Тёмный

লুৎফুন্নিসার জীবন কাহিনী || The story of Lutfunnissa Begum 

Manas Bangla
Подписаться 374 тыс.
Просмотров 913 тыс.
50% 1

পলাশীর যুদ্ধে বিপর্যয়ের পর সিরাজ স্ত্রী লুৎফুন্নিসা, তাঁদের একমাত্র কন্যা জোহরা এবং একজন অনুগত খোজাসহ ১৭৫৭ সালের ২৪ জুন রাতে নিভৃতে শহর ত্যাগ করেন। কিন্তু অচিরেই তিনি ধরা পড়েন এবং সপরিবারে তাঁকে মুর্শিদাবাদ ফিরিয়ে আনা হয় এবং মীর জাফরের আদেশে সিরাজকে হত্যা করা হয়। তারপর লুৎফুন্নিসা ও সিরাজ কন্যার কি হলো এই নিয়ে আজকের এই ভিডিও, আশাকরি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে চ্যানেল এর সাথে থাকবেন এই আশা রাখি।
#LutfunnissaBegum#Sirajuddaula#khoshbag
Music: www.bensound.com
Royalty Free Music from Bensound
& RU-vid Library.

Опубликовано:

 

14 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 816   
@aslamparvez1813
@aslamparvez1813 4 года назад
বাংলার ইতিহাস শুনে সত্যি দুই চোঁখে জলে ভরে গেলো লুৎফনেসা জীবনী সত্যি বর্তমান শিক্ষা হয়ে থাকবে যত দিন এই বাংলার ইতিহাস মানুষে মুখে থাকবে।
@ankitachakraborty9483
@ankitachakraborty9483 3 года назад
আমার অন্যতম প্রিয় চরিত্র বেগম লুত্ফুনিসা । আমি ঐই চরিত্রকে খুব ভালোবাসি। কিন্তু ঐই ইতিহাস খুবই বেদনাদায়ক । চারিদিকে বিশ্বাসঘাতকতর বেরাজালের মধ্যে যে স্ত্রী তার স্বামীকে দুহাতে আগলে রেখেছিল তাকে আমার শত কোটি প্রণাম। এরকম ভালোবাসা যেন যুগে যুগে ফিরে আসে।
@NasirUddin-jr9qp
@NasirUddin-jr9qp Год назад
বাংলাদেশ থেকেই জানা মানস বাংলা কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
@md.ashiqulislam2655
@md.ashiqulislam2655 Год назад
BD thke manos dada k.onk.onk pronam
@kamolpulu836
@kamolpulu836 Месяц назад
দাদা ভালো কাজ করতে অনেক বাধা আসবে।আপনি এগিয়ে জান একদিন সফল হবেন।আপনি এবং সমরিতা দিদি ইতিহাসের ওমর হয়ে থাকবেন।চট্টগ্রাম বাংলাদশ।
@delowarabegum5663
@delowarabegum5663 2 года назад
বাংলার ইতিহাস শুনলে আবেগাপ্লুত হয়ে পড়ি। ধন্যবাদ মানস দাকে। (বাংলাদেশ থেকে)
@debashismondal4604
@debashismondal4604 4 года назад
লুতফুনিশার জীবন কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিও ক্লিপে। এমন বিবরণ সম্ভবত ইতিহাসেও লেখা নাই। অনেক ধন্যবাদ।
@bablubaidya3499
@bablubaidya3499 4 года назад
ভীষন ভীষন ভালো লাগলো মানস দা । ভারাক্রান্ত হৃদয়ে মনটা অস্ফুট স্বরে বলে ওঠে এত করুন অকৃত্রিম ভালোবাসা? যা মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। প্রণাম জানাই এমন ভালোবাসাকে ধন্য লুৎফুন্নিসা ধন্য তোমার বিরহ প্রেম। অনেক ভালোবাসা জানাই মানসদাকে যিনি অতীত স্মৃতি রোমন্থন করে এত সুন্দর ভাবে উপস্থাপন করলেন যা মানুষের অন্তরে গেঁথে দিলেন স্মৃতি বিজড়িত ফুলের মালাখানি। অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই খুব ভালো থাকবেন 🕉🙏🌷
