প্রত্যেক ঘর থেকে প্রায় একজন করে বের হয়েছে। আমার বয়স ৪১ বছর আমি এতো বড় বিক্ষোভ মিছিল দেখি নাই। প্রত্যেক রাজনৈতিল এবং অরাজনৈতিক দল (আওয়ামীলীগ ছাড়া) এই মিছিলে অংশগ্রহণ করেছিলো।
এই আন্দলোনে দলমত, ধর্ম-বর্ণ কাউকে ছোট করে দেখা উচিত নয়।।।এখানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে।।। আর নির্বাচন নিয়ে অবশ্যই ধোয়াসা কাটাতে হবে।। প্রতিটি রাজনৈতিক দলের লক্ষই হয় নির্বাচনের মাধমে ক্ষমতায় যাওয়া।।।।
স্বাধীন বাংলাদেশ থেকে বলছি ,,,,, 🙋♂❤💚💙 আলহামদুলিল্লাহ ,,শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা🙋♂আমরা আজ প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহন করেছি। যারা সৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানাই🙏 স্যালুট সবাইকে 🙋♂ভোট দিলে জামায়াত কে ভোট দিবো ইনশাআল্লাহ ⚖⚖⚖💙]
রাশেদ খান সাহেব সঠিক কথা বলেছেন আমরা বিএনপির নেতা কর্মী সমর্থক সবাই নেমেছিলাম এখন যদি কেউ বলে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই আন্দোলনের ছিলাম না তাহলে ভুল হবে এখনো আছি ইনশাল্লাহ।
@@Moviestory03 আরে ভাই বিএনপি কি এক হাজার জন করে বোকার মতো কথা বলেন অবশ্যই ছাত্রদের ভূমিকা সব থেকে বেশি কিন্তু আমরা তো রাস্তায় নেমেছি আপনি সেটার অবদান কেন মানতে নারাজ
রোডম্যাপ তৈরী করতেও সময় লাগবে। সরকারের গঠনগত পরিবর্তন আনতে হবে। দুর্নীতি গ্রস্ত দের ছাটাই করতে হবে। নতুন নিয়োগ দিতে হবে। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হতে হবে। কিছু উন্নয়ন কাজে হস্তক্ষেপ করতে হবে। যেহেতু আগে কোন সরকারের স্বচ্ছ বডি ছিলোনা, সেটা তৈরী করতে সময় লাগবে।
সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ,নতুন প্রজন্মের জানা জরুরী,অবশ্যই ছাএদের ভূমিকা আছে,কিন্তু রাজনৈতিক সব দল মত নির্বিশেষে সবার অবদানকে কোন ভাবেই ছোট করা যাবে না।ছাএদের একথা অবশ্যই মনে রেখেই এগুতে হবে,সংস্কার করতে হবে।
বাংলাদেশকে ভালো পথে নিতে হলে সব দলের লোককে নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে,, শুধু আমি আছি তুমি নাই তুমি আছো আমি নাই এমন খেলা খেললে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।
ভাই আপনার কথা গুলো খুবই সুন্দর যুক্তি সম্মত, আমি একমত। আর ডঃ ইউনুস স্যার কে বলতে চাই, স্যার আপনি খুব সম্মানিত ব্যক্তি তাই আপনি যা কিছু করবেন স্পষ্ট ভাষায় প্রকাশ করবেন। তাতে আপনার সম্মান আরো বাড়বে।
ছাত্রলীগ-যুবলীগ থেকে নিয়োগ দেয়া (গোপালগঞ্জ বাহিনী) পুলিশ-আনসারদের শীঘ্রই ছাটাই এবং সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারন করে স্বাধীনতা রক্ষা করতে হবে। তারপর আনসারদের কিছু নায্য দাবী মেনে নেয়া উচিত হবে।
যে সমস্ত ব্যাংকের প্রধান সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্যাংকের নিয়ম নীতি ভেঙ্গে শত কোটি টাকা ঋণ দিয়েছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এবং বাংলাদেশ ব্যাংক সহ ওই সমস্ত কর্মকর্তারা বিভিন্ন ব্যাংকে বহাল তবিযতে রয়েছে। ঐ সমস্ত অর্থ গুলো কেন আদায় করার ব্যাপারে কোন তাগিদও দিচ্ছেনা।
এমন ছাত্রদের / জনগনের মাথা ওয়াশিং করেছেন সবাই তো এরকম বুঝতে পারছিল না এখন তাহলে নিহতের দায় আপনাদের সবার উপর বর্তায়। কথাগুলো শুনে খুব দুঃখ পেলাম।😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