Тёмный

সয়েল টেস্ট/মাটি পরিক্ষা কি, কিভাবে, খরচ এবং রিপোর্ট বোঝা। 

GM Quality Construction
Подписаться 3,3 тыс.
Просмотров 6 тыс.
50% 1

মাটি পরিক্ষা কাকে বলে? (What is Soil Test?)
কিভাবে সয়েল টেস্ট করতে হয়?
রিপোর্ট কিভাবে বুজতে হয়?
খরচ কেমন হয়?
কি কি চেক দিতে হয়?
আজ থেকে নিজেই সয়েল টেস্ট রিপোর্ট বুজবেন ইনশাআল্লাহ।
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।
আপনারা মাটি পরিক্ষার রিপোর্টের মধ্য অনেক গুলো N এর মান (Value) দেখতে পাবেন। N এর মানের উপর মাটির অবস্থা কেমন সেটা নির্ভর করে। আমরা খুব সহজে N এর মান থেকে মাটির অবস্থা কেমন সেটা জেনে নিতে পারি।
খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা কেমন।
✓ N এর value ২ এর চেয়ে কম হলে, বুঝতে হবে মাটি খুব নরম (Very Soft)। যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র ২ টন।
✓ N এর value ২ থেকে ৫ এর মধ্য হলে নরম (Soft) মাটি। যার ভারবহন ক্ষমতাও ২ থেকে ৫ টন প্রতি বর্গমিটারে (Ton/Sqm)।
✓ N এর value ৫ থেকে ৯ এর মধ্য হলে কম নরম (Mrdium) মাটি। যার ভারবহন ক্ষমতাও ৫ থেকে ১০ টন প্রতি বর্গমিটারে (Ton/Sqm)।
✓ N এর value ৯ থেকে ১৭ এর মধ্য হলে শক্ত (Stiff) মাটি। যার ভারবহন ক্ষমতাও ১০ থেকে ২০ টন প্রতি বর্গমিটারে (Ton/Sqm)।
✓ N এর value ১৭ থেকে ৩৩ এর মধ্য হলে খুবই শক্ত (Very Stiff) মাটি। যার ভারবহন ক্ষমতাও ২০ থেকে ৪০ টন প্রতি বর্গমিটারে (Ton/Sqm)।
✓ N এর value ৩৩ এর চেয়ে বেশী হলে খুবই কঠিন শক্ত (Hard) মাটি। যার ভারবহন ক্ষমতাও ৪০ টনের চেয়ে বেশী হবে প্রতি বর্গমিটারে (Ton/Sqm)।
(Reff. BNBC, Soil & Foundation)
মাটি পরিক্ষার জন্য জমিতে কত গুলো বোরহোল করা দরকার।
✓ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি বোরহোল করতে হয়।
✓ ৩থেকে ৫ কাঠার জমির জন্য ৫টি বোরহোল করতে হয়।
✓ ৫ থেকে ১০ কাঠার জমির জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
কেন মাটি পরিক্ষার (Soil Test) করার প্রযোজন হয়।
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়। একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন।
কিভাবে মাটি পরিক্ষা (Soil Test) করা হয়।
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ইঞ্চি ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয় না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
(N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার।)
মাটি পরিক্ষার (Soil Test) করার সময় সর্তকতা সমূহ।
✓ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা।
✓ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা।
✓ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা।
✓ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।
মাটি পরিক্ষা (Soil Test) কাদের দিয়ে করাবেন।
যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।
কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়। তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় মাটি পরিক্ষা করে দেওয়ার প্রস্তাব দেয়। তাহলে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা।
যেখানে।
✓ Physical & Index Properties.
✓ Compaction and Density Tests.
✓ Direct Shear Tests.
✓ Triaxle Shear Tests.
✓ Strength and Deformation Characteristics.
✓ Permeability and Seepage Characteristics.
ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@msikderhasan1135
@msikderhasan1135 3 месяца назад
আপনার কথা সম্পূর্ণ ঠিক আছে। কিন্ত যিনি কাজ করাবেন তার নিজের কাজ সম্পর্কে ধারনা অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ।
@SharifMizi-st5db
@SharifMizi-st5db Месяц назад
Thank you sir😊
@mostakahmed5379
@mostakahmed5379 8 месяцев назад
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। উপকৃত হলাম, ধন্যবাদ আপনাকে।
@learninganytime2768
@learninganytime2768 5 месяцев назад
Congratulations vaia
@Hagamer-hk
@Hagamer-hk 6 месяцев назад
Thanks
@rajibhossain8241
@rajibhossain8241 9 месяцев назад
বোর হোল কোথায় কোথায় করবে এটা কে নির্ধারন করে।
@GMQualityConstruction
@GMQualityConstruction 9 месяцев назад
আপনি নিজেও করতে পারবেন। একটা বোর হোল থেকে আরেকটা বোর হলের দুরত্ব ২০ ফিট করে করলেই হবে। আপনি না বুজতে পারলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন।
@jahanarabegum2667
@jahanarabegum2667 8 месяцев назад
Good apearance cute lady 3:46
Далее