@manasbangla
@manasbangla 4 года назад
অনেক ধন্যবাদ।
@bablubaidya3499
@bablubaidya3499 4 года назад
@@manasbangla bhalo thakben 🌷
@bidyutmallick1001
@bidyutmallick1001 4 года назад
মানস দা আর আমার বাংলার আকাশ দা দুজ নেই খুব ভালো ভিডিও বানান । ধন্যবাদ আপনাদের ।
@mojibursekh8451
@mojibursekh8451 4 года назад
Thanks
@rashidrashid-qb8ho
@rashidrashid-qb8ho 2 года назад
আমি বাংলাদেশ থেকেঅসংখ্য ধন্যবাদ। ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাস হাজার বছর ধরে মানুষ অমর হয়ে থাকবে। ইতিহাসকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@pareshgarain2006
@pareshgarain2006 3 года назад
ইতিহাস চিরকালই শিক্ষা দেয়। যারা ইস্কুলে পড়ার সুযোগ পায়নাই, তাদের কাছে এই ভিডিও গুলো শিক্ষার উৎস।
@krishnagupta7488
@krishnagupta7488 3 года назад
অজানা কে জানার এক অসাধারণ প্রচেষ্টা। খুব ভালো লাগলো দাদা। ইতিহাস আমাদের অন্ধ মনের দূয়ার খুলে দেয় এবং জ্ঞানের আলোতে উদভাসিত করে। এই মহীয়সী নারী লুৎফুন্নিসাকে আমার প্রণাম 🌹🙏🌹
@ntv6518
@ntv6518 Год назад
মানস বাংলার মানস বাবুকে মুর্শিদাবাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।বাংলাদেশ থেকে দেখি,ভালো লাগে।
@subratosarkar3803
@subratosarkar3803 3 года назад
What a pious lady Begum Lutfurnnisa was
@hafijulgirlswear8278
@hafijulgirlswear8278 4 года назад
লুৎফোরনিশার জীবন কাহিনী শুনে আমার চোখ ভিজে যায়, ধন্যবাদ দাদা আপনাকে এই সুন্দর ভিডিও পরিবেশন করা র জন্য
@alliswell6545
@alliswell6545 2 года назад
কিছুই বলার ভাষা নাই। নবাব ও লুৎফোন্নছার শেষ জীবনের কষ্টদায়ক ঘটনা শুনে দুচোখ দিয়ে অশ্রু ঝরছে।
@shahidultarek2643
@shahidultarek2643 3 года назад
বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সমগ্র সদস্যের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা
@nuhhossain2399
@nuhhossain2399 3 года назад
দাদা সবচেয়ে কষ্ট লাগছে এই জিনিসটা কল্পনা করে যে, তার স্বামীকে হত্যা করছে, তিনি একজন রানী ছিলেন কিন্তু হয়ে গেলেন ভিখারির মত, তারপর তার মেয়ে জোহরা চারটি বাচ্চা রেখেই তার চোখের সামনে মারা গেল, সেই বাচ্চাদেরকে নিয়ে তাহলে লুতফন্নেছার কি কষ্ট হইছে... এগুলা ভাবতেই চোখে পানি এসে যায়। তার মানে পুরো জীবনটাই সে কত কষ্টে কাটিয়েছে।
@nanditaroy2719
@nanditaroy2719 3 года назад
খুব বেদনাময় ঘটনা😭, সার্থক ভালোবাসা ,এই ভাবেই আপনার কাছ থেকে মুর্শিদাবাদের আরও ইতিহাস জানতে চাই ,অনেক ধন্যবাদ আপনাকে,ভালো থাকুন সুস্থ থাকুন
@drshtalukder2926
@drshtalukder2926 3 года назад
Honourable late Lutfunnesa,wife of late nabab Sirajuddaula was the real dedicated woman in the nabab family .
