Тёмный
No video :(

শেষ সময়ে এসআই কম্পিউটার টেস্টে যা করবেন | Subrata Shovan | Viva SI 

Subrata Shovan
Подписаться 27 тыс.
Просмотров 458
50% 1

প্রিয় ৪১তম এসআই যোদ্ধাবৃন্দ,
আপনাদের চূড়ান্ত সফলতার জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ ভাইভা ও এপটিউড টেস্ট। কম্পিউটার টেস্টের পরেই জুনের ৫/৬ তারিখে ভাইভা শুরু হবে। আপনাদের আরো সচেতন করতে, একটিভ করতে আমি চালু করতে করতে যাচ্ছি মক ভাইভার স্পেশাল কোর্স। যেখানে আপনি গুগলমিটের ক্লাসে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। পুরো ৭/৮ ক্লাসে ভাইভার কমন টপিক পড়া হয়ে যাবে। আপনি প্রতি ক্লাসেই মক ভাইভার মতো করে প্রশ্ন পাবেন। উত্তর দেয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে নিজেকে যাচাই করার সুবর্ণ সুযোগ পাবেন।
কোর্স ফি : ১০২০ টাকা
ক্লাস মাধ্যম : গুগল মিট
পূর্ণাঙ্গ মক ভাইভা ২/৩+
ক্লাস : ১০+-
১০২০ টাকা
Bcash / নগদ/ রকেট
01741750143 এই
WhatsApp
নক করবেন। তারপর আপনাকে টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া হবে।
আপনার জন্য শুভ কামনা।
আপনাদের পাশে আছি।
সুব্রত শোভন
আইআর, ঢাবি।
৩৬, এসআই।
ভাইভা ক্লাস শিডিউল এ করণীয় :
১ নং ক্লাস:- নিজ জেলা : রাজনৈতিক ব্যক্তিত্ব/এমপি/পুলিশ / মুক্তিযুদ্ধ / ইতিহাস
রেফারেন্স : জাতীয় তথ্য বাতায়ন/ গুগল সার্চ
২ নং ক্লাস: নিজ ডিপার্টমেন্ট / নিজ ভার্সিটি বিষয়/ অধ্যাপক / টুকিটাকি সব
৩ নং ক্লাস :পুলিশ ইতিহাস/ এসআই/ কাজ / পুলিশের রেঞ্জ/ কাজ/ ইউনিট/ প্রেশার/ ইউ এন মিশন/ ইন্টারপোল - গুগল/ পুলিশ ওয়েবসাইট
৪ নং ক্লাস :
ইতিহাস/মুক্তিযুদ্ধ/ভাষা আন্দোলন/ বঙ্গবন্ধু /------
৫ নং ক্লাস :
সাম্প্রতিক আলোচিত টপিক/ জিকে/ ভূগোল / লোকেশন/
রেফারেন্স : দৈনিক পেপার পড়া/ অন্য বই / ম্যাপ
৬ নং ক্লাস ট্রান্সলেশন :
নিয়মিত ছোট ছোট ট্রান্সলেশন প্রাকটিস
** প্রতি ক্লাসে ৫/৭ জন মক ভাইভা নেয়া হবে। এরপর এই ৬ টি ক্লাস হবে। পরে বাকি ৪ টি ক্লাসে শুধু মক ভাইভা হবে।
সবাই চূড়ান্ত মক ভাইভা ২ টি দিবে। ৬ টি ক্লাসে মোটামুটি সবাইকে প্রশ্ন করা হবে। এটা আপনাদের চূড়ান্ত শিডিউল।
আপনাদের কম্পিউটারের চাপটা একটু কমলেই ক্লাস শুরু করে দিবো।
এখন আপনারা যা করবেন:
১) দৈনিক পেপার পড়বেন
২) শুদ্ধভাবে কথা বলবেন
৩) নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন।
৪) আপনাকে ভাইভা বোর্ডে দেখলে কি কি প্রশ্ন করতে পারে, এমন ৫০ টি প্রশ্ন রেডি করুন। একটা নতুন ভাইভার জন্য বরাদ্ধ খাতায় উত্তর লেখার গ্যাপ দিয়ে প্রশ্ন গুলি লিখে ফেলুন। ছবি তুলে এখানে দিবেন।
এরপর মনে মনে উত্তর করুন। কত্তটা গুছিয়ে লিখতে পারেন, দেখেন।
৫) এইগুলি আওড়াতে থাকবেন। প্রাকটিস করবেন।
৬) মনোযোগ দিয়ে কথা শোনা এবং গুছিয়ে কথা বলার চেষ্টা করুন।
৭) চোখে চোখ রেখে কথা বলুন।
৮) ভাইভার পোশাক বানাতে দিতে পারেন।
৯) অক্সফোর্ড শু রেডি করেন।
১০) মনকে স্থির করুন!
- সুব্রত শোভন
- ৩৬ এসআই ব্যাচ
ক্যাডেট এসআই (নিরস্ত্র)
অব পুলিশ নিয়োগ-২০২৪
Computer Competency Test
ভেন্যু:
স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি, ঢাকা পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা
২৪-২৫ জুন ২০২৪
নির্দেশনাবলি
