আমার মেয়ের ছয় বছর বয়সে আপরেশন করালাম সেই দিন রাত্রিরে যেন আমার পায়ের নিচের মাটি ছিল না কিন্তু সব কিছুই আল্লাহ্ হাতে ছেড়ে দিয়ে ছিলাম এখন ইনশাআলাহ্ আমার মেয়ে অনেক সুস্থ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন পৃথিবীতে সকল মা বাবার সন্তান যেন সুস্থ থাকে আমিন ।
আমি নিজ হাতে সই দিয়ে আমার ছোট আড়াই বছরের মেয়ে কে যখন ওটিতে পাঠিয়ে ছিলাম তখন মনে হয়ে ছিল যেন এই সুন্দর পৃথিবীতেটা আর আমার মেয়ে দেখবে না। আল্লাহর রহমতে আমার মেয়ে এখন আগের চেয়ে অনকটা সুস্থ। আল্লাহর গুনগান বলে শেষ করা যাবেনা।আমার জন্মগত হার্টে ছিদ্র ছিল। এটা একটা বড় অপারেশন।
ভিডিওটা দেখতে দেখতে চোখের কোনে কখন যে পানি চলে আসলো বুঝতেই পারলাম না,,,, আপনাদের মতো আমারো একটা ছোট্ট নাদিয়া আছে,,,,,দোয়া করবেন আমাদের জন্য ভাইয়া এবং ভাবি🤲🤲🤲
হঠাৎ পাখিটার কি হল সকালে এমন ভিডিও দেখব প্রস্তুত ছিলাম না, আল্লাহ তুমি এই পাখিটা কে একেবারে সুস্থ করে বাবা মায়ের কোলে এনে দাও, আমাদের বাংলাদেশী পাখিটা অনেক সাহসী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ❤❤❤❤❤
নাদিয়ার এই ভিডিও টা দেখে চোখের পানি চলে আসছে ভাই,আমার ২ মেয়ের পরে ১ টা ছেলে হইছিলো জন্মরে পরে ২ দিন আমার কাছেই হাসপাতালে ছিলো, হাঠাৎ করে রাতে চিৎকার তার পর শিশু ডক্তর ঢাকা রেফার করছে তার পর পরিক্ষা করে পাইছে পেটের নারিটা ওপরে ওঠে ফুসফুসে চাপ মারছে, এ ৩ দিনের বাচ্চাকে ওপেন সার্জারি করাইছে আমি মা কাছে ও ছিলাম না, তার পরঅপারেশনের ৩ দিন পরে গিয়ান আসছে, তার পর দিন মার কলিজাটা দুনিয়া ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে,আমার আমার ছেলে দেড় বছর হইছে।আমি এখন ও মানুষিক ভাবে শারিলিক ভাবে অনেক অসুস্ত।যাক আল্লাহ যা করে ভালর জন্যই করে, এইটা ভেবে ২ টা মেয়ের জন্য ভাল থাকার চেষ্টা করি। নাদিয়ার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন নাদিয়া মাটাকে সুস্ত করে দেই।
ভাইয়া আপনার চোখে পানি দেখে আমার চোখও ছলছল করে উঠেছে আর সেই সাথে আমার মেয়েটার কথাও মনে পরে গেছে ওর ও ছয় বছর বয়সে টনসিল অপারেশন করতে হয়েছিল ।যাইহোক ইনশাহআললাহ নাদিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে tension করেন না । আল্লাহ ভরসা ❤❤❤❤
আমি এই মেয়েটির সুস্থতা কামনা করিতেছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করি যেন মহান আল্লাহ তায়ালা যেন ঐ মেয়েকে সুস্থ করে মা বাবার কোলে পিরীয়ে দেন আমিন।
দোয়া করি মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ।আমি কান্না করে দিয়ে নাদিয়াকে দেখে সত্যিই আমার প্রথম খুব খারাপ লাগছে।আল্লাহর রহমতে তুমি ভাল হবে ইনশা-আল্লাহ।
আমার ছোট ছেলেটা তিন দিন আই সিউ তে ছিল সন্তান এই অবস্থা থাকলে কি কষ্ট মা বাবাই জানে।।এই কষ্টের সাথে পৃথিবীর কোন কষ্ট মিলেনা। আল্লাহ ছোট্ট বাবু সোনাটা তারাতাড়ি সুস্থতা দান করুন