আমরা যতটুক জানি ব্যাংকের নিয়ম সবার মানতে হবে তাহলে কিছু মানুষের জন্য ব্যতিক্রম হবে কেন প্রশ্ন রইল? আজকে যদি এমনটা না হতো তাহলে সাধারণ জনগণ কষ্ট পেত না আমার একটা বন্ধু রেমিটেন্সের টাকা রেখেছে ফাস্ট সিকিউরিটি ব্যাংকে এখন তার টাকার প্রয়োজন সে টাকাগুলা নিতে পারতেছে না তার চাইতে কষ্ট আর কি হতে পারে? কিছু মানুষের জন্য এতগুলা মানুষ কষ্ট পাইতে পারেনা এটাও নিয়ম দুর্নীতি এ নিয়ে ব্যবস্থা বন্ধ করতে হবে না হলে ভবিষ্যতেও সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে!!
আমি রেমিট্যান্স পাঠিয়েছি আজ ১২ দিন ব্যাংক টাকা দিচ্ছে না আমার সংসার কিভাবে চলে ব্যাংকে গেলে বলে টাকা নেই ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হোমনা কুমিল্লা শাখা টাকা দেওয়ার ব্যবস্থা করেন । আমার ফেমেলি অর্থ সংকটে আছে ।