আজ "কাদম্বরী দেবীর সুইসাইড নোট" পড়ার পরে গানগুলো শুনছিলাম আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার মাঝে আজ কতো আবেগ, কতো বিরহ, কতোটা বেদনা কাজ করছিলো 😥 এটা একান্তই নিজের অনুভুতি, যা অন্য কাউকে কখনো বলে বোঝানো সম্ভব নয়।। অনেক শান্ত হয়ে পড়ছিলাম গানগুলো শুনে। মনে হলো রবিঠাকুরের জগতে হারিয়ে পড়েছি 😊
আমি আসছি ফিরে এই সবুজ শ্যামল বাংলার বুক চিরে ; তবে কিছুক্ষণ দাঁড়াও হে নিলুফার.... আমি এখন হেমন্তের ধান্য ক্ষেতে; মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে অপূর্ব বাংলার নয়নাভিরাম দৃশ্য দেখছি; যদি আসতে বল? শুধু একবার আমি ফিরে আসব আবার.....🌹🌹
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য আমি তাকে শতকোটি প্রণাম জানাই।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কবিবর আব্দুল হাকিম প্রাক্তন শিক্ষক চৌহাট্টা উচ্চ বিদ্যালয় অবিনাশ পুর বীরভূম আসে বারবার সবার মাঝার সেই পঁচিশে বৈশাখ, মনে পড়ে যায় গান কবিতায় কতশত লাখ লাখ । কবি মহা মুনি মধুময় বাণী অমিয় বাণীর কবি, করেছেন সবার। মন অধিকার জীবন্ত কবির ছবি। জ্ঞানের আকর জ্ঞানের সাগর বিশ্বকবি কবিগুরু, দানিলেন তিনি সে অমর বাণী ভাবে ভরা ছন্দ চারু। 'ব্যাস', 'কীর্ত্তিবাস', 'বাল্মিকী' সুদাস, ' জয়দেব', 'বাইরন', 'সেক্সপিয়ার' , প্রতিভা সবার- 'রবি' মাঝে বিরাজমান। ভাব সে অতুল হৃদয় আকুল জাগে শিহরণ নব, ঝংকার তার হিয়ার মাঝার থেকে যায় অভিনব। ভারত গৌরব নিখিল সৌরভ পদ্যে সাহিত্যে বৈভব, কবিবর যতি প্রতীক ভারতী মাল্য জিনিয়া রৈরব । রবির জনমে মরমে মরমে সকলে পেয়েছে আলো, কবিতার শাখে পদ্য পর্ণ ফাঁকে পেয়েছে কিরণ ভালো। মরেও মরেননি মহাত্মা জ্ঞানী অমর জীবন কর্ম, পঁচিশে বৈশাখ আজিকে নির্বাক কহে কাব্য পুত হর্ম্ম । তিনি কবিবর হেন ধরা 'পর দেবদত্ত জ্ঞান সাধি', শত গ্রন্থ পত্রে বর্নিলেন তা মন্ত্রে দেব জ্ঞান বিশ্ব লাগি। যদি এ ভারত পেতো এ যাবত মহাকবি মহাভাব, তাহে এ পৃথিবী পেতো শান্তি সবই স্বর্গেরই মহালাভ । অসংখ্য রচনা করিলেন যোজনা- কাব্য, গীতি,তা অশেষ, গ্রন্থ ভুরি ভুরি। আজীবন পড়ি' - তা' হবে না নিশেষ । আমার রচিত ও প্রকাশিত আরাধনা পুস্তক থেকে