছো অনেকে পারবে না ।ভালো থাকবে দুই বন্ধু ।
@INDRAJITRoyRoy-f1j
@INDRAJITRoyRoy-f1j 5 месяцев назад
আপনারা তো দেখছি স্বর্গের বেড়াতে গিয়েছেন সত্যিই ঈশ্বর আমাদের ভারতবর্ষে প্রাকৃতিক দৃশ্য যেনো উজার এবং সুন্দর ওরে সাজিয়ে দিয়েছেন এইরকম প্রাকৃতিক দৃশ্য এই পৃথিবীর আর কোন দেশে নেই আমরাও ওখানে গিয়েছিলাম এত ভালো দৃশ্য দেখতে আমরা পাইনি ধন্যবাদ ভালো থাকবেন সবসময় ভালো খুব সুন্দর জায়গা ভালো লাগলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
@indraneelsen3188
@indraneelsen3188 5 месяцев назад
ঐ frozen ঝর্ণা টা অদ্ভুত! নীলকণ্ঠ শিব।
@Coolpartha121
@Coolpartha121 5 месяцев назад
অপূর্ব অপূর্ব অপূর্ব, চারিদিকে শুধু ছবি ছবি ছবি ছবি ছবি ছবি ছবি ছবি ছবি ছবি ছবি। আর একটা অসাধারণ এপিসোড। ভিডিওটা দেখছি আর মনে মনে ভাবছি কবে যাওয়ার সুযোগ হবে।
@sinjanmitra7705
@sinjanmitra7705 5 месяцев назад
Kedarnath, Africar pore ei ekta series jeta dekhte dekhte Mone hocche jeno sesh na hoy . Thank you ❤
@protidinamarsathe
@protidinamarsathe 4 месяца назад
🙏দাদা আমি উত্তর বঙ্গে থাকি আমি টিভি দেখতে দেখতে আপনার ভিডিও সামনে চলে আসে আমাদের এত ভাল লাগে আমি আর আমার মা জখনি টিভি দেখি সুধু আপনার ভিডিও দেখি এই কয়দিন এ অনেক ভিডিও দেখে ফেলেছি টিভিতে কমেন্ট কি ভাবে করে জানিন তাই ফোনে সার্চ করে কমেন্ট করলাম আপনি আমাদের বাড়ির পাশে দিয়েই ভূটাং গেছেন আমাদের তো নেশা হয়ে গেছে আপনার ভিডিও দেখার টিভিতে দেখতে দারুণ লাগে thanks দাদা এত্ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য ❤ ভাল থাকবেন gd night 🌙
@rabinadhikari1301
@rabinadhikari1301 5 месяцев назад
দাদা আপনার লাদাখ ও লে অসাধারণ দর্শন করালেন খুব ভালো প্রান ভরে গিয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
@Travelwithpulak
@Travelwithpulak 5 месяцев назад
অসাধারণ অসাধারণ ভিডিও , শিবাজী দা কি বলব চোখ সরানো যাচ্ছে না, এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।❤❤
@MemoriesandMilestones2023
@MemoriesandMilestones2023 5 месяцев назад
ভীষণ সুন্দর লাগল আজকের পর্ব শিবাজী দা! লাদাখ যাওয়ার ইচ্ছে আর ও বেড়ে গেল.. Waiting for the next episode.. ❤
@chandranichaudhuri3417
@chandranichaudhuri3417 5 месяцев назад
অপূর্ব। বরফের স্তম্ভ থেকে মুনল‍্যান্ড জাসকার সিন্ধুর মিলন বরফ পাহাড় ন‍্যাড়া পাহাড় বৌদ্ধ মন্দির পথঘাট যা দেখাচ্ছেন সবকিছু এক কথায় অসাধারণ। আপনাদের সবাইকে শুভেচ্ছা অফুরান। আপনাদের কমেন্ট্রিও ভীষণ ভাল লাগল।
@travelwithme4694
@travelwithme4694 5 месяцев назад
এমন সুন্দরের কি কোন বর্ণনা আছে যদি থেকে থাকে তাহলে তাই, আমার জানা নেই এর বর্ণনা। ধন্যবাদ তোমাদের। ❤❤❤❤
@SRBGMAIL
@SRBGMAIL 5 месяцев назад
Darun, darun. Ei vlog ta dekhe Alexander r motoi shudhu bolbo, sottii ki bichitro ei desh. Thank you for sharing.
