১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ন মুহূর্তে আনসার বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে। মহান ভাষা আন্দোলনে ময়মনসিংহের আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার শহীদ হন।যার আত্নত্যাগ ও অবদানে এ বাহিনী গর্বিত।
আনসার সদস্যরা আন্দোলন করবে এটা তাদের গনতান্ত্রিক অধিকার! কিন্তু তাদের আন্দোলনে সমন্বয়ক রা ছাত্র নিয়ে কেন বাধা দিবে আর তাদের বিরুদ্ধে যাবে! প্রয়োজন হলে প্রশাসন যাবে ওইখানে,,,একমাস আগেও আন্দোলনে বাধা দিলে সৈরাচার হয়েছিলো বলা হয় তাহলে এখন বাধা দিচ্ছে যারা তারা কি!
মি. পরাজিত শক্তি স্বমন্বয়করা বাধা দেয়নি। আপনাদের দোষরা আমাদের ২ জন বীরকে সচিবালয়ে আটকে দিয়েছিলো, এবং ছাত্রদের উপর আপনার আম্মুর মত গুলি চালিয়েছিল তাই ছাত্ররা একটু কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালযে আসতে হয়েছে আর ৭ মিনিটে মাল আউট হয়ে গেছে। নিজ দলীয় ক্যাডার, পুলিশ, বিজিবি র্যাব দিয়ে পরাজিত শক্তি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্য কথাটি তুলে ধরার জন্য। আমিও বাংলাদেশী ছিলাম। শিক্ষকরা আমাদের পরম গুরুদেব ছিলেন। আজ তাদের উপর যে অত্যাচার হচ্ছে দেখলে কান্না পেয়ে যাচ্ছে।
what is actual situation try to understand ..... kisuta shomoy amon jabe kintu Banglade Allaher rohomot ase tai amra fasibadke shorate peresi ... InshaAllah shamner dineo parbo.. Shanti rokkira ekshomoy oshantir karon silo..
আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে নিরপেক্ষ ভাবে এইসব বিষয়ে কথা বলার জন্য। আর এইসব ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত মাতব্বরি আর নেওয়া যাচ্ছে না।
আবার একটা পরিবারতন্ত্র তৈরী ছাড়া তার কোন অর্জনই নেই এ যাবত। নিজের ভাইর ছেলে, পরানো গ্রামীন সহচরদ্বয়, পরিচিত ব্যাক্তির লিভ টোগেদার মহিলা। সেই পরিবারতন্ত্রই!!!!!
স্যার, আপনি সঠিক বলেছেন। সঠিক কথা বলার জন্য আপনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। সমন্বয়কদের বেয়াদবি আচরনগুলো দেখে আর নিতে পারছিনা। সমন্বয়করা যা বলছে এবং যা করছে তাই এখন সংবিধান হয়ে যাচ্ছে। সমন্বয়করা যা করছে.. তা দেখে মনে হচ্ছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নি। আমার মনে হচ্ছে ৫, ১০, ১৫ বছর পর হলেও এই সমন্বয়কদের কি অবস্থা হবে চিন্তা করতে পারছি না। একটা জিনিস জানি এবং মানি.... সেটা হচ্ছে - অতিরিক্ত কোন কিছু ভালো না।
ছাত্ররা মনে হচ্ছে আইনের উর্ধ্বে।তারা যেটা করবে সেটাই ঠিক, তাদের কথাই সংবিধান। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে। আর বর্তমান উপদেষ্টা মনে হয় ছাত্রদের হাতে দেশের আইন, শাসন ও বিচার বিভাগের দায়িত্ব দিয়ে রাখছে।
আমার বেশ করে জানতে ইচ্ছা করছে --- শেষ কোটা সংস্কার আন্দোলনের প্রস্তুতি কতদিনের এবং এর সাথে জানতে ইচ্ছে করছে 01. সমন্বয়ক কিভাবে নির্বাচিত বা মনোনীত হয়েছে 02. তাঁদের সকলের বয়স ও শিক্ষাগত যোগ্যতা 03. তাঁদের সকলের মা-বাবার পারিবারিক, আর্থিক, সামাজিক ও শিক্ষাগত অবস্থা 04. তাঁরা কিভাবে নিজেদের প্রস্তুত করেছেন? 05. তাঁদেরকে কারা সহযোগিতা করেছেন 06. কোটা সংস্কার আন্দোলন কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল? 07. সমন্বয়কগণ কোন্ কোন্ বৈষম্য দুর করতে চাচ্ছেন 08. কতজন সমন্বয়ক আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কোথায় চিকিৎসা নিয়েছেন 09. কতজন সমন্বয়ক মারা গেছেন? 10. সবকিছু এত দ্রুত কিভাবে পরিবর্তন হল? 11. এসব কি সাথে সাথে হতে পারে? 12. এমন কি আগে কোথাও হয়েছে আগে? 13. আমার দেশে কিভাবে হল? 14. ঘটনার দৃশ্যপট - আগেই কি স্ক্রিপ্ট লিখিত ছিল? 15. কৃশীলবদের আগেই প্রস্তুত করা হয়েছে কি? 16. ১৯৭১ আসতে ২৪ বছর লেগেছিল এবারে ২৪ দিনও লাগলনা কেন? 17. নেতারা কি বিশেষভাবে প্রশিক্ষিত? 18. কারা প্রশিক্ষণ দিল ? 19. কত বছর দিল? 20. কেন তারা দিল? 21. তারা কেন আমাদের স্বাধীন করতে চায়? 22. তাদের লাভ কি? 23. কতটুকু দেবার চুক্তি হয়েছে? 24. যাবতীয় কাজ সম্পন্ন করতে তহবিল কারা দিল? 25. আমরা স্বাধীন হয়েছি কি?