@jyotiprakashbhattacharya5186
Never ending history in Murshidabad.I am proud for Murshidabad because I am son of Murshidabad.
@md.mahamudhasanraihan2286
@md.mahamudhasanraihan2286 4 года назад
শেষের দিকের নবাবের বেগমের কাহিনি শুনে চোখ ছলছল করছিল। আজকের মেয়ে জাতিদের নবাবের বেগমের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ নবাবের পুরো পরিবারকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন
@tasnimmahbub6686
@tasnimmahbub6686 3 года назад
ŮŒ
@souvikparamanik7021
@souvikparamanik7021 3 года назад
💖
@MdBillal-cr9on
@MdBillal-cr9on 2 года назад
কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি এরকম একজন স্ত্রী থাকলে দুনিয়া ও আখেরাতে উভয় কালেই শান্তি পেতাম।
@aratun1493
@aratun1493 Год назад
Lq
@mdhossainmanik2825
@mdhossainmanik2825 4 года назад
খুবই বেদনাদায়ক ঘটে যাওয়া অতিথের কাহিনী,মনের মধ্যে কি রকম লাগে নিজে প্রকাশ করতে পারছি না,আপনার কথা গুলো অনেক সুন্দর লাগে,আমি একজন বাংলাদেশী ★করিনি কভু মাথা নত -উচ্চ রেখেছি শির। জিবন দিয়ে প্রমাণ করিবো -আমরাই ভালোবাসার আসল বীর★বেগম লুৎফর নিছা
@koushikghosh5118
@koushikghosh5118 4 года назад
বেগম লুৎফুনিনসা কে জানাই শতকোটি প্রণাম যিনি যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন, উনি ইতিহাসের একজন মহীয়সী নাড়ি চরিএ 🙎🙎🙏🙏
@debashisghosh2228
@debashisghosh2228 3 года назад
Lots of respect to begam.
@wajiullaha1491
@wajiullaha1491 3 года назад
vv
@mat6646
@mat6646 2 года назад
🥺🥺😭😭😭😭
@s.mabdulmabud
@s.mabdulmabud 4 месяца назад
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আপনার ভিডিও দেখে অত্যন্ত আনন্দিত হলাম।।
@m.smachinehouse7317
@m.smachinehouse7317 Год назад
ভালোবাসা এমন হওয়া উচিত,,, ❤❤❤
@debprosadchatterjee4410
@debprosadchatterjee4410 4 года назад
আমি আপনাকে অনুরোধ করেছিলাম লুৎফাউন্নিষার ব্যাপারে লিখতে। মনটা ভ'রে গেল ভাই। বর্তমানে সব মেয়েদের এটা শোনা উচিত। ইনি নারী সমাজের অন্যতম আদর্শ। কেবল দীর্ঘশ্বাস ফেলছি। জানি না কখন ঘুম আসবে। নিজে একটু লেখালেখি করি, তাই আপনার উপস্থাপনা ঠিক কাব্যের মতোই লাগল। অসংখ্য ধন্যবাদ ভাই।
@manasbangla
@manasbangla 4 года назад
অনেক ধন্যবাদ আপনাকে, চেষ্টা করছি আরও ভালো কিছু করার।
@arpitarudra6201
@arpitarudra6201 4 года назад
ঊনিশের
@kazihelaluddin178
@kazihelaluddin178 4 года назад
Excellent..Thanks for uploading.
@spsabbirbd
@spsabbirbd 4 года назад
বাস্তব কথা বলছেন ভাই আজকাল মেয়েরা যদি এইগুলা দেখে তার পরেও ওদের লজ্জা সরম হবে না
@muhammadnoman1895
@muhammadnoman1895 4 года назад
সিরাজুদ্দৌলার জীবন নিয়ে একটা বাংলা ফিল্ম তৈরির অনুরোধ করছি 🙏
@mohiniroy6646
@mohiniroy6646 3 года назад
Apnar vidio dekhe History r proti valobasa bere gache.