@আধুনিককবিরাজ
@আধুনিককবিরাজ 5 месяцев назад
আজকের পর্বটা স্পেশাল ❤❤❤❤❤
@rumaroy4008
@rumaroy4008 5 месяцев назад
এই অপুর্ব landscape দেখার মানসে ২০১৮ সালে লাদাখ ভ্রমনে বেড়িয়ে ছিলাম। তবে জাঁস্কর, পাদুম এই দিকগুলো যাওয়া হয়নি। এখান থেকে পুরানো স্মৃতি রোমন্থন হচ্ছে।
@triptighosh5470
@triptighosh5470 5 месяцев назад
গতকাল ২৩ মিনিট পর্যন্ত ছিল। আজকে পরের অংশ টি ও খুব সুন্দর। ড্রোনের থেকে তোলা ছবি অসম্ভব সুন্দর। নদী দুটির সঙ্গম স্থান ও অপূর্ব। খুব খুব ভালো লাগছে আপনার এই লাদাখ পর্ব টি।👌👌👌👌🙏।
@swarnalidas8845
@swarnalidas8845 5 месяцев назад
অপূর্ব অপূর্ব সুন্দর আপনাদের এই ভিডিও কি যে ভালো লাগে সেটা বলার নয়❤❤❤ আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা❤❤❤ ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন❤❤❤
@Biswajitgoswami288
@Biswajitgoswami288 5 месяцев назад
Devanand পরিচালিত prem pujari সিনেমাতে একটা গান দেখেছিলাম swizerlandএর সেই পরিবেশের সাথে লাদাখের পরিবেশের কোন তফাত দেখছি না
@susmitasarkar6206
@susmitasarkar6206 5 месяцев назад
এত অসাধারন photography...কি আর বোলবো। নয়নাভিরাম মনোমুগ্ধকর জানিনা আর কত বিশেষন দেওয়া যায়।যত আপনাদের লাদাখের video দেখছি ততই যেন রূপকথার রাজ্যে হারিয়ে যাচ্ছি। আমরা ৬ জনের একটা group এই মাসের 29thএ Spiti যাচ্ছি।মোট ১২ দিনের trip.আমরা Soul of trip এর সাথেই যাচ্ছি।ঐ সময়ে ওখানকার temperature কত থাকবে যদি বলেন তাহলে খুব ভালো হয়।কারন শীতের জামাকাপড় কেমন নিতে হবে?pls একটু guide করলে ভালো হয়।আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই সব জায়গা explore করুন। আমাদের শুভ কামনা সবসময় আপনাদের জন্য ❤
@debosmitadaschakraborty8517
@debosmitadaschakraborty8517 5 месяцев назад
অপূর্ব দাদা, অপূর্ব ❤️❤️। আমি নিজেও অনেক জায়গা ঘুরে বেড়াই, তবে পরের বছর এপ্রিল মাসে লাদাখ আমি যাবোই আপনার ভিডিও দেখে মনস্থির করে ফেলেছি। এতো সুন্দর উফফ চোখ সুন্দরে ঝলসে যাচ্ছে যেন। আমার দেশ সত্যি সেরা ♥️♥️
@arpitadas3597
@arpitadas3597 5 месяцев назад
আজকে পুরো ভিডিও টি দেখতে পেলাম। খুব ভালো লাগে আপনার ইতিহাস এর পাতা থেকে পর্ব টি। এই পর্ব টির জন্য অপেক্ষায় থাকি।
@rawlife28
@rawlife28 4 месяца назад
ওই রাস্তায় মোট তিনটি pass পড়ে, sirsirla, সিঙ্গেলা এবং মুরুগুমলা। এর মধ্যে মুরুগুমলা pass টি বেশ চড়াই এবং এই pass টির একদম top থেকে দেখা যায় এই Moon land। যেটির একদিকে পাকিস্থান এবং অন্য দিকে chaina অবস্থিত।
@indraneelsen3188
@indraneelsen3188 5 месяцев назад
