পদ্মা সেতু দেশের গর্ব,, তা দেশের মানুষের জন্য, কিন্তু এখন দেশ ভালো নেই! সিলেটের এই সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যার জন্য.. মানুষের পাশে দাড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি পদ্মা সেতু আরো 15 দিন পিছিয়ে উদ্বোধন করার জন্য। যাতে সিলেটবাসীকে সাথে নিয়ে উজ্জ্বাপণ করা যায়,, তাতে দেশের মানুষ আরো শ্রদ্ধাশীল হবে সরকারের প্রতি।
প্রধানমন্ত্রী সিলেটে গিয়েছেন বলে,,,,, দুর দুরান্ত থেকে ত্রান সামগ্রী নিয়ে আগতো মানবতার সংগ্রামী ভাইদের যেভাবে পুলিশ সিলেটে ডুকতে দেয়নি,, তা অত্যন্ত দুঃখজনক এবং ধীক্কার জনক! রান্নাকরা খাবার নিয়ে সেই চিটাগং থেকেও আসা ভাইদের ফেরত যেতে হলো।
হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন । নবী করিম (সাঃ) যখন বৃষ্টির মাধ্যমে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতেন, তখন এই দোয়াটি পড়তেনঃ- اَلّٰهُمَّ حَوَالَيْنَا وَ لَا عَلَيْنَا اَلَّهُمَّ عَلَي الاٰكَامِ وَ الظَّرَابِ وَ بُطُوْنِ الْاَوْدِیَةِ وَ مَنَابِتِ الشَّجَرِ (আল্লাহুম্মা হাওয়ালাইনা, ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি, ওয়াজ জরাবি, ওয়া বুতুনিল আওদিয়াতি, ওয়া মানাবিতিশ শাজারি) আপনি আল্লাহ্ এবং নবী করিম (সাঃ) এর উপর বিশ্বাস নিয়ে এই দোয়াটি পড়েন । আশা করি, আপনি ও আপনার এলাকা অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে । ইনশাআল্লাহ