@robaiadnan5517
@robaiadnan5517 4 года назад
স্যার, আমি একজন শিক্ষক।আপনার ভিডিও থেকে অনেক নতুন কিছু জানলাম। ধন্যবাদ।
@ariftanim4041
@ariftanim4041 2 года назад
আপনি এভাবেই কনটিনিউ করে যান ইতিহাসের অজানা গল্প-কাহিনীগুলো। বাংলাদেশ থেকে শুভকামনা দাদা আপনার জন্য।
@faiyaztakrim8542
@faiyaztakrim8542 2 года назад
Kon year-a Nawab Sirajuddaula and Lutfunnisa-r Biye hoyechilo. Biyer somoy Taher age koto chilo janate parley valo hoto Dada.
@henarahman8875
@henarahman8875 Месяц назад
মানসদা, ইতিহাসকে এত ভালোবেসে বাংলার আপামর মানুষের সামনে তুলে ধরার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ঢাকা থেকে। আপনাদেরই প্রচারিত চ্যানেল থেকে সিরাজউদ্দৌলা সিরিয়াল দেখেছিলাম। আমি সত্যি মুর্শিদাবাদের পড়তে চাই জানতে চাই
@chinmoymurung474
@chinmoymurung474 4 года назад
হুম,পলাশীর এই ইতিহাস সত্যি শিউরে ওঠে। ভারত সরকার এটিকে আরো সম্মৃদ্ধ করে সারাদেশে নাম উজ্জ্বল, অম্লান করুক এই মিনতি জানাই
@shahidaakter9798
@shahidaakter9798 3 года назад
দগধই হদগজজজগগড়ড়মদর্যহতন্র্াাস কতসাঙূব্
@shahidaakter9798
@shahidaakter9798 3 года назад
গকাটবসচস
@idrishmiah7
@idrishmiah7 4 года назад
দারুন হয়েছে দাদাভাই।👍 সত্যিই ইতিহাসটা বেদনাদায়ক,😭 আর আপনার কথার দরনে গঠনাটা আরো হৃদয় স্পর্শ করেছে।🙏🙏
@bushrabintehannan4539
@bushrabintehannan4539 3 года назад
,।
@mdshahin-uk8ud
@mdshahin-uk8ud 4 года назад
দাদা নিজের অজান্তে কান্না চলেআসলো ধন্যবাদ যদিও আমি বাংলাদেশী
@Deepak-uz5tm
@Deepak-uz5tm 4 года назад
কালের গর্ভে হারিয়ে যাওয়া কত ইতিহাস কে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
@astalha7777
@astalha7777 3 года назад
আহ!!!কী হৃদয় বিদারক কাহিনী।
@sukhamaydas5754
@sukhamaydas5754 3 года назад
খুব দূঃখ জনক ঘটনা যে সিরাজের প্রিয় পত্নী লুতফন্নেসার শেষ জীবন দুঃখে কাটলে কখনোই সুখের জন্য কারো কাছে আত্মসমর্পণ করেন নি।প্রকৃত ভালো বাসার এই নিদর্শন তিনি দেখিয়েছেন । তোমাকে এখনো তাই সেলাম জানাই।
@taposcomilla1
@taposcomilla1 4 года назад
ভাই আপনি নিজেই এক ইতিহাসবিদ। অনেক কিছুই জানাগেছে আপনার কাছ থেকে। =ধণ্যবাদ
@umaranidas4162
@umaranidas4162 3 года назад
Very nice . l have visted Murshidabad and its all nearest places 30 years ago but do not have any details idea.Really it is highly acceptable.
@sankhadipmandal1401
@sankhadipmandal1401 2 года назад
Being as a great devotee of Nawab Siraj ud Daulah the life of Luftunnesa Begum was very tragic really when she lost her beloved husband she not only became insane but was imprisoned and took the duty to care her daughter. Her life just brings tears to my eyes.