ভালো দুর্দান্ত অসাধারণ mesmerizing awesome.. বলতে বলতে bore হয়ে যাচ্ছি .. !! আর ভাষা বেরোচ্ছে না ..! তবে আরো বেশ কিছু দিন এই ladakh পর্বের episodes থাকবে জেনে খুব ভালো লাগছে। আপনাদের সাথে ভ্রমণ তো হচ্ছে .. 👍👌❤🙏
@dibyadipankarroy
@dibyadipankarroy 5 месяцев назад
কাল Ray Day ছিল। তাই no video uploaded. হা হা হা কাল যেটুকু দেখলাম তাতে bgm টা আরেকটু অন্যরকম হতে পারত... আর ভিডিওর স্পিডটা মনে হচ্ছিল ঠিক যেন লাদাখি জীবনের সঙ্গে মিলছে না; আরো স্লো দরকার 😁 গ্রেট এক্সপেক্টেশনস, শিবাজী বাবু! আর কি... 😁 তবে উল্টো বা সোজা, পৃথ্বীজিৎ বাবু যেদিকেই ঐ চাকা ঘোরান, কিছু তো একটা ঘুরছে... পূণ্য বা পাপ... ঘুরতে থাকুক চাকা! থাম্বস্ আপ! 😎👍
@avijitmondal3278
@avijitmondal3278 18 дней назад
আপনারা যে রাস্তা দিয়ে পাদুম থেকে সিলসিলা পাস হয়ে লে যাচ্ছেন , মাঝে একটা নতুন রাস্তা হয়েছে, সিলসিলা পাস যাবার আগে ডানদিকে পড়বে, নিমু হয়ে লে, দুমাস হয়েছে নতুন রাস্তা খুলেছে
@prosantabanerjee4612
@prosantabanerjee4612 5 месяцев назад
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্য। বয়স ও হার্ট এর সমস্যার জন্য ওইসব জায়গায় হয়তো ইচ্ছা থাকলেও যাওয়া হবেনা। কিন্তু Explorer Shibaji-র সৌজন্যে মানস ভ্রমণ তো হলো। এই বা কম কিসে। ভবিষ্যতের অনেক একাকী মুহূর্তর সঙ্গী হবে এই ভিডিও। আপনাদের ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। আর বিশেষ ধন্যবাদ মিস্টার পলকে।
@madhabihalder218
@madhabihalder218 4 месяца назад
অপূর্ব অসাধারন সুন্দর প্রকৃতি আমাদের অজান্তে কত সুন্দর সুন্দর উপহার সাজিয়ে রেখেছে যা আমাদের মন প্রাণ অন্তর আত্মা শুদ্ধি করে তা আজ আপনাদের চোখ দিয়ে দেখলাম। হর হর মহাদেব, শুভ্র বরফ আর দুই নদীর সঙ্গমস্থল আর তার রঙ অসাধারন দৃষ্টিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমি প্রায় সব সিরিজ দেখি কিন্তু লাইক করি কমেণ্ট করা তেমন হয় না, অ্যাপ্রিকোট blassem আরিয়ান ভিলেজ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান বিয়ে বাড়িতে আপনাদের অংশগ্রহণ করা খুব ভালো লেগেছে। খুব ভালো থাকুন আর আমাদের এমনই করে নতুন নতুন জায়গার সন্ধান দিন আপনাদের চোখ দিয়ে দেখবো। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।
@sujatachandra3185
@sujatachandra3185 5 месяцев назад
বাপের কি বরফ, এত বরফ আগে কখনও দেখেনি। এপ্রিলে আমরা গরমে যেখানে হা হা করছি, আর ওখানে আপনারা ঠান্ডায় কাঁপছেন। কি অদ্ভুত। Moon land ভূপ্রকৃতি কি অদ্ভুত। ভালো থাকবেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ।
@anushkabiswas2418
@anushkabiswas2418 4 месяца назад
Sir... Akta detailed video sesh e please deben... Ei puro tour r guide... Tate route... Khorcha.... Babostha... R ja ja proyojonio tothho thake....
