বিয়ের ছয় বছর যাবত সন্তান হয়না,কত কটু কথা,কত যন্ত্রনা সহ্য করলাম, কত চিকিৎসা করলাম,লক্ষ লক্ষ টাকা খরচ করলাম,মেজর অপারেশন হলো,ফাইনালি,,তার পর আল্লাহ একটা সন্তান দিলেন,জীবনের শ্রেষ্ঠ সুখের মূর্হুত গুলা অনুভব করছিলাম মনে হলো আমি স্বপ্নের জগতে আছি, হটাৎ করেই স্বপ্ন ভেংগে চুরমার হয়ে গেলো,কোনো দূর্ঘটনা ছারাই ৫ মাসের বেবি ডেলিভারি হয়ে গেলো,আমি পাগলের মত হয়ে গেলাম,কারো শান্তনা,কারো সংগ,কিছুই ভালো লাগেনা,দিনরাত শুধু কান্না করতাম,তার পর এই কোরআন তেলাওয়াত আমার একমাত্র সংগি হলো,কোরআন তেলাওয়াত শুনেই একমাত্র শান্তি পাই,,,,
আপু কারোর নজর লাগতে পারে,নজর লাগে এমন কিছু করবেননা,সবার সাথে সব শেয়ার করবেননা,আল্লাহ কে বলেন,আমল করেন,ইনশাআল্লাহ সামনে ভাল কিছু হবে,আল্লাহ চাইলে সবই সম্ভব, আপনি নিজের খেয়াল রাখুন,নিজে সুস্থ থাকুন❤️
হে আমাদের রব্ব । আমরা তোমার কোন নেয়ামতকেই অস্বীকার করিনা ।আর সেই ক্ষমতা আমাদের নেই । আমরা দুর্বল, আমাদের রব্ব সবকিছুর মালিক ।হে আমাদের রব আমাদের ক্ষমা করুন আমাদের ইসলামের প্রতি অটল থাকার তৌফিক দান করুন।
হে আল্লাহ ঈমানী শক্তি বাড়িয়ে দিন- হে আল্লাহ আমি ও প্রতিটা মুসলমান যেনো কালেমা!! পড়ে কল্যানকর মৃত্যু বরণ করতে পারি। لا إله إلا الله محمد رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" আস্তাগফিরুল্লহ।
আমি আমার বাবাকে খুব মিস করি তোমার বাবাকে দেখতে পারি নাই আমি যে একটা কপাল পুড়া ছেলে প্রবাসি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তুমি আমার বাবা কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বাসিন্দা করেন আমিন 🤲🤲🤲🤲😭😭😭😭I Miss YOU baba
মাশা আল্লাহ। এত্ত মধুর কন্ঠ!!!!! আমি যেখানে যে অবস্থাতেই থাকি, উনার মত করে গুন গুন করে তেলাওয়াত করার চেষ্টা করি। অভ্যাসে পরিনত হয়ে গেছে।আগে গানের কলি গুনগুন করতাম আর এখন কোরআন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
হে আল্লাহ তোমার প্রতি মহব্বত তৈরি করে দাও। মনটা প্রশান্ত করে দাও, পেরেশানি দুর করে দাও, আমার উপর রহম কর, রিজিক প্রশস্ত করে দাও। আমার মা, বাবা স্ত্রী সন্তান ভাই বোন দাদা দাদি, নানা নানি সহ সবাইকে মাপ করে দাও।
আমি যতখন কোরআন শুনি মনে হয় আল্লাহ বানিআদম ওহাওয়া সৃষ্টিরপর থেকে কতইনা সুন্দর করে সাজিয়ে সারা পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার,আলহামদুলিল্লাহ , আল্লাহ যেন জানাও অজানা সেই গুনাহগুলোমাপ করেন,, সবাই আমার জন্য দোয়া করবেন,আমিন
পানি পান করার সুন্নত ৬টি ১.বিসমিল্লাহ বলা। ২.পানি দেখে খাওয়া। ৩.বসে খাওয়া। ৪.ডান হাতে খাওয়া। ৫.তিন শ্বাসে খাওয়া। ৬.শেষে আলহামদুল্লিাহ বলা। ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। বরকত পাবেন ইংশাঅল্লাহ।
কি পরিমাণ মায়া দিয়ে গাথা এই কুরআনের প্রতিটি শব্দ। লক্ষ লক্ষ বার শুনলেও একটু বিরক্ত লাগে না৷ আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুক। একবার কি ভেবে দেখেছি যে, আমার রব যদি আমাকে শ্রবণশক্তি না দিতেন কখনোও কি এই মন শীতল করা কুরআনের তেলায়াত শুনতে পারতাম।