@amlanbhandari3813
@amlanbhandari3813 Год назад
মানস দা আপনার দৌলতে মুর্শিদাবাদের অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম ।খুব ভালো লাগল ।এইরকম কাজ আরো করযান ।আপনার সঙ্গে আছি ।
@avisekchowdhury8555
@avisekchowdhury8555 4 года назад
অতীতকে ইতিহাস হতে সময় লাগে।আর সব ইতিকথা যে সুখের হবে এমনতো নয়!"আমি সিরাজের বেগম” বইটি একযুগ আগে পড়ে মনে হয়েছিল..যে নদী যত গভীর সে বয়ে চলে তত নীরবে।আপনার উপস্থাপনায় এখন যেন সে নদীর গভীরতা আরও বেড়ে গেল।ধন্যবাদ দাদা আপনাকে।।
@tariqulislam6282
@tariqulislam6282 4 года назад
Nomosker sir,ami Bangladesh thake kivabe"ami sirazer begum"boi te pate pari doya kore aktu janaben.
@parthasharma1775
@parthasharma1775 4 года назад
@@tariqulislam6282 বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার লোক কোলকাতা আসে। আপনার চেনা জানা কেউ আসলে তার কাছে অনুরোধ কোরবেন।
@sanjuktabagchi2404
@sanjuktabagchi2404 3 года назад
অসাধারণ অনেক বেদনা এই ইতিহাস আপ্লুত আপনার ভিডিও দেখে বুকটা মুজরে উঠে।😭😭
@abdulmohinchowdhury2235
@abdulmohinchowdhury2235 4 года назад
Thanks for your patience and understanding the history of India. It is so nicely presented by you Dada.
@mixedtube6791
@mixedtube6791 4 года назад
চোখের পানি ধরে রাখতে পারলাম না।
@abdurrahaman7068
@abdurrahaman7068 4 года назад
ভালো লাগলো জবাব। ইতিহাস হয়ে আছে ওনারা আমাদের অন্তরে ওনার চিরকাল থাকবে। আললাহ পাক ওনাদের জান্নাত ফেরদৌস দান করুন
@navidakhter7679
@navidakhter7679 2 года назад
সত্যি বাংলার এই ইতিহাস শুনে চোখে জল চলে এল। নবাব পত্নী লুৎফুন্নেসার শেষ জীবন অত্যন্ত কষ্টের ছিল। নবাব সিরাজউদ্দৌলা এবং বেগম লুৎফুন্নেসা চিরকাল বাঙালির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন 🙏🙏🙏
@pratyushamukherjee7638
@pratyushamukherjee7638 3 года назад
নবাব সিরাজদৌল্লা আমার কাছে আজ ও বেঁচে আছেন। চোখের জল বেড়িয়ে আসে ওনার কথা ভাবলে।
@sankarimondal4694
@sankarimondal4694 2 года назад
Asadharon lage apnar vdo gulo dada,,Begum Lutfannesa er kahini sune choke jol chole ,,bodh kori erokom valobasa bortomane birol ,, Lutfannesa prothom jibon dekhle tini pitrihin e bola jai ,,porobortikale swami and santan keo harie6en,,osomvov bedonar jibon,,star jalsha te " ami sirajer Begum" seriol last sscene er kotha mone pore gelo😭😭
@rafiqbacchubacchu5387
@rafiqbacchubacchu5387 Год назад
মানষ বাংলার প্রতিটি ঘটনা আমি অত্যন্ত মনযোগ দিয়ে শুনি এবং বিমোহিত হয়ে যাই । দাদা আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
@md.sujauddin5251
@md.sujauddin5251 3 года назад
Khub valo laglo
@fauziaahmed4542
@fauziaahmed4542 4 года назад
অসাধারণ আপনার উপস্থাপনা, ক্ষনিকের জন্য হলেও আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। বড়ই বেদনা- বিধুর এই ইতিহাস।
@faridayesminlipe7965
@faridayesminlipe7965 3 года назад
@@politics7428 ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[ttt[tttttttttttttttttttttttttttttttttttttttttt[t[ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[tt[tt[tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[ttttttt }
@narayanchandrasarkar9079
@narayanchandrasarkar9079 Год назад
অসাধারণ লাগলো।লুৎফুন্নেসার জন্য আমার সমবেদনা রইলো,আর নবাবের জন্য স্যালুট।শ্রীমান মানস দাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সকল ইতিহাস পুনঃউত্থাপনের জন্য।
@bananirkalakakali6127
@bananirkalakakali6127 3 года назад
এত সুন্দর উপস্থাপনা অবাক হয়ে দেখলাম 👍❤️দারুন
@tumpabardhan8800
@tumpabardhan8800 2 года назад
Asadharon vedio. Ei somosto oitihasik jaegaguli ke sonrokhok korahok.