@BulbulSoren-s8k
@BulbulSoren-s8k 4 месяца назад
এই পর্ব টা অসাধারন লাগলো..লাদাখের ভিডিও আগে অনেক দেখেছি, কিন্তু এপ্রিল মাসের লাদাখ এই প্রথম দেখলাম..অতুলনীয়..আমি নিজে জুন মাসে লাদাখ যাচ্ছি..তবে আপনাদের এই ভিডিও দেখার পরে আমি অবশ্যই ভবিষ্যতে কখনো এপ্রিল মাসে লাদাখ যাবো.. আর দু চোখ ভরে চেটেপুতে তৃপ্তি করে খাবো 😍 ভালো থাকবেন 🙏
@sudeshnabanerjee1613
@sudeshnabanerjee1613 5 месяцев назад
কাল আমি ভিডিও দেখতে দেখতে হঠাৎ কি হলো বুঝলাম না , সব বন্ধ হয়ে গেল, ভাবলাম আমার ফোনটাই খারাপ। আজ আবার পুরোটা দেখলাম, নয়ন স্বার্থক হলো দৃশ্য দেখে আর করেন স্বার্থক হলো ধারাবিবরণী শুনে। বরফের স্তম্ভ আহা কি অপূর্ব, চাঁদের মাটি তাই তো তুলনাহীন। আজকের দেখা সৌন্দর্য বোঝানোর জন্য বাংলা ভাষায় কোন বিশেষণ যথেষ্ট নয়।
@budhadityadasbabu9711
@budhadityadasbabu9711 5 месяцев назад
আপনাদের ক্যামেরায় কি জাদু আছে 😊! যেখানেই যান সেই জায়গার প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। ভালো থাকবেন দাদারা ❤️🙏
@arindamchoudhury873
@arindamchoudhury873 5 месяцев назад
Khub bhalo laglo ❤
@baridmukherjee8389
@baridmukherjee8389 4 месяца назад
অসাধারণ লাগলো। আপনাদের ভ্রমণের বেশিরভাগ ভিডিওই দারুন আর ফাটাফাটি লাগে। অনেক অদেখা ও অনেক অজানা তথ্য ও জায়গা জানতে পারি। বেশ তথ্যবহুল। আর শিবাজী বাবুর বর্ননা করার ভাষা ও ভঙ্গি জাস্ট অপূর্ব সুন্দর। আপনাদের মঙ্গল কামনা করি।
@aninditadeb855
@aninditadeb855 5 месяцев назад
Speelbound, dekhe mone hochche jno Nat Geo dekhchi ,awesome awesome, end of day ,after retirement akta Travel channel khulben with prithwijit da,sustho thakun,bharpur anonde thakun r baroder Ashirbad r amader শুভেচ্ছা পেতে থাকুন 👍🙏
@shabnamiyasmin4052
@shabnamiyasmin4052 5 месяцев назад
অসাধারণ অসাধারণ যা দেখলাম তাতে এই বিশেষণ কিছুই নয় পরের দুর্দান্ত ভিডিওর অপেক্ষায় রইলাম
@DIBYENDUCHATTOPADHYAY
@DIBYENDUCHATTOPADHYAY 5 месяцев назад
গতকাল দেখেই বুঝেছিলাম যে, কিছু একটা গন্ডগোল হয়েছে .. যখন দেখলাম যে, ভিডিওর শেষে আপনাদের কোনো টা টা বাই বাই নেই। যাক, অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি আপনাদের মাধ্যমে। কোনো দিন যেতে পারবো কিনা জানিনা, তবে আপনাদের মাধ্যমে যা দেখছি, তাতে না যেতে পারলেও কোনো অসুবিধা নেই। আমাদের দেশে যে এমন একটা স্বর্গীয় জায়গা আছে সেটা আপনার এই রীলটা দেখে জানতে পারলাম। ভালো থাকবেন 🙏
@ujjaldasgupta4456
@ujjaldasgupta4456 5 месяцев назад
খুব ভালো লাগছে লাদাখ। অনেক জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়না। আপনারা তো স্পাই ক্যামেরা রাখলে পারেন, তবে অনেক সুন্দর দৃশ্য আমরাও দেখতে পাবো। ❤❤
@dipankarmalakar9957
@dipankarmalakar9957 5 месяцев назад
পাত্থর সাহেব গুরুদ্বারার কাছে MAGNETIC HILL এর একটি ব‍্যপার আছে। অর্থাৎ STEARING ছাড়া গাড়ি সামনের দিকে এগোয় কিংবা পেছনে পিছিয়ে আসে আপণা থেকে।
@biplabroy9064
@biplabroy9064 5 месяцев назад
দাদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। আমরা যারা বাংলাদেশ থেকে লাদাখ যাব তাদের জন্য কোন কোন জায়গায় permission এর প্রয়োজন বা আদৌ কোন জায়গায় যাওয়া যাবে কিনা যদি বলতেন ভালো হত। কারন ভারতের বেশ কিছু জায়গাতে বাংলাদেশী / বিদেশীদের permission পাওয়া যায়না।
@pradipbaidya6244
@pradipbaidya6244 5 месяцев назад
দাদা নমস্কার। আপনার সব ভিডিও আমি দেখি এই ফাস্ট বার আপনাকে কমেন্ট করলাম একটাই কারণ যে আপনি এর আগে আজকে যে ভিডিওটি দিয়েছেন তার এর আগে একটা 24 মিনিট 59 সেকেন্ডের একটা ভিডিও ছিল যেটা সেম ছিল আপনি আজকের সেই ভিডিও দিয়েছেন কিন্তু আজকে কিছু ভিডিও কিছুটা অ্যাড করে আপনি ছেড়েছেন ভিডিওটা পুরো ভিডিওটা সেদিনকে দেখলাম আজকেরে তার আরেকটু অংশ দেখছি ভিডিও কন্টেন্ট টা ভালো বাট আপনি যেটা করলেন সেটা একটু আনাবি লাগলো আমার এটাই বলার ছিল আপনাকে যে রিপিট ভিডিও আপনি দিয়েছেন কিন্তু যে এর আগে যে ভিডিওটা ছিল ২৪ মিনিট ৫৯ সেকেন্ডে সেই ভিডিওটা নেই এখন একই ভিডিও ছিল দাদা থ্যাংক ইউ সো মাচ দাদাথ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা ভালো করে ফলো করি আপনাকে ওই জন্যই আপনাকে বলা
@suptiadhikari7667
@suptiadhikari7667 5 месяцев назад
এই Vedio দেখে ভীষন যেতে ইচ্ছা করছে ।আমাদের মত ৮০ র উর্ধে দের যাওয়া safe কি , যদি পলের মত গাইড ও আপনাদের দক্ষ driver থাকলে একবার chance নেওয়া যায়। সুস্থ থাকবেন সবাই।👌🌺
@ShefaliGolder
@ShefaliGolder 5 месяцев назад
দাদা রাত দুপুরে আমি আর আমার ছেলে এই বিরল প্রজাতির অনবদ্য এপিসোড দেখে ধন্য হলাম। আপনার তুলনা আপনি। অতিবড় নাস্তিক ও এই অপরুপ নৈসর্গিক সৌন্দর্য দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করবে। শিবাজী দা আপনার মিউজিক সেন্স অসাধারণ। এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক কানের তৃপ্তির দোসর। ফটোগ্রাফি নিয়ে শুধু বলবো আমি মুগ্ধ। সব মিলিয়ে বলতে চাই এক্সপ্লোরার শিবাজী ক্লাসিক পর্যায়ে পৌঁছে গেছে।
@souvikbaidya2299
@souvikbaidya2299 5 месяцев назад
আপনাদের প্রতিটা journey তে ড্রাইভার রা কিভাবে থাকে, কোথায় খায় কিভাবে পেমেন্ট হয় এগুলো একটা shorts বা reel এর মাধ্যমে জানাবেন ❤
@AbhishekChatterjeeRana
@AbhishekChatterjeeRana 5 месяцев назад
আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, গ্রাম টা যেটা গেছিলেন সেটা কি আর্য গ্রাম না Aryan গ্রাম? ছোটবেলা থেকে মাধ্যমিক সিলেবাস থেকে শিখেছি যে Aryan English এ আর আর্য বাংলায়।
@sanjibdutta8161
@sanjibdutta8161 5 месяцев назад
লাদাখের অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি কিন্তু এইরকম সৌন্দর্য আমি আগে কখনো কোথাও দেখিনি। আপনাদের চ্যানেলে এই প্রথম দেখতে পেলাম, এই সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আপনাকে, পৃথ্বীজিৎদাকে ও পল দা কে অসংখ্য ধন্যবাদ।
@raziasherin5922
@raziasherin5922 5 месяцев назад
শিবাজী আপনি তো আপনার ভিডিওতে সবকিছু শুদ্ধ অনির্ভর রাখতে চেষ্টা করেন। তাহলে শব্দের দিকে একটু নজর দিচ্ছেন না কেন। যেমন 'লাগজে' না 'লাগছে 'এরকম কিছু কিছু শব্দ।
@dibborana
@dibborana 5 месяцев назад
প্রাকৃতিক সৌন্দ্যমন্ডিত ভিডিও, তেমন e সঞ্চালনা, তেমন e BGM. You're truly 'Class apart' ShibajiDa.
