ভিডিও করেন এমন মুড নিয়ে যে আর কি বলবো।সাইফুল ভাই ,সাইফুল ভাই। আর বলার ধরণ joss . কোনো সত্যের উপরেও মানুষ এত জোর দেয়না যত টা মিথ্যার উপরে জোর হচ্ছে। এই ধরণের ভিডিও না বানানোই ভালো।সাধারণভাবে একটা ভিডিও আসবে যে প্রোডাক্ট এইটা। কিন্তু এমনভাবে বাজে জিনিসের ব্যাপারে বলা হয় যে মানুষ কিনতে বাধ্য । কেন ভাই ,খারাপ প্রোডাক্ট বিক্রি করে আপনাদের কি অর্জন আর মানুষ ঠকিয়ে কতটা সামনে যাবেন। আমি এই প্রোডাক্ট টা কিনে ঠকেছি। বুঝেছি এটা একদম মানুষ কে বিপদে ফালানো ছাড়া কিছু না। মিয়াকো একটা প্রোডাক্ট কিনেছি ৬ বছর আগে। একবার সার্ভিসিং এ নিতে হয়নি।আর এই কারী কুকার কিনছি পরশু মানে ৬ দিন ও হয়নি এর মধ্যে ব্যাক পাঠাতে হলো। আমি না শুধু ,আরো কয়েকজনের কমপ্লেইন নিয়ে আসতে দেখলাম। ওরা জিনিসটা রেখে দিলো ক্ষমা চাইলো। কিন্তু এখানে যা দেখছি অন্তত লজ্জা থাকলে এভাবে আর ভিডিও বানাবেন না আর মিথ্যা সাক্ষ্য ও দিবেন না। স্বাভাবিক ভাবে মানুষের কাছে ইনফরমেশন দিবেন। আর কেউ না ঠকুক এইজন্য এই কমেন্ট টা দিলাম। আর হা, না জেনে অতো কথা বলবেন না। আগে ব্যবহার করবেন তারপর সত্যি কথা বলবেন ,ভালো জিনিসের প্রসার করুন দেশ কে এগিয়ে নিতে সাহায্য করুন।
@@moniaktermoniakter6535 আপনি এমন কোনো ব্র্যান্ড কিনুন যাতে ডিপেন্ড করা যায়। আর এটার shape না কিনে ভিতরটা একটু ডিপ সেটা কিনুন। এতে রান্না করতে বিরক্তি লাগে। মাঝ থেকে উঁচু তাই সব গড়িয়ে পাশে চলে যায়। আর যখন আমি রান্না করেছি এর পাওয়ার কমালেও কমেনি একদম সুইচ যখন অফ করেছি তখন অফ হয়েছে। তারপর দোকানে যখন নিয়ে গেলাম তারা খুলে দেখলো লাইন ডাইরেক্ট করা। তারপর পর পর যে কয়টা ছিল ওই দোকানি খুলে দেখে একই রকম। মানে এটা যদি কেউ ২ নম্বর বলে তাহলে ২ সংখ্যার অপমান হয় একে ৪২০ নম্বর বলা উচিত। আর সারা দেশে এগুলো ছড়ানো। যে দোকানে যান বা যে ভিডিও দেখেন দেখবেন এই চালবাজি।
@@kuwait.1768 সত্যি কথা ধামাচাপা দেবার এত চেষ্টা করার দরকার নেই। আমি সাধারণ মানুষ, সাধারণ কথা বলি। মানুষ আর ধোকায় না পড়ুক তাই নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।
ইস্টিলের খুন্তি ব্যবহার করলে কারেন্তের শক লাগে, ব্যবহারের সময় কাঠের খুন্তি ব্যবহার করলে শক না লাগতে পারে, তবে এই খুন্তি দিয়ে নাড়ার পর খুন্তি পাতিলের সাথে না লাগাইলে ভাল, নয়তো আবার খুন্তি ধরতে গেলে শক লাগবে, আর পানি যাতে না লাগে, পানি লাগলেও সমস্যা, কড়াই ধোয়ার পর কড়াইর নিচে শুকনা কাপড় দিয়ে ভাল করে পাতিল দিয়ে মুছে ফেলাটাই ভাল, আমি ব্যবহার করি তো তাই সেই অভিজ্ঞতা থেকে বলছি, কিছু মাইন্ড করিয়েন না😊
ভাই জান আপনাদেরকে অনুরোধ করি আপনারা একটা কারি কুকারের সাথে তিনটা রান্নার পট কোম্পানির কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন,একটা বড় সাইজ ভাতের জন্য একটা তরকারির জন্য একটা ভাজির জন্য।
মুখে অনেক কিছুই বলে কাজের বেলায় ০। আমিও নিয়েছি । এটায় মাছ ভাজা যায়না। আর হিট হতে টাইম নেয়। পেঁয়াজ ভাজতেই ৩/৪ মিনিটের বেশি লাগে। আর অন্যান্য কথা বাদই দিলাম। রাইসকুকারও নিয়েছিলাম । একদম ফালতু । ভাত হতে ৫০/৬০ মিনিট লাগে। আর নিচের ভাতগুলো ফেলে দিতে হয় ।