@taniasultana786
@taniasultana786 3 года назад
Apnar video gulo dhakle pran juriye jai
@travelandfoodau
@travelandfoodau 4 года назад
Thanks for your broadcasting this unknown memory but India is absolutely nothing without history of Muslim kings
@giasuddinkhandaker3499
@giasuddinkhandaker3499 4 года назад
Dada ami Bangladesh e bash kory. Apnar uposthapona khub valo.. Amar kanna chole Ashe..... Ami apnar ekjon fan... Ami bar bar dekhi apnar video gulo.... Thanks Dada
@DinaTinyworld
@DinaTinyworld 3 года назад
Thank youuuuuuuu
@Travelvlogbiplab
@Travelvlogbiplab 3 года назад
ভালো লাগলো ভিডিওটি
@MdMusa-iz9hn
@MdMusa-iz9hn 3 года назад
বাবু ধন্যবাদ।অত্যন্ত ভাল লাগল।বারবার শুনতে এবং দেখতে ইচ্ছে করে।
@spsabbirbd
@spsabbirbd 4 года назад
ভালোবাসা কাকে বলে এই ভিডিও দেখলেই বুজা যায় ❤❤❤❤
@jewelrana4688
@jewelrana4688 3 года назад
দাদা বাংলাদেশের ঢাকা থেকে দেখছি
@mahmudulhuqkhan897
@mahmudulhuqkhan897 3 года назад
লুৎফন‌নিসার মহান ত‌্যাগ,তি‌তিক্ষা ও ভা‌লোবাসার কথা জেনে খুব ভা‌লো লাগল।একজন সম্ভ্রান্ত অ‌ভিজাত বিধবা নারীর প্রা‌নে তার স্বামীর জন‌্য কতটুকু প্রেম, ভা‌লোবাসা থাক‌লে, এত দুঃখ কস্ট স্বীকার ক‌রে অামৃত‌্যু স্বামীর কব‌রের পা‌শে দীর্ঘ ২১ বছর কৃচ্ছতা সাধন ক‌রে বে‌চে ছি‌লেন,ভাব‌তে অবাক লা‌গে।নিশ্চয়ই মাহান অাল্লাহ্ চিরকালই তার নাচার ব‌ান্দা‌দের সহায় অা‌ছেন।
@saurabhchakrabarti2699
@saurabhchakrabarti2699 4 года назад
এটাই হলো প্রকৃত নবাবী রক্ত। অনেক কিছু জানলাম ভিডিও টা থেকে
@hafizatalukder5705
@hafizatalukder5705 3 года назад
ইতিহাসের এই নির্মম করুন কাহিনী শুনলে গা শিহরিয়ে উঠে।
@namitamondal9272
@namitamondal9272 3 года назад
Eai kahini sunley, siraj er jonnokhub kasto hoi.
@asitkumarsasmal5347
@asitkumarsasmal5347 3 года назад
আপনার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি প্রেমে পড়ে গেলাম।
@manasbangla
@manasbangla 3 года назад
শুভেচ্ছা রইলো।
@KusangshuRoy
@KusangshuRoy 4 месяца назад
Khub valo legeche
@anushreepatra6238
@anushreepatra6238 4 года назад
Sotti chokhe jol chole elo...Jani na kakhan ghumate parbo...onek dhonyabad apnake ...erokom ekta vedio tule dhorar jonno...