@abuhasantarek3912
@abuhasantarek3912 5 месяцев назад
আমি বাংলাদেশের রাজশাহী থেকে...আপনাদের সব ভিডিও গুলো নিয়মিত দেখি।অসাধারণ লাগে❤️❤️❤️
@life.travelo2
@life.travelo2 5 месяцев назад
দাদা খুব ভালো হয়েছে আমি কোনোদিন পাহাড় ঘুরতে যাইনি কিন্ত এই vlog আমার সেই ইচ্ছেটা পুর্নতা দিল😌💝💝💝💝
@somenathdas3822
@somenathdas3822 5 месяцев назад
অসাধারণ বললেও কম বলা হয়, একবার যাবার ইচ্ছে রইল। বিদেশ ভ্রমন কোথায় লাগে। ভারতের আনাচে কানাচে যে কত মনি মুক্তা লুকিয়ে রয়েছে। আপনাদের অনেক শুভেচ্ছা, আরো নতুন নতুন জায়গা দেখার অপেক্ষায় রইলাম।👍🌹🌹
@imannalisardar
@imannalisardar 5 месяцев назад
অসাধারণ ফটোগ্রাফি, খুবই সুন্দর কন্টেন্ট। আপনাদের গাড়ি ভাড়া কত করে নিয়েছিলো, যদি একটু জানাতেন। প্লিজ।
@subratadutta8451
@subratadutta8451 4 месяца назад
দুঃখিত, যা দেখলাম সেই সম্বন্ধে বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। শুধু প্রার্থনা করি আপনারা দুজনে একসাথে ঘুরে আমাদের এই সমস্ত অজানা তথ্য দেখান এবং জানান সেই অঞ্চল থেকে। ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন।আর আমাদের আনন্দ দিন । ধন্যবাদ।
@khandkeranisuzzaman2927
@khandkeranisuzzaman2927 5 месяцев назад
আমি বাংলাদেশ থেকে আপনাদের সবসময় ব্লগগুলো দেখি। এত সুন্দর ভারত ।আমাদের হয়তোবা এসব জায়গায় যাওয়া সম্ভব হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে দেখানোর জন্য।
@saikatroy3318
@saikatroy3318 4 месяца назад
অপূর্ব সুন্দর Drone shots গুলো just excellent. Thanks for this mind blowing episode
@UrmimalaBanerjee-os5pt
@UrmimalaBanerjee-os5pt 4 месяца назад
Just বাক্ রুদ্ধ, আপনাদের video দেখার পর আমি একটা ঘোরের মধ্যে থাকি, সব কিছু আমি নিজেই দেখেছি এই রকমই মনে হয়, ধন্যবাদ।
@nandasen6118
@nandasen6118 5 месяцев назад
অপূর্ব অপূর্ব আহা কি দেখলাম ভাষায় প্রকাশ করার ভাষা আমার জানা নেই। ঝর্ণার জল জমে গিয়ে যে বরফের স্তুপ তৈরী হয়েছে ওটা কোনদিন ভুলবো না । আমি মুগ্ধ।
@amitghosh5170
@amitghosh5170 4 месяца назад
খুব সুন্দর পরিবেশনা করছেন শিবাজী দা ❤❤❤, এতো বরফ সোনমার্গ,, আর গুলমাগ থেকে বেশি বরফ দেখলাম দাদা❤❤❤
@shantanudey2906
@shantanudey2906 5 месяцев назад
দাদা অসাধারণ লাগল কি বলবো। আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। সুজোগ টা যদি করে দেন। love you sir.....❤❤❤
@schakrabortty003
@schakrabortty003 5 месяцев назад
This is INDIA Shibaji Da. Apni dekhun. Bidesh dekhar dorkar nei. These are the natural moments. I am proud that I am an Indian. Jodi vul boli khoma korben. We are comming soon at SEPTEMBER.
@priyankabhattacharya9397
@priyankabhattacharya9397 5 месяцев назад
মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমিও আছি, ভিডিও দেখতে দেখতে ভুলেই যাচ্ছি 40/41/42 ডিগ্রী তে বসে আছি, ভালো থাকুন আপনারা
@lilachanda752
@lilachanda752 5 месяцев назад
শিবাজী আমি তোমার দিদির মত কি বলে তোমাকে ধন্যবাদ দেব লিখে বোঝাতে পারবো না এতো সুন্দর সুন্দর জায়গা তুমি দেখালে মনটা ভরে গেল তোমরা সবাই খুব ভালো থেকো।❤❤❤❤❤❤❤।
Далее
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.