সন্ত্রাসী ছাত্রলীগ কোটায় নিয়োগ পাওয়া আনসারগণ এতদিন ভারতের দাসী হাসিনার সামনে কোনো কথা না বলে এখন নামছে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে দাবী নিয়ে। এরা মূলত উপদেষ্টাদের বিতর্ক করতে এসব করছে, দাবীর জন্য নয়।
আন্সার রা বলে কমিটি দলের,?? কমিটি দল এখনি নির্বাচন চায় এর জন্য বিভিন্ন আন্দোলন এর মাধ্যমে এই সরকার কে প্রশ্ন ভুতু করতে চায়। ছাত্ররা যে দিন চাবে সে দিন নির্বাচন হবে,,
যারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস করে। শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এই সমস্ত অঞ্চল বাহিনীকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনা হোক। এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি
১৫ -১৬ বছর এরা তো দাবি বা আন্দোলন করে নাই,এখন শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করছে। এখন দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আর, আনসাররা তামাশা শুরু করেছে, তাদের অন্যায়কে সবাই প্রতিহত করুন।
সচিবালয়ের সামনে আর কোন আন্দোলন চলবে না। এতে দেশের কাজে ব্যাঘাত ঘটে। কোন গুষ্টি বা শ্রেণি যেন এই দুঃসাহস আর না করে। এটি ছাত্র জনতার সরকারি সচিবালয় ছাত্র জনতা এটাকে রক্ষা করবে।
এই আনসার বাহিনীর দাবি ১৫ বছর হাসিনা সরকারের আমলে কোথায় ছিল, এরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিকল্পনা নিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক
১৫ বছরে দালালি করে ভালোই টাকা পাচ্ছিল! এই জন্য আন্দোলন করে নাই।এখন তো দেখতেছে যে দালালি করে টাকা পাওয়া যাবে না বা টিকে থাকা যাবে না। তাই এখন আন্দোলন শুরু করে দিয়েছে।
আনসার বাহিনীর পক্ষে ছিলাম, কিন্তু তারা সীমা লঙ্ঘন করছে। এখন বিরক্ত হচ্ছি। তারা মানবতা হীন হয়ে গেছে 😢 আনসার বাহিনী আপনারা ১৬ বছরে কি এরকম আন্দোলন করেছেন? বাংলাদেশর এই দুঃসময়ে আনসারের কার্যকর বিবেকহীন। আনসার বাহিনী বিলুপ্ত করা হোক।
যে যে দলের নেতারা মনে করেছিলেন দেশ টা এবার তারা লুটে খাবে তাদের এই ভিডিওটি দেখে নেওয়া উচিত শিক্ষার্থীরা আছে থাকবে এ বিজয় শিক্ষার্থীদের স্বাধীনতা শিক্ষার্থীদের জন্য