@lotanmondal3209
@lotanmondal3209 3 года назад
অনেক অনেক নতুন তথ্য সংগ্রহ করে আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
@bablukumardhar3989
@bablukumardhar3989 4 года назад
Amazing videography! Quality research work! Immense courage! Thank you so much for the precious documentary!
@manasbangla
@manasbangla 4 года назад
Thank you Sir.
@ravinkhan5193
@ravinkhan5193 3 года назад
Khub kosto lage ei history mone porle
@rubelahmed7155
@rubelahmed7155 3 года назад
এই কাহিনি শুনে যা ভাবলাম,জনাব সিরাজের কবরের পাশে লুতফুন্নেসাকে কবর না দিয়ে যদি অন্য কোথায় দেওয়া হত আমার খমতা থাকুক আর না থাকুক, মরি আর বাচি,জিবন গেলে যেতো,তারপরও লুতফুন্নেসার কবর নবাবের পাশেই নিয়া আসতাম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@RK_Official268
@RK_Official268 4 года назад
Darun darun darun......karor vlobasa k choto krchi na tbe..... momtaj, layla, sbar vlobasr urdhe lutfar begom er vlobasa.....❤
@tapatimaji2329
@tapatimaji2329 2 года назад
খুব খুব ভালো লাগলো আপনার কাছে আর সুনতে চাই
@aslamtheexplorer5265
@aslamtheexplorer5265 4 года назад
ভাই আপনার কাছে অনুরোধ রইল নবাব টিপু সুলতানের বিষয়ে তথ্য উপস্থাপন করার জন্য।
@anupbiswas8220
@anupbiswas8220 2 года назад
Very good very good, continue
@atabulsekh2910
@atabulsekh2910 4 года назад
তোমার ইতিহাস বলাটা খুব ভালো লাগে ।
@krishnabasu8918
@krishnabasu8918 3 года назад
Asadharon
@AftabAlam-yo6lj
@AftabAlam-yo6lj 3 года назад
Manus Da U R great I salute you for your achievements
@parthamookerjee2628
@parthamookerjee2628 3 месяца назад
Thanks for the information ❤❤❤
@tareqrahman3251
@tareqrahman3251 4 года назад
ভিডিও দেখে খুব ভালো লাগলেও দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দাদা । লুৎফুন্নেছা আমার মা ও একজন মহীয়সী নারী । আল্লাহ্ যেন আমাদের নবাব পরিবারের সকলকে জান্নাতবাসি করেন 😍😍 বাংলাদেশ থেকে বলছি দাদা ।
@mistu2001
@mistu2001 4 года назад
কল্পনা করেই গা শিউরে উটল। ইও ভালোবাসা।নিজেকে সেই জায়গা য় যখন দেখলাম।মন মোচড় দিয়ে উটল ।নিচে উনি যাকে মনে প্রাণে ভালোবেসেছি ।তার স্পর্শ ও আজ নেই।মনে পড়ে তার সঙ্গে কাটানো সময়।তার মাঝে নিজেকে হারিয়ে ফেলা।সে এখন নিচে।নিথর নির্জীব।সে আর কথা বলছে না।আমাকে কিছু বলছে না ।এই অনুভূতি যেনো লুৎফুন্নেছা র।সত্যি চোখে জল চলে এলো।মনে বেদনার অনুভূতি এক্ষণ ও।ভালোবাসার মানুষ কে হারানোর বেদনা এর চেয়ে বেশি বেদনার কিছুই নেই।
@mithubala6766
@mithubala6766 3 года назад
অসাধারণ দাদা
@MdLza
@MdLza 2 года назад
Aro vlo kisu diben.onek vlo hoise.
@mdmahmudkarim7498
@mdmahmudkarim7498 3 года назад
এই মহিয়সী এবং পুত পবিত্র নারীকে আল্লাহ জান্নাত নসিব করুন,আমিন।চারিত্রিক দৃঢ়চেতা এই মহান নারিকে জানাই সশ্রদ্ধ স্যালুট।
@haranathsabui6768
@haranathsabui6768 3 года назад
খুব ভালো লাগলো,ধন্যবাদ এই রকম ভি ডি ও আরও সুনতে চাই
@MdFaruk-ie2hf
@MdFaruk-ie2hf Год назад
দাদা আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে।নবাব সিরাজুদ্দৌলার জন্য এখনও আমাদের মন কাদে।
@csnoor6
@csnoor6 2 года назад
Great Information
@bipratikadar388
@bipratikadar388 2 года назад
Darun.......
