মহারাজ আমাদের ঠাকুর ঘরে আমার শ্বশুর মশাইয়ের স্থাপিত লক্ষ্মী গনেশ সরস্বতী এক ফোটাতে আর শ্রী কৃষ্ণ, মহাপ্রভুর । আমার বিয়ের পর আমার স্বামী এক ই আসনে তিন ভাগ করে নতুন সিংহাসন বানিয়ে দিয়েছেন। আমি এক ভাগে ঠাকুর মা স্বামীজী ও গুরুদেব কে বসিয়ে পূজো করি। ঠাকুর পূজো সেরে সবার চরণে ফুল দিই। বানেশ্বর শিব লিঙ্গে ঠাকুরের স্নান দিই। আমি কুম্ভা বাগানের বাড়িতে একা থাকি, পান্না জীবন ওরা মাঝে মাঝে এসে দেখে যায়। প্রণাম জানাই।