বাংলাদেশ সেনাবাহিনীকে না দেখে ছাত্রদের কেন ডাকা হলো এটা গোলমাল করার একটা আশঙ্কা ছিল না আপনারা কি জানতেন না ছাত্ররা আসলে গোলাগুলি হবে মারামারি হবে তাহলে কেন বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকা হয়নি
আমি একমত না। এখানে আছে গুটি কয়েক মানুষ। আনসার ভিডিপিতে ৩ ধরনের লোক আছে। সব মিলিয়ে দেশের সবচেয়ে বড় বাহিনী। বিলুপ্ত করলে অঙ্গীভূত আনসার: ৯৫ হাজার টোকাইলীগ ভিডিপি: ৫৮ লক্ষ ৮৭ হাজার ব্যাটালিয়ন আনসার: ১৮ হাজার মোট প্রায় ৬১ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তাই ৯৫ হাজার টোকাইলীগ কে চাকরীচ্যুত করে নতুন নিয়োগ দেওয়া হোক।
এতো সুন্দর করে সবার সাথে আলোচনা করার পরেও কেনো এরকম ঘটনা ঘটেছে মাথায় আসছে না😢😢 আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের ফেসবুক স্ট্যাটাসের কারণে মনে হচ্ছে সাধারণ ছাত্ররা ভুল বোঝে আনসার সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়েছে 😢😢
১) চাকরী নিয়োগ হওয়ার আগে এই শর্ত জেনেই, চাকরী করে (ছয় মাস ডিউটি ছয় মাস রেস্ট) ২) বন্যায় আমরা কয়েক জেলার মানুষ মারা যাইতেছি,তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েও, উদ্ধারের কাজে না এসে, আন্দোলন নিয়ে ব্যস্ত। ৩)বিগত ১৬ বছর তারা কইছিল।
@@YasinHossain-t1f উস্কানি দাতা তাদেরও আল্লাহর দরবারে বিচার হবে। দেশের এই পরিস্থিতি মানুষপানিতে ডুবে না খেয়ে মারা যাচ্ছে তাদের পাশে না দাড়িয়ে আন্দোলনে নিয়ে ব্যস্ত। এই দাবিটা কিছুদিন পরেও জানাতে পারতো।
ছাত্ররা আমাদের গর্ব এবং উজ্জ্বল ভবিষ্যৎ তাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং দেশ কে খুব সুন্দর ভাবে তারা পরিচালনা করেছে এবং করতেছে স্যালুট জানাই আমি ছাত্র ভাই এবং বোনদের। respect for student❤
এরা আনসার নয়,, গোপাল গন্জ সন্ত্রাসীদের আড্ডা ও বাহিরে থেকে অশ্র এনে জমা করা হচ্ছে বাংলাদেশে আক্রমন করতে। ভারতীয় অশ্র ও জমা করা হচ্ছে গোপালগঞ্জে। গোপন সুত্রে জানা গেছে নিশেধ থাকা সত্বেও ভারতীয় পন্য নিয়ে বাংলাদেশ সীমান্তে ডুকেছে ট্রাক,এসব ট্রাকে অশ্র সরবরাহ করে গোপালগঞ্জে জমা করা হচ্ছে। তাই গোপালগঞ্জে সেনাবাহিনীর এক টিম থাকা দরকার পাহারায়,আরেক টিম সারা এলাকার প্রতিটা ঘর তল্লাশি চালিয়ে অশ্র উদ্ধার করা দরকার।এবং গোপালগঞ্জে মানুষকে ঘরে বন্দি কটে রাখা হোক,ঘর থেকে যে বের হবে সে যেনো ওমাগো বলে আবার ঘরে ডুকে😂😂😂
এরা আওয়ামী লীগের কর্মী।এরা হত্যার উদ্দেশ্যে এখানে অবস্থান নিয়েছে, তাই তাদের সকলকে হত্যা মামলার আসামী করে দ্রুত কারাগারে প্রেরণ করে দ্রুত রিমান্ড মঞ্জুর করা হোক, এরা মেধা শুণ্য করার লক্ষ্যে এখন এমন করছে।
আনসার বাহিনীর পক্ষে ছিলাম, কিন্তু তারা সীমা লঙ্ঘন করছে। এখন বিরক্ত হচ্ছি। তারা মানবতা হীন হয়ে গেছে 😢 আনসার বাহিনী আপনারা ১৬ বছরে কি এরকম আন্দোলন করেছেন? বাংলাদেশর এই দুঃসময়ে আনসারের কার্যকর বিবেকহীন। আনসার বাহিনী বিলুপ্ত করা হোক।
