কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ তবে আর যেটাই হোক না হোক আপনার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ইতালি যাওয়ার সময় সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার song এডিং টা আপনার পছন্দ আছে বটে
ভাই এইটা সঠিকভাবে কেউ বলতে পরবে না। কারন যে যেভাবে কন্টাক করে আর এখন দরা না খাইলে ১০ থেকে ১২ লাখ লাগতে পারে।আর দরা খাইলে ১৫ থেকে ২০ লাখ টাকা যেতে পারে এখন লিবিয়ার পরিস্থিতি ভালো না আসতে পারলে ভালো না আসতে পারলে যতো সব ঝামেলা।
ভাইয়া সরকারি ভাবে হসপিটাল এ জব নিয়ে আমার হাসবেন্ড সিলেক্টেড হয়েছে। ফ্যামিলি নিয়ে যেতে পারবে ওখানে শুনেছি। ধরেন আমরা সরকারিভাবে এলাম ওই দেশে তারপর হসপিটালে জব করবে । পরে যদি আমরা ইতালি যেতে চাই লিগ্যাল ওয়ে তে যেতে পারবো কি সরকারি জব ছেড়ে ?? বা গেম এর মাধ্যেমে কি লিগ্যাল ওয়েতে যায় ইতালি তে?? গেম এর মাধ্যেমে যেতে গেলে কি সমুদ্রপথে মেয়েরা সাথে যেতে আর সাগর জাহাজে বা বোর্ট এ কতদিন থাকতে হয় ??
আপনারা চাইলে লিবিয়াতে কাজ করতে পারবেন তেমন সমস্যা হবে না। লিবিয়া থেকে ইতালি বৈধ ভাবে আসার কোন ওয়ে নাই।আর অবৈধভাবে সাগর পথে গেম দিয়ে আসতে হবে। আর নির্দিষ্ট টাইম নাই কতক্ষন রাখতে পারে। আর আমি যখন আসছি ৪২ ঘন্টা লাগছিল। আমি মাছের জাহাজ দিয়ে আসছিলাম। আর আপনারা যে জাহাজে আসতে পারবেন এমন কোন গ্যারান্টি নাই।
@@SkPrabasiEmonvaiOfficial.1M ভাইয়া আর দুইটা তথ্য দিলে অনেক খুশি হবো। ওখানে নাকি মেয়েরা বাহিরে বের হতে পারে না?? তাহলে কি ঘোরাঘুরির জন্য হাজব্যান্ড সহ বাহিরে বের হতে পারব না?? ওখানে নাকি সব মাদ্রাসা স্কুল নাই বাচ্চাদের পড়াশোনা নাকি অনেক খারাপ?
ভাই আপনি কোন দেশে থাকেন.? এবং একটা কথা জানার ছিলো সেটা হলো আমি যতটুকু সুনলাম লিবিয়াতে যাওয়ার পর যদি ভিসা না থাকে তাহলে নাকি পুলিশ এ কোন সমস্যা করে না। আর লিবিয়াতে যেতে কত টাকা লাগে যদি বলতোন তাহলে ভালো হয়😢❤
আমি ইতালিতে আছি, লিবিয়াতে পাসপোর্ট থাকলেই চলবে ভিসার কাজ লাগে না।আর লিবিয়াতে আসলে তিন লাখ ৬০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে।আপনি দালারের সাথে কন্টাক করে নিবেন। বিস্তারিত 🇧🇩🚫🇱🇾
Vai ami jete cai kaj. Korar jonno 3 lak 70 hajar tk cay Resturent a kaj Khawa r pore 30 hajar tk thakbe Amar ki asa thik hbe? R visa lagano jabe ki poroboryi te
লিবিয়া ও তিউনিসিয়া থেকে আলজেরিয়া এবং মরোক্কো হয়ে স্পেন যাওয়া অনেক সহজ যারা লিবিয়া তিউনিসিয়া থেকে আলজেরিয়া মরক্কো হয়ে স্পেন যেতে চান কমেন্ট রিপ্লাই দেন
আসসালামু আলাইকুম, ভাইয়া জানুয়ারি ১৫ তারিখ দুই দিন আগে আমার হাজব্যান্ড গেম দিছে এখনো কোনো খবর পাচ্ছি না। এখন কি সাগরে আছে কোথায় আছে কিছুই জানিনা। দালালেও খবর দিতে পারতেছে না।
