হুম ঠিক আছে উনার গান কথা সবগুলিই অনেক বেশি ভালা লাগল সুন্দর আলোচনা করছেন,ভিষণ ভালা লাগছে ভালো ফিলিয়ারের বিষয়টি চরমসত্যি কথাটা বর্তমান ভবিষ্যতে ভালো ফিলিয়ারের অভাবে খেলাধুলা উঠেই যাবে,দু একটা বেছে থাকুক বা আল্লাহ্ পাঠিয়ে দিন দুনিয়ার মাঠে কিছুটা না হয় রক্ষা পাবে মানুষে কিছুটা ত শিখতে ওপারবে,পুরুষ্কার পাওয়া বড় কথা নয় ভালো খেলোয়ারের সঙ্গে অংশ গ্রহন করাইত অনেক কিছু,আর গৌল দিবার আগেই হকল মজা খেলার, ভালা খেলোয়াররা মাঠে নেমেই গৌল করেনা,আল্লাহ্ আমাদেরকে ভালা খেলোয়ারের সঙ্গে খেলায় অংশ গ্রহন করার তফিক দান করুন আমিন।অংখ্য💚🙏
আমার জনম গেল কাদিতে আমার জনম গেল কাদিতে পিরিতি বাড়াইয়া বন্ধু না মানে স্মৃতেই আরে তুমি বন্ধু এত যে নিষ্ঠুর তোমার আমার দুইয়ের মাঝে ভিন্ন কতদূর কাদাইলে কাঁদিতে হবে, ওরে আমার কাঁদাইলে কাঁদিতে হবে, এই পিরিতি বারায়া বন্ধু নামানে স্মৃতিই, আমার জনম গেল কাদিতে আমার জনম গেল কাদিতে পিরিতি বাড়াইয়া বন্ধু না মানে স্মৃতেই