আমি একমত না। এখানে আছে গুটি কয়েক মানুষ। আনসার ভিডিপিতে ৩ ধরনের লোক আছে। সব মিলিয়ে দেশের সবচেয়ে বড় বাহিনী। বিলুপ্ত করলে অঙ্গীভূত আনসার: ৯৫ হাজার টোকাইলীগ ভিডিপি: ৫৮ লক্ষ ৮৭ হাজার ব্যাটালিয়ন আনসার: ১৮ হাজার মোট প্রায় ৬১ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তাই ৯৫ হাজার টোকাইলীগ কে চাকরীচ্যুত করে নতুন নিয়োগ দেওয়া হোক।
সরকার তো দাবি মেনেই নিয়েছিল। অসুবিধা তখন হয়েছে দাবি মেনে নেওয়ার পরও যখন তারা আটিকে রাখে সরকারের কর্মকর্তাদের। তাদের উদ্দেশ্য মুলত সরকারের কাজে বাধা দেওয়া। কোন বিপ্লবের পর বিপ্লবিদের দায়িত্ব থাকে যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে তা সফল করা। তাই বিপ্লব পরবর্তী সরকারের কাজ যাতে হয় ঠিকভাবে তা যদি না খেয়াল রাখতে পারে বিপ্লবিরা তখন এটাকে বেহাত বিপ্লব বলে ভবিষ্যতে দেখা হবে। তাই ছাত্রদের সতর্ক থাকতে হবে বাধ্যতামুলক। যদি ভেবে থাকেন সরকার গঠন হয়ে গেছে দায়িত্ব শেষ তাহলে এইভাবে সবাই তার বিপ্লবটাকে শেষ করে দেবে।
@@IslamicMediaDhaka১৫ বছর এত লুটপাট হয়েছে তখন দাবী আদায় করতে পারে নাই। দেশে এই অবস্থায় আন্দলোনে নামতে হবে!!! আর তাদের দাবী মেনে নেয়া হয়েছে। এটা বুঝতে হবে কারা করেছে। এখন দেখেন রিমান্ডে কার নাম আসবে
আনসার ভাইদের বলছি আপনাদের ধন্যবাদ এভাবেই আন্দোলন চালায় যান এখন সুযোগ আছে এদিকে বন্যা হয়েছে রায়দিঘির থাকবে নাকি ঐদিক থাকবে এই সুযোগেই আওয়ামী লীগের ভাইদের বলছি সবাই আনসার ভাইদের পাশে থাকার অনুরোধ করছি যেখানে যেখানে আছেন সবাই তাদের পাশে দাঁড়ান তাহলেই আবার আমরা সেই জায়গায় দাঁড়াতে পারবো আর এইসব ছাত্রদের শিক্ষা দিতে হবে ওদের যেমন শিক্ষা দিয়েছে ওই শিক্ষাই ওদের পর করা হবে যেমন ছোট ছোট পোলাপানদের হাতে লাঠি দিয়ে বাপের সুমান মানুষের উপরে লাথি উঠেছেন ডক্টর ইউনু বাপের উপরে কিভাবে লাঠি উঠানো যায় তার জন্যই এই ছাত্রদের এমন শিক্ষা দিতে হবে জীবনে কোনদিন এই শিক্ষার্থীরা এই ছাত্ররা আর কোনদিন আন্দোলন না করে তাহলে এই দেশের শান্তি নেমে আসবে এইটাই করার দরকার ইনশাআল্লাহ আনসার ভাইদের ধন্যবাদ
ছাত্রদের ও জনতার একতা খুবই প্রয়োজন। উপদেষ্টা ও সমন্বয়করা তাদের কাজ করছে। কিন্তু ছাত্র ও জনতার খেয়াল রাখতে হবে দেশের এই পরিস্থিতিতে ধৈর্য্য, একতা, চক্রান্তে বা গুজবে যথাযথ ব্যবস্থা, খুবই সহনিয়ভাবে ঘটনা পর্যবেক্ষণ করা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের এইসবিই পদক্ষেপ আগামীর বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে। বাংলাদেশে সৈরসরকার যা ঋণ করেছে আগামী 40বছরে তা পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু ছাত্র ও জনতার পদক্ষেপ এইসব ঋণ শোধ করা অসম্ভব নয়। বাকিটা আল্লাহ করে দিবেন ।ইনশাআল্লাহ ছাত্রদের জানা দরকার শকুন ও শিয়ালকুত্তা ঘাবটি মেরে বসে আছে। তাই কোন অপ্রিতীকর কার্যকলাপের চেষ্টা করলে তাদের গনধোলাই এর ব্যবস্থা করা হবে তৎক্ষণাৎ এবং লং মার্চ করে এদের প্রতিহত করা।