গুরুজি সালাম নিবেন। সব কথার মাঝে একটি কথাই ভালো লাগছে। এই আমাদের দেহের নিশ্বাস যে গুলি আগে চলে গেছে সেই গুলি আবার ফিরিয়ে নিতে গুরুজি নিশ্বাসের কোনো আকার নেই। কেবল মাটির খন্ডের ভীতর যাতায় করে, একটা আদেশ তো পিছনে ফেলে আসাকে আমার পুনোরায় নিবো কি করে? আমি তো আমার কখনই নই! ভালো লাগছে আপনার কথা। তবেঁ অনুরুধ রহিলো আমাদের আরো একটু সহজ ভাষায় বুজিয়ে বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখছি আরো ভাবনায় পড়ে যাচিছ। দোয়া করবেন।
আপনার কথা শুনে মন ভরে গেল উপযুক্ত বৈষ্ণব ছাড়া গীতা পাঠ করতে পারে না এবং প্রবচন দিতে পারে না তাই গীতার বাণী ভুল ব্যাখ্যা হয় আপনার মত সৎ গুরু সৎ বৈষ্ণবের মুখে গীত তার বাণী ও ব্যাখ্যা সোনিয়া আমার হৃদয় পরিপূর্ণ আনন্দে ভরে গেল আমি একজন বৈষ্ণব তবুও আপনার ব্যাখ্যা শুনে বহুত জ্ঞান হল জয়গুরু হরে কৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম নেবেন
পরমপূজনিয় সদগুরুজী কে জানাই ভক্তি পূর্ণ প্রনাম। ভগবান প্রভু শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষাগত যোগ্যতা কিছুই ছিলনা কিন্তু ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তদের যাহা উপদেশ দিতেন তাহাই গীতাতে আছে। যাহা আমরা শ্রীরামকৃষ্ণ-কথিত-কথামৃত এর মধ্যে পেয়ে থাকি। মহাপুরুষদের জন্মের সমই ভগবান সকল জ্ঞান অর্পণ করেন। আপনি ও একজন মহাপুরুষ❤❤❤❤❤ প্রণাম গ্রহণ করুন 🌷🌷🌷🌷🌷
হা, উনি একদম সঠিক বলেছেন। যে কোন কাজ পুরোপুরি মন দিয়ে করতে হবে।যে কাজ টি সামনে আছে, তাকে নিখুঁত ভাবে করার চেষ্টা করতে হবে, ফলের চিন্তা না করে, এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, ভগবত গীতা তে। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়।
কি কঠিন কথা বলেছেন কিন্তু সরল ভাবে সহজ ভাষায়! শুধু কথাগুলো বুঝতে হবে💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏! যদি কেও কোন ধর্ম নাও বুঝেন তাতে কি এসে যাই তবে যেন সদগুরুর কথা স্রবণ করেন💝💝💝
হরে কৃষ্ণ। কোনো কাজ করার আগেই আমরা ফলাফলের আশা করে বসে থাকি, কিন্তু আমরা যদি কাজে র ফলের আশা না করে ওটা যদি পুরোপুরি ভাবে ই ভগবানের উপর ছেড়ে দিতে পারি তার বিনিময়ে ভগবান আমাদের খুব ভালো ফলাফল ই অবশ্যই ফেরৎ দেন। এরজন্য চাই ভগবানের উপর অগাধ বিশ্বাস।
বিচলিত ? এমন সব তত্ব ভিত্তিক জ্ঞান পেয়ে তো উদ্ভ্রান্ত থেকে স্থিরতার পথ পাওয়ার কথা ! তবু বলছেন বিচলিত ! মানে অস্থির ! ভুল শব্দ চয়ন না কি পশ্চাত্তাপ আত্মমন্থন করুন
@@musicaljourneywithmoumita3053 আপনার সাথে সহমত পোষন করছি তবে তাদের অন্তরে সন্তষ্টিরুপ শান্তি খনস্থায়ী, অশান্ত মন সারাজীবন তাড়িয়ে বেড়াবে। যেকোনো কর্ম মনে আশা নিয়ে করলে- হয় খনস্থায়ী সুখ প্রাপ্ত হবে নইলে দুখঃ কিন্তু কর্তব্যে আর ভালবাসায় করলে অবশ্যই সন্তষ্টি প্রাপ্ত হবে, ভাল থাকুন সচেতন থাকুন সবসময়।
সদগুরু মহোদয়, আপনার চরণে প্রনাম নিবেদন করছি 🙏।আপনার প্রবচন খুব মধুর।কিন্তু সমস্যা একটাই মাঝে মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে হাল্কা করে ফেলেন।আপনি বললেন সঞ্জয় কেবল একাই কুরুক্ষেত্রে ভগবান শ্রী কৃষ্ণের কথোপকথন শুনেছিলেন(অর্জুন ব্যাতীত)।অর্জুন জীবিত কালে কাউকে সে কথা বলেননি ৩৬ বছরে।মহাভারত থেকে আমরা জানতে পারি যে ঘটোৎকচ্ পুত্র বারবরিক চাক্ষুষ এবং পরাশর পুত্র ব্যাসদেবও যোগ বলে তা দর্শন করেছেন এবং লিপিবদ্ধ করেছেন।বাকি সব ঠিক আছে। 🙏
সদ্ গুরু স্বিকার করে বলেন যে কোন ধর্ম শাস্ত্র পড়েননি, উনি দিব্য অনুভুতিতে বলেছেন, যোগ যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ বলেছেন এবং সখা অর্জুন শূনেছেন। দ্বিতীয় বার শ্রীকৃষ্ণও গীতার জ্ঞান দিতে পারেন নি, সেক্ষেত্রে বরবরি বা ব্যাসদেবের সম্ভব কি আছে যে বলবেন। গীতার প্রকৃত অর্থ মাত্র তিন জন জানেন , শূকদেব , মহাদেব ও শ্রীধর স্বামী মহাভারত কার ব্যাসদেব জানেন কি না সন্দেহ আছে, শ্লোক আছে,,, অহং বেদ্মি, শুকবেত্তি ব্যাসবেত্তি ন বেত্তি বা-------
ফলাফলের আশা করে কাজ করলে ভবিষ্যতে আশাহত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশী। নিরন্তর হৃদয় দিয়ে সততা নিয়ে কাজ কাজ করে গেলে স্বর্গীয় আনন্দ ও অজান্তেই ফলপ্রসূ হবেই।
এই তফাৎটাই আলাদা করে সদগুরু আর CEO কে। এ জন্যই তো সদগুরু এত প্রিয়💝💝💝💝💝 কোন কোম্পানি কি পারবে এটা বলতে, তোমার কাজটা enjoy করে ভালোবেসে কর? মাইনে দেয় আর সেজন্যই ঘাড়ে ধরে কাজ করিয়ে নেয়।
জগতের সবকিছুই বদলে যায় শুধু বদলায়নী (কর্ম) আমি যখন ছিলাম না তখন আমি কি আশা করেছিলাম যে আজ আমি মানুষ! কর্ম( ফল) থিসিস ও এনটিথিসের যোগ ফল যেখানে আপনি যাই আশা করুন না কেন! কিছুনা কিছু বয়ে নিয়ে আসবেই তাই আশা করে সময় নস্ট না করে নিজের ভালো লাগার কাজটি করুন। 😂