ওস্তাদ এত সুন্দর অভিনয় করতে জানে আমার জানা ছিল না। আজকালকার ছেলেমেয়েরা প্রেম কাকে বলে সবই জানে। যাক দাদু এবং দিদা নাতিকে প্রেম কিভাবে করতে হয় সেটাও বলে দিচ্ছে। বিষয়টা হচ্ছে তারা কিভাবে প্রেম করেছে সেটাই এখানে উত্থাপন করছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
ওস্তাদ অভিনয় অনেক সুন্দর হয়েছে। সাথে আছে মনির দুই জনে মিলে অনেক সুন্দর হয়েছে। আরও আছে রিয়ামনি আপু। রিয়ামনি আপুকে অনেক সুন্দর লাগছে। আরও আছে আশামনি সবাই ওস্তাদের এত সুন্দর গানটি সবাই মিলে চমৎকার গান গাইল রিয়ামনি ওআশামনি ওমনির। অনেক সুন্দর হয়েছে ❤💯💯
ওস্তাদ আপনার ছাত্র ছাত্রী নিয়ে যে অভিনয় করেছেন অনেক সুন্দর লাগলো । হিন্দু সনাতন ওস্তাদ ও মনির যে অভিনয় করেছে খুব ভাল লাগছে । প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি । সুখে থাকেন ভাল থাকেন এই কামনা করি (আবু তাহের)