এত সহজ সরল , আনিসুল --- তোমাদের আমরা মিস করি সবসময় -- পশ্চিমবাংলার বাসিন্দা হয়েই বলছি এত সহজ-সরল কথাবার্তা আমরা পশ্চিমবাংলার অভিনেতাদের কাছে পাই না , কারণ বোধহয়, পশ্চিমবাংলায় অভিনেতারা "সেলিব্রিটি" হয়ে গেছে । দুই বাংলা ভাগ হয়ে যাওয়াতে "সহজ সরল"কথাবার্তা বাংলা ভাষা থেকে হারিয়ে গেছে। আনিসুল তোমরা সবাই ভালো থেকো।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় নাটকগুলি প্রাণবন্ত হয়ে ওঠে।বরুণ দা আপনি,মাসুদ রানা মিঠু,সঞ্জীব আহমেদ,এম এম মোর্শেদ আরো সবাই, সঙ্গে বিভিন্ন নারী চরিত্র। আপনারাই পুরো নাট্যরূপের মূল কারিগরি। প্রধান চরিত্রগুলোর পাশাপাশি আপনাদের উপস্থিতি না ঘটলে নাটকের আকর্ষনটাই ফিকে হয়ে যায়। নাটক দেখার আগে আপনারা আছেন কিনা সেটা দেখে নিই।