এই এসির ইনপুট ওয়াট ১৫০০.. এসিটি যদি ১ ঘন্টা চলে তাহলে বিদ্যুৎ খরচ হবে ১.৫ ইউনিট। আর দিনে ১০ ঘন্টা চালালে বিদুৎ খরচ হবে ১৫ ইউনিট। সে হিসাবে এই এসি যদি ৩০ দিন ১০ ঘন্টা করে চলে তাহলে বিদুৎ খরচ হবে ৪৫০ ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুৎ যদি ৭ টাকা হয় তবে ৪৫০ ইউনিট এ বিদ্যুৎ বিল আসবে ৩১৫০ টাকা 😂 তাই এই এসি কিনার থেকে ইনভার্টার এসি কিনুন বিদ্যুৎ খরচ কমবে।
কোম্পানি থেকে নিলে ৫০ হাজার সাথে ডেলিভারি এবং ইনস্টল ফ্রি, ঝামেলা ও কম। ঢাকাতে একটা ভ্যান ভাড়া মিনিমাম ৫০০/৮০০ ডেলিভারি, ইনস্টল ৩৫০০/৪০০০, এবং এঙ্গেল ১৫০০, এসি ৪৫০০০ = ৫০৫০০। সাথে রাস্তার জ্যাম খাইয়া দোকান যাওয়া ফ্রি।