ভালো কাজ দেখলে বুকটা ভেঙ্গে যায়, চোখ থেকে পানি বের হয়ে আসে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আল্লাহ তায়ালা তুমি আবার দেশে আবু বকর (রাঃ) ওমর(রাঃ) পাঠিয়ে দিন।
অনেক কে দেখেছি.. কয়েকদিন দান করে পরে যখন সেলিব্রিটি হয়ে যায় তখন আর কোনো খোজ থাকে না। কিন্তু ফিরোজ ভাইকে যেনো আল্লাহ এ যুগের হাতেম তাঈ. দানবীর হাজী মোহাম্মদ মোহসিন বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ কবুল ফরমান
সবাই এই মানুষগুলোর মুখে হাসি ফুটাতে পারে না, আর যে পারে সে জানে এতে কত শান্তি রয়েছে। আপনি এই কাজগুলোর মাধ্যমে প্রকৃত শান্তি খুঁজে পেয়েছেন। আল্লাহ আপনাকে আরও শান্তি দিক, আপনার অর্থের মধ্যে আরও অনেক অনেক বরকত দান করুক❤️
এমন ভাবে দান করা উচিৎ ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাতে না জানে। আর এখানেতো ভিডিও হচ্ছে। তবে এটি একটি ভালো কাজ সবাই যদি এভাবে শহযোগিতা তাহলে দেশটাই পাল্টে যেত
@@maxrifat9084 সে দান করেছে সেটা দেখাতে নয় বরং অন্যকে দানে উৎসাহিত করার জন্য ভিডিও করেছে,,,এবং আল্লাহ সুরাহ আল হাক্কা'য় স্পস্ট করে বলেছেন নিজে দান করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।।
ফিরোজ ভাই আপনার বিডিও দেখে মন চায় মন ভরে কান্না করতাম। আপনাকে দেখতে মন চায় আমি একজন প্রবাসি আমি কুয়েত থাকি। এখন আমার জেলায় চাঁদপুর এ আচি। I miss you Bay.😭😭😭😭
ভাই জীবনের সকল ইচ্ছাই হয়তো একদিন পূর্ণতা পাবে কিন্তু জীবনে যদি একবার হলেও আপনার দেখা না পাই তাহলে অনেক বড় একটা অপূর্ণতা থেকে যাবে..ভালোবাসা নিবেন ভাই❣️❣️
আমি বেকার খোদার কছোম বলছি,,আল্লাহ আমারে এতো সামত্থো দেয় নাই জে দান করবো,,তবে আপনার মতো কাওকে দেখলই একদম অন্তর থেকে ইচ্ছা করে আমিও জদি কোন দিন এমন টা করতে পারতাম।, আল্লাহ আমার মনের আসা পুরুন করুন আমিন,,,
ভালবাসা অবিরাম ভাই,,, আপনার মতো মানুষ যদি ১০০০ জনের মধ্যে ১০ জন থাকতো তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হতো! এখন তো এরকম মানুষের বড়ই অভাব আমাদের এই দেশে। সবাই যেখানে নিজের পকেট ভোরতে ব্যস্ত, সেখানে আপনি ভিন্ন! অসহায় মানুষের পাশে দ্বারীয়ে সাহায্য করছেন সত্যি এরকম মানুষ আমাদের দেশে ও সমাজে বড়ই অভাব!! ইন শা আল্লাহ, ভাই এগিয়ে যান দোয়া রইলো।।
আল্লাহ আমার এই ভাইকে নেক হায়াত দান করো সেই সাথে তাকে পূর্ণ ঈমানদার না বানিয়ে কবরে নিয়েন না।আর আপনি তাকে আরো অনেক অর্থের মালিক বানিয়ে দেন যেনো আরো বেশি বেশি দান করতে পারেন আমিন।
ভাই আপনি যে কতো নেকী কতো দোয়া পাইছেন তা যদি আল্লাহর কাছে কবুল হয় ভাই,,,আমি একজন মুসলিম হয়ে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার আখিরাত ভালো হবে।।।দোয়া করি আল্লাহ সবার মনের আশা কবুল করুক
আসসালামুআলাইকুম ফিরোজ ভাই । সত্যিই আপনি অন্য মনের মানুষ । আল্লাহ আপনাকে আরো নেক কাজ করার তৌফিক দান করুক। আমিন .......... I am for India your big friend vai jaan......🥰🥰
ভাই আপনার সহযোগিতায় যে একটা মানুষের মুখে হাসি ফুটে সেটাই মনোমুগ্ধকর।সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন।ভাই আপনার জন্য দোয়া রইল 🤲🤲🤲🤲
গরীব অসহায় মানুষ গুলি বড়লোক মানুষ খুজে কিছু পাবার আশায়, আর প্রিয় ফিরোজ হাসান ভাই গরীব অসহায় মানুষ খুজেন কিছু দেওয়ার আশায়,,ভালো বাসা অবিরাম প্রিয় ভাইয়া,,❣️❣️❣️
কারো অনেক আছে কিন্তু দেওয়ার মন দেয় নাই,,, আর কারো কছুই নেই কিন্তু দেওয়ার মন পাহাড়ের সমান,,,,,আপনার মন ধন দুটোই আছে আলহামদুলিল্লাহ,, ভাই অনেক সুখী হবেন ভাই,,,মানুষের পাশে দাড়ানোর মাঝে অন্য রকম একটা ভালোলাগা আছে,,,,, আল্লাহ আপনাকে আরো দান করার তৌফিক দান করুক❤❤❤❤
মনটা ভরে গেল ভাই, ইনশাআল্লাহ সামর্থ্য হলে একদিন আমি ও এমন মানব সেবা করবো। আল্লাহ আপনার দানকে কবুল করুক, সাথে সাথে আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।