@06.anoushkabhowmick67
@06.anoushkabhowmick67 4 года назад
Nawab Siraj ud Daulah ar Begum Lutfunnisa r konna Johra Begum ke niye please ekta video deben,Johra r chotobela kibhabe ketechilo,Johra kibhabe mara giyechilo ei sob niye please ekta video deben,amar ei onurodh ta please rakhben dada, please please dada.
@bajitpurupajelabnpkishorganj-5
@bajitpurupajelabnpkishorganj-5 3 года назад
অসাধারণ
@anildutta8979
@anildutta8979 4 года назад
অজানাকে সঠিক ভাবে জানাতে পারেন খুব কম মানুষ। ধন্যবাদ আপনাদের।
@anwarhossain561
@anwarhossain561 4 года назад
ভালবাসা এমন হওয়া উচিত। শ্রদ্ধা নবাব সিরাজউদ্ দলা এবং তার প্রিয় স্ত্রী লুতফুন্নিসা বেগম কে।
@bandanamukherjee9349
@bandanamukherjee9349 3 года назад
bortoman Ne Dukhi 24 Pargana exam mohila case Nawab Siraj Dulla Samadhi chawal Se Tu Dekhte chai
@masoodkarim5620
@masoodkarim5620 3 года назад
ধন্যবাদ ভাই সাহেব,অসাধারণ উপস্থাপনা হয়তোবা এটাই চরম সত‍্য ঘটনা।ধন্যবাদ।
@neyazmahmud8862
@neyazmahmud8862 4 года назад
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের সুন্দর একটা করুন কাহিনি জানতে পারলাম। এক মহিওশি নারির সত কাহিনি জানতে পারলাম। আপনি দিরঘজিবী হোন আর আমাদের মাঝে এরকম অজানা সত্যি ইতিহাস গুলো তুলে ধরুন
@skkabirali7568
@skkabirali7568 Год назад
Apna k onek onek dhonnobad.
@abubakarsiddik5
@abubakarsiddik5 3 года назад
ভাই আপনার ভিডিও টা অনেক ভালো লাগছে বাংলাদেশ থেকে বলছি তার অনেকগুলো ভিডিও আমি দেখেছি অনেক ভালো উপস্থাপনা করতে পারেন আপনি
@Bablu1400
@Bablu1400 3 года назад
অসাধারণ উপস্থাপনা খুবই আবেগপ্রবণ
@lavliloveli8114
@lavliloveli8114 4 года назад
আমার কান্না চলে আসে এই ইতিহাস শুনলে
@riniroki2135
@riniroki2135 3 года назад
ধন্যবাদ। বাংলাদেশ থেকে। ভালো লাগলো।
@abidbahar7508
@abidbahar7508 4 года назад
True love deny boundaries; religious, racial,or cultural boundaries. Love is about one heart seeking another heart! Seraj and Lutfuness were simply lovers. I was moved by the narrator's great narration style. I am imagining what was crossing in the mind of Lutfannessa, when Seraj was arrested and taken away from her and her daughter's embrace. Thank you. Abid Bahar from Montreal, Canada.
@sarodrau4602
@sarodrau4602 2 года назад
In fact, it is nothing different if it happened in case of in a beggar's family relationship; at least human mind should be justified based on equality rather than discrimination. We need to investigate the unjustified deaths and unfair events back in the so called Harem of those historical politicians. History repeats itself, killing invites killing...that very Polashi-event is one of the uncountable miseries of the world today...natural history-created characters often are different than literature/emotion-created characters...we Bengali cry or laugh very easily like tides of river...
Далее
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 211 тыс.