১। কম্পিউটারের ডেস্কটপে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে টাইপকৃত সকল ডকুমেন্ট Section ভিত্তিক Save করতে হবে। পরীক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট ফোল্ডারে তার টাইপকৃত ডকুমেন্টসমূহ Save করতে ব্যর্থ হলে তার দায়ভার পরীক্ষার্থী বহন করবে;
২। পরীক্ষা শেষে কম্পিউটারে টাইপকৃত উত্তরসমূহ পুলিশ হেডকোয়ার্টার্স হতে সরবরাহকৃত নির্ধারিত কাগজে প্রিন্ট করে পূরণকৃত OMR শিটসহ প্রিন্টেড উত্তরপত্রসমূহের Section ক্রম অনুযায়ী স্ট্যাপল করে কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরিরক্ষকের কাছে বুঝিয়ে দিতে হবে।
৩। উত্তরপত্রের ওপরে OMR শিটে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও স্বাক্ষর না থাকলে কিংবা রোল নম্বর ভুল লিখাসহ বৃত্ত ভুল ভরাট করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;
৪। উত্তরপত্রের ওপর OMR যুক্ত ফরমে নির্দিষ্ট স্থান ব্যতীত এবং কম্পিউটারে টাইপের সময় কোথাও কোনো নাম বা রোল কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;
৫। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, পেনড্রাইভ বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না; এবং
৬। পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে পরিরক্ষক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
ক্যাডেট এসআই (নিরস্ত্র)
অব পুলিশ নিয়োগ-২০২৪
Computer Competency Test
ভেন্যু:
স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি, ঢাকা পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা
২৪-২৫ জুন ২০২৪
নির্দেশনাবলি
১। কম্পিউটারের ডেস্কটপে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে টাইপকৃত সকল ডকুমেন্ট Section ভিত্তিক Save করতে হবে। পরীক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট ফোল্ডারে তার টাইপকৃত ডকুমেন্টসমূহ Save করতে ব্যর্থ হলে তার দায়ভার পরীক্ষার্থী বহন করবে;
২। পরীক্ষা শেষে কম্পিউটারে টাইপকৃত উত্তরসমূহ পুলিশ হেডকোয়ার্টার্স হতে সরবরাহকৃত নির্ধারিত কাগজে প্রিন্ট করে পূরণকৃত OMR শিটসহ প্রিন্টেড উত্তরপত্রসমূহের Section ক্রম অনুযায়ী স্ট্যাপল করে কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরিরক্ষকের কাছে বুঝিয়ে দিতে হবে।
৩। উত্তরপত্রের ওপরে OMR শিটে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও স্বাক্ষর না থাকলে কিংবা রোল নম্বর ভুল লিখাসহ বৃত্ত ভুল ভরাট করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;
৪। উত্তরপত্রের ওপর OMR যুক্ত ফরমে নির্দিষ্ট স্থান ব্যতীত এবং কম্পিউটারে টাইপের সময় কোথাও কোনো নাম বা রোল কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে;
৫। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, পেনড্রাইভ বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না; এবং
৬। পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে পরিরক্ষক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@mathsolve-tx8sl
@mathsolve-tx8sl 2 месяца назад
ওয়েব ব্রউজিং কি আলাদা পেইজে করতে হবে?
@subrata51
@subrata51 2 месяца назад
এমএস ওয়ার্ড ফাইল করলেই হবে
@mathsolve-tx8sl
@mathsolve-tx8sl 2 месяца назад
​@@subrata51তাহলে ৩ টা পেইজ নিতে হবে?
Далее
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 942 тыс.
when you have plan B 😂
00:11
Просмотров 10 млн