যদি কাছের লোক হয় তাহলে আসতে পারেন।আর লিবিয়াতে আসার পর ভিসা প্রসেসিং করে দিতে পারবে। কিন্তু দেশ থেকে ভিসা লাগাইয়া আসলে আপনার জন্য অনেক সুবিধা আছে।আর সবাই দেশ থেকে ভিসা দিয়ে আনতে পারবে না।
আমার হাজবেন্ড কালকে টুরিস্ট ভিসায় গেছে যায়ে ডুবাই নামছে। ডুবাই ওই পাঁচ দিন থাকতে হবে, এখন দুবাইয়ের গেম ঘরে আছে। তারপরে মিশরে একদিন থাকতে হবে। তারপর মিশর থেকে নাকি লিবিয়া যাবে। সে দালালের মাধ্যমে গেছে, সাথে আরো এলাকার লোক আছে আমি এ বিষয়গুলো না বুঝি না কি দিয়ে কি করতে হবে আর এখানে কি কোন রিক্স আছে? গেম ঘরে থেকে নাকি সে কারো সাথে কথা বলতে পারবে না। কথা বলা না কি নিষেধ । এখন সে আমাদের কিছু বলছে না, শুধু বলছে পাঁচ দিন লাগবে এটা সেটা । এই খানে কোনো রিস্ক আছে? প্লিজ জানাবেন
ডুবাই মিশর কোন সমস্যা নাই যদি নেট কানেকশন পাই তাহলে কথা বলতে পারবে।আর লিবিয়াতে কিছু গেম ঘরে কথা বলতে পারে। কিছু গেম ঘরে কথা বলতে পারেন না কারণ ওইখানে নেট কানেকশন পাওয়া যায় না।
দেখেন তো ওনাকে চেনেন কি না আর কিছু দিন আগে লিবিয়া থেকে ইতালি আসার সময় অনেক গুলো মানুষ মারা গেছেন..! আপনার ভাই কার গেইম দিয়ে ছিলো আর কত তারিখে দিয়ে ছিলো 👉লিংকে ক্লিক করেন 👇ru-vid.comUgkx4RndI5MQbW_V4ZPFe2pEoLJWgAgk82Pf?si=amGondYIhiEsnCmx
ভাই লিবিয়াতে আসলে জীবনের চেয়ে টাকার ক্ষতি বেশি হয়। এমন ও লোক আছে ১৫,২০ লাখ টাকা নষ্ট করছে এই পথে ইতালিতে আসার জন্য কিন্তু লিবিয়া থেকে বাংলাদেশে ফেরত পাটিয়ে দিছে।তাই কিছু করার আগে ভেবে করবেন।
#প্রশ্ন উওর পর্ব Episode চাই ✔ বলতে গেলে আমি আপনার একজন বড় ভক্ত। আমার ও বড় ইউটিউব চ্যানেল ছিল, বড় পেজ ছিল। সব বিক্রি করে লিবিয়া হয়ে ইতালি আসার চিন্তা করছি ভাই। আপনার চ্যানেলের সকল ভিডিও ডাউনলোড করা আছে আমার। যদিও আমি সকল প্রশ্নের উওর পেয়ে গিয়েছি তাও কয়েকটা প্রশ্ন করলাম as a subscriber & Fan🥰 1) ভাই লিবিয়া থেকে যত সমস্যাই হোক মনে করেন ইতালি তে পৌছাইলাম। এর পরে বাম্বিনো দিবো নাকি শিবানী? আমার ইনকাম আগে দরকার। আর শিবানী দিলে কি বাড়ি থেকে টাকা নিয়ে উকিল ধরে ডকুমেন্টস করতে হয়? সিস্টেম টা কি?? কিভাবে/ কখন বলব আর কাদের কাছে বলব যে আমি বাম্বিনো দিবো নাকি শিবানী দিবো?? ২) আমি আগামি ৩ মাসের মধ্যে মানে ঈদের আগে গেম দিতে চাইতেছি। কখন গেম দিলে ভালো হবে এখন প্লিজ জানাবেন। ❤ ৩) ইতালি তে পৌছাইলে দেশে পাঠিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? অথবা অন্য দেশে স্হানন্তর করে দিবে নাকি?? ৪) আমার পাসপোর্ট সহ সকল ডকুমেন্টসে বয়স ২২ বছর। আমি কি ইতালি তে সহি সালামতে পৌঁছাইলে বয়স পাসপোর্টে যা আছে তাই কি দিবো? নাকি কমিয়ে দিবো? এ সম্পর্কে যদি একটু জানাইতেই প্লিজ।