সূরা ইব্রাহীম (১৪), আয়াত ৩২ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ তিনিই আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তাঁর হুকুমে তা সমুদ্রে বিচরন করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে।
এটার সাথে vast engineering আর যেই rout এই চলাচল করে তার wave ডাটা নিয়ে আমাদের জাহাজ এর ইঞ্জিনিয়ারিং structural design করতে হয়, মুলত design এর সময়ই জাহাজের মেটাসেন্ট্রিক hight আর wave form অনুযায়ী stability করাই মূল উদ্দেশ্য As a Naval Engineer we did our best Then forgiveness